গুজরাট থেকে গাজা, উদ্দেশ্যে ত একই

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৯:৩২ রাত

গুজরাট থেকে গাজা, উদ্দেশ্যে ত একই

======================



Had a wonderful meeting with Jewish leaders in New York City.

(নিউ ইয়র্কে ইহুদী নেতাদের সাথে একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যোগদানের পর ফেবু স্ট্যাটাস)

ইহুদি নেতাদের সাথে মোলাকাতের পর ভারতের প্রধানমন্ত্রী কতটা উতফুল্ল হয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে সাথে জানিয়ে দিয়েছে বিশ্ববাসীকে।কেনইবা করবে না?গুজরাট থেকে গাজা,উদ্দেশ্যে ত একই।

'মুসলিম নিধন'।

যে কাজটি তারা অতন্ত নিষ্ঠার সাথে করে যাচ্ছে। অবাক হইনি তাতে।

তবে হতবাগ হয়ে যাই তখন, যখন আমাদের মুসলিম নেতৃবৃন্দদেরকেও তাদের সাথে এহেন কর্মকান্ডে জড়িত থাকতে দেখি।

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270056
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ইহুদি লবিই্ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রন করার ব্যাপারে অগ্রনি। তার সাথে বিজেপির সখ্য পুরাতন। জেনারেল জ্যাকব হলেন বিজেপি ই্হুদি সংযোগ এর প্রধান উপদেষ্টা।
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১২
214219
রাজিবুল হাসান লিখেছেন : একমত
270059
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যে কাজটি তারা অতন্ত নিষ্ঠার সাথে করে যাচ্ছে। অবাক হইনি তাতে।

অবাক হওয়ার কিছু নেই- তারাতো প্রকাশ্য ঘোষণা দিয়েই করে চলেছে, আমরাই না বেকুবের দল!!
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
214220
রাজিবুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
214221
রাজিবুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ,ঠিকই বলেছেন।
270290
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
রাজিবুল হাসান লিখেছেন : ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু আহত : গ্রেফতার ১৪০
---------
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় তার নিজ রাজ্য গুজরাটে ভদোদারা শহরে হিন্দু-মুসলিম দাঙ্গা দেখা দিয়েছে। দাঙ্গার সময় দুইজনকে ছুরিকাহত করাসহ অনেক আহত হয়েছে। পুলিশ দাঙ্গায় জড়িত সন্দেহে ১৪০ জনকে আটক করেছে। ফেসবুকে একটি ছবি পোস্ট করার ঘটনায় এ দাঙ্গার সূচনা হয় নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তারা জানান।
যুক্তরাষ্ট্র সফররত নরেন্দ্র মোদির গতকাল দিন শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করার কথা। এ সফরকালে মোদি ভারতের অর্থনৈতিক সম্ভাবনার বিষয় তুলে ধরার ওপর গুরুত্বারোপ করছেন। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় হিন্দু-মুসলিম দাঙ্গায় মোদির ভূমিকার কারণে ২০০৫ সালে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে। এরপর প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানানো থেকে বিরত ছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File