গত বৈশাখে দেখা হয়েছিলো

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৫:১২ সকাল

গত বৈশাখের দেখা হয়েছিল

এম মিজান রহমান

তার সাথে আমার দেখা হয়েছিল

গত বৈশাখে

অনেক আগে-

তখন পদ্মা-মেঘনা-যমুনা-সুরমা আর মনু নদীতে হাটুজল ছিল...

একটা বিজলী চমকিয়েছিল

সেদিন;আকাশ গর্জে ছিল ঠিকই

কিন্তু বারিপাত হয়নি

সময়টা ছিল শেষ দুপুর ।

তার হাতে একটা কলেজব্যাগ ছিল

সে বসা ছিল একটা টেম্পুতে

আজ ও মনে পড়ে

তার কথা

সন্দেহে ক্ষতবিক্ষতে ।

আরো অনেকবার দেখা করতে

চেয়েছি সাথে ওর

কাছে গিয়ে ফিরে এসেছি

নিমিষেই পরপর ।

একটা অভিমানে

এলোমেলো সবগানে

আমি হারিয়ে ফেলেছি

আমার নিশানা

ফুল দিয়েছিলাম ওকে

প্রতিদানে সে দিল

সীমাহীন যাতনা ।

এখনো দেখতে মন চায় তাকে

কিন্তু হেরে যাই

আমি সেই মনের কাছে

বারংবার.....

ওকে দেখেছিলাম গত বৈশাখের

কোন এক সোনালী রুদ্দুরে ।

বিষয়: সাহিত্য

৭০২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267448
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৩
আবু সাইফ লিখেছেন : Thumbs Up Rose

পড়লাম



বানানঃ রুদ্দুরে =রোদ্দুরে
267478
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
267504
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
নিউজ ওয়াচ লিখেছেন : Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File