প্রচলিত শবে ক্বদর,ইসলাম কি বলে?

লিখেছেন লিখেছেন হুসাইন হামদী ১৯ জুলাই, ২০১৪, ০৩:০৫:১৫ দুপুর

শবে কদরের গুরুত্ত বলার অপেক্ষা রাখেনা।সব মুসলমানই এ সম্পর্কে ওয়াকিফহাল।আললাহ তায়ালা কুরানে কারীমে এরশাদ করেন:

ليلة القدر خير من ألف شهر

"শবে কদর হাজার মাস হতেও উত্তম"

রাসুল সা: এরশাদ করেন,

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم :من قام ليلة القدر إيمانا واحتساباً غفر له ما تقدم من ذنبه، متفق عليه.

যে ব্যক্তি শবে কদরের রাতে আল্লাহর উপর বিশ্বাস রেখে সোয়াবের আশায় এবাদত করে তার পূর্বকৃত সব পাপ মাফ করে দেওয়া হয়।(বুখারী ও মুসলীম)

এখন কথা হল শবে কদরের রাত কোনটা?২৭ তারীখই কী শবে কদরের রাত? যেমনটা আমরা অনেকেই মনে করে থাকি।এ বিষয়ে ইসলাম কী বলে?ইসলামের দিকনির্দেশনা কী?

হাদীসে আসছে রাসুল সাঃ এরশাদ করেনঃ

تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. بخاري

"তোমরা শেষ দশ দিনের বে-জোড় তারিখে শবে কদর অনুসন্ধান কর।(বুখারী))

উপরের হাদীস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শবে কদর শেষ দশ দিনের যে কোন বেজোড় রাতেই হতে পারে।অতএব শুধুমাত্র ২৭ তারিখের রাতকেই শবে কদর মনে করা ভুল।

তাই আমরা যারা এই মহামূল্যবান রাতকে পেতে চাই,এই রাতে এবাদত করতে চাই,আমাদের উচিত রমজানের শেষ দশ দিনের বেজোড় রাত গুলোতে এবাদত করা।যেন এ রাতের রহমত থেকে আমরা মাহরুম না হই।আল্লাহ আমাদের তাওফিক দান করুন,আমীন।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File