৭০ রানে অল আউট হয়ে গর্বিত ভংগীতে মাঠ ছাড়লো টাইগাররা

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৩ আগস্ট, ২০১৪, ০২:৩২:৩৫ রাত

ভেবে ছিলাম অনেক বছর পর আজ তামিমের হাফ সেঞ্জুরী দেখতে পাব। নিয়মিত উইকেট পরার বিরতি থেকে নিজেকে সামলিয়েও রেখেছিল। কিন্তু বিধি বাম!

আমরা যা চাই,তাই কি দেখতে পাই?

৩৭ রান করেই বিদায় নিল আমাদের এই মহানায়ক.

বাকীদের তুলনায় অবশ্যই ভাল। সবাই ত এলো আর গেল। ৭০ রানে অল আউট হয়ে গর্বিত ভংগীতে মাঠ ছাড়লো টাইগাররা।

আশার বানী,ওয়ানডে ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন রান। সর্বনিম্ন ৫৮ রান করেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০১১ বিশ্বকাপে। অবশ্য ৫৮ রানের সর্বনিম্ন রানের আরেকটি রেকর্ড আছে ভারতের বিপক্ষে।

এই মুহুর্তে মনে পরছে পাপন মিয়ার ভবিষ্যৎ বানী। সে সাকিবের সাথে তামিমেরে তুলনা করে একদিন গর্বিত হয়েছিল। তামিম পাপনের কথা রেখেছে।

জয়তু পাপন সাহেব।

বিষয়: বিবিধ

৭৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257303
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪৭
মাহফুজ আহমেদ লিখেছেন : এই না হলে টাইগার!!
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:৪৬
201251
রাজিবুল হাসান লিখেছেন : আপনি ঠিকই বলেছেন।
257353
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৫
কাহাফ লিখেছেন :
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:৪৮
201252
রাজিবুল হাসান লিখেছেন : সবাই আপনার এই ছবিটির মতোই খুশী।
মন্তব্যর জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File