কাশফুল

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪৩:৩০ রাত

কাশফুল - এম মিজান রহমান

বইয়ের পৃষ্টার দিকে তাকাইলে

শুধু সাদা সাদা কাশফুল

চোখে ভাসে...

পড়তে পারি না ।

লিখতে বসছি তাও যেন কাশফুলের

আলতো ছোঁয়া আমাকে

গ্রাস করছে অবিরাম ।

বইয়ের পৃষ্টায় কাশফুল

সিলিংফ্যানের বাতাসে দোল খায় ।

অমায়িক অস্থিরতায়

আলিঙ্গনে সব সাদা হয়ে গেছে....

সুখের এ কোন বারতা

মম জানালায় উকিঁ দিচ্ছে হয়তো...

ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/mijan.mijan.58323

বিষয়: সাহিত্য

৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File