সিলেটে এবার ইন্টারন্যাশনাল ফুটবলের উত্সব....
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৬ জানুয়ারি, ২০১৫, ১১:৫২:১০ সকাল
সিলেটে এবার ইন্টারন্যাশনাল ফুটবলের উত্সব....
গতবছর ক্রিকেট বিশ্বকাপের পর এবার ফুটবলে ঝড়ে কাপঁতেছে দুটি পাতার একটি কুড়ি সিলেট নগরী ।আগামী ২৯জানুয়ারী সিলেটে পর্দা উঠছে বঙ্গবন্ধু আন্তজার্তিক ফুটবল টুর্নামেন্টের ।
টুর্নামেন্টের একটি সেমিফাইনাল সহ ৪টি হাই ভোল্টেজ ম্যাচ হবে সিলেটে ।
দক্ষিণ এশিয়ার মেগা এই টুর্নামেন্টে অংশ নিয়ে সিলেট মাতাতে আসছে ফুটবলের সম্ভাব্য পরাশক্তি ৫টি দেশ ।।
সিলেট জেলা স্টেডিয়াম এ অনুষ্টিত এই ম্যাচগুলো ।গতবছর নেপাল-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি মাতিয়েছিল সিলেটের ফুটবল প্রেমী প্রায় ৫০হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে ।সেই ম্যাচের দর্শক সমাগম ও সিলেটের নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়েছিল বাফুফে তথা স্বয়ং ফিফা ও ।
সিলেট জেলা স্টেডিয়াম আধুনিক ও বিশ্বমানের করার লক্ষ্যে ইতিমধ্যে ৫০লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ । উন্নত করা হচ্ছে ড্রেসিং রুম, মিডিয়া বক্স, ফ্লাড লাইট, প্রবেশ গেট এবং ভিআইপি বক্সের ।
অংশগ্রহনকারী দলঃ ৫টি ।
১। থাইল্যান্ড
২। মালেশিয়া
৩। সিঙ্গাপুর
৪। বাহরাইন
৫। বাংলাদেশ (স্বাগতিক)
উদ্বোধনী ম্যাচঃ ২৯জানুয়ারী ২০১৫
বাংলাদেশ বনাম মালেশিয়া
ফাইনালঃ ৫ফেব্রুয়ারী ২০১৫
-ঢাকা জাতীয় স্টেডিয়াম ।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন