মোহাম্মদ ইসলামের বাংলাদেশের ক্রিকেট নিয়ে ক্রিকইনফোর আজকের নিউজটি আর আমার উচ্চারণ জনিত ভুল
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১৯:২৪ রাত
মোহাম্মদ ইসলামের বাংলাদেশের ক্রিকেট নিয়ে ক্রিকইনফোর আজকের নিউজটি আর আমার উচ্চারণ জনিত ভুল
============================্
আজকের ইএসপিএন ক্রিকইনফোতে মোহাম্মহ ইসলামের বাংলাদেশের ক্রিকেটের উপর আমাদের কোচের সাক্ষাৎকার স্ববলিত নিউজটির ঝকঝকে তকতকে হেডলাইনটি অনেকেই হয়ত লক্ষ্য করেছেন।
"Bangladesh coach puts anus on batsman." **
অনুবাদ করলে দাড়ায়, বাংলাদেশের কোচ তার মলদ্বার দিয়ে চেপে হলেও ভরসা ধরে রাখতে চাইছেন ব্যাটসম্যানদের উপর্।
বাংলাদেশের কোচ হাতুরাসিংগা জানান, পিন চেপে হলেও (Pinned hopes) শেষ দুইটা টেস্টে অন্তত ড্র করার মতো চাপ তৈরি করছি খেলোয়াড়দের উপর্। তিনি আরো বলেন, প্লেয়াররা আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে।তাই আমাদের এখানে রিয়ালাস্টিক গোল হবে টেস্টে ড্র করা।
ছয় মাস ধরে বাঘা বাঘা ক্রিকেটারদের কে নিরবিচ্ছিন্ন অনুশীলন করানো হয়। বড় বড় নেতারা তাদের সাথে যোগ দিয়েছিল কয়েকদিন আগেরকার পাতি ক্রিকেটারাও সবাই ওয়েস্ট ইন্ডিজ জয় করার জন্য যে দিন রাত প্রাণান্ত পরিশ্রম করেছিল , এর সবই কি তাহলে পানিতে গেল? তখন কি তারা হাতুরাসিংগের আজকের এই রিয়েল্যাস্টিক গোলের কথা বুঝতে পারেননি? নাকি মোটা মোটা খা*ঈ সেজে সাথে কয়েকটি সাংবাদিক নিয়ে টিভি চ্যানেল ঘুরতে ঘুরতে তাদের মনে নায়ক নায়ক ভাব এসে গিয়েছিল? "আরে এ রকম দুএকটা স্টার দলে না থাকলে কি হবে, আমরা আছি না?"
হাতুরাসিং ইসপিএনকে আজকে গত ওডিআই গুলিতে আমদের বাঘেদের ইদুর হয়ে যাওয়ার ফিরিস্তি দিতে গিয়ে বলেন, "এই অবস্থার জন্য তাকে কিংবা খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ কি হবে? এটা সামগ্রিক একটা ব্যাপার্। এরকম সামগ্রিক একটা ব্যাপারে এই দেশের ক্রিকেটের হর্তাকর্তারা রাতারাতি হুট করে কারু ব্যাপারে সিদ্ধান্ত কিভাবে নেয়?"
হাতুরাসিং খুব সুন্দর ভাবে নিজেকে পাশ কাটিয়ে নিয়ে গেল। শুধুই যে পাশ কাটিয়ে গেল তা নয় ,সাধারন মানুষের জল্পনারও অবসান করে দিল।ব্যাটারা বুঝবে এবার।। আমার মতো সাধারনেরা আজ রাতে হয়ত কেউ কেউ আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে এরকম একটা সপ্নও দেখে ফেলতে পারি।আমাদের সন্তানেরা হয়ত আরো একটু বেশী এগিয়ে যাবে. এইবারেই বিশ্ব কাপ হাতে পেয়ে লাফ দিয়ে খাট পরে ঘুম ভেংগে যাবে।
বাস্তবে কারোরই কিছু হয় না, সাবলীল ভংগীতেই পার হয়ে যাবে ঢালীর সামনের লিকলিকে ছোট্ট খালটি।সাধারন মানুষেরাই আটকে পড়ে থাকবে সিস্টেমের জালে।কারন , আমরা কেউই সিস্টেমেরে বাইরে না। জীবন দিয়ে সাধীনতা এনেছি, চেচিয়ে চেচিয়ে সরকার পরিবর্তন করছি আর সপ্ন দেখছি। জীবন আর চেচানো সাথে আমাদের সাধীনতাকামী মনের আবেগের সাথে মিশে একধরনের বহুগামী রতি ক্রিয়ায় চুপিসারে জম্ম নিয়েছে একটা জাতের । দুর্ভাগ্য, এরাই আমদেরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে । এদের কাছে জনগণের কাছ থেকে চুরি করা টাকায় যেখানে সেখানে কিনে ফেলতে চায় সন্মান,উদ্দ্যেশ্য অতিদ্রুত মুছে ফেলতে অতীতকে।তাদের সন্তনদেরকে যাতে অতীত এসে ছোবল না দেয়।
কারো বউকে যদির তাদের সন্তানদের অথবা তাদের মনে ধরে তাহলে চুপচাপ তুলে দিতে হবে। এরা নিজেদের শুটকি মাছের চেয়েও বেশী শুকিয়ে যাওয়া অতীতের কথা মনে করে তাদের সন্তানদেরকে আগলে রাখেন পরমযত্নভরে।সেখানে কারো বউ এসে ঢুকে পরলে আমরাও তাদের সাথে মিলিয়ে একসাথে কোরাস গেয়ে উঠি ."বেগানা" বলে।
শেষ কথা.
সাকিবের মতো তারকার বউদের যারা রেহাই দেয় না সাধারন জনগণের বউয়েরা কেমন আছে সেটা কথা নাই বললাম।
বি:দ্র: ** onus শব্দটির যায়গায় ভুলে anus হয়ে গেছে।
নিউজটির লিংক:
রাজিবুল হাসান
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন