অপেক্ষা - এম মিজান রহমান

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৪:৩৬ রাত

অপেক্ষা

এম মিজান রহমান

পানকৌড়িরা নীলাভে খেলা করে সেখানে খেচড় সাজে ঘুড়ি

নাটাই হাতে বসে খরতরে

লিপিবদ্ধ করি আমার পৃথিবী ;

জলাশয়ে জাল ফেলে বসে আছি বড়শির ছিপ ফেলে বসে আছি

সেই প্রাতেঃ থেকে গোধূলী অবধি- নীলপদ্মরা ভাসমান যেথায় আমার চোখ খুঁজে চলে সেথায় নিলুয়া বাতাস বহে নিরবধি ।

সোনালী বাটিতে হাত দেই আবেগে খুঁজি মহুয়ার সুর অবেলায় বেহুলার শাড়ির আচঁলের শাঁখে লখিন্দরের অকৃত্রিম মায়ায়...

ছুটে চলে দ্রুত বেগে

শতকিয়ার অনুরাগে

শিউলী হাসির ঢেউ -

হাটি তব শতদলে

অচেনা বেড়াজালে

যেখানে হাটেনি কেউ ।

এবং প্রত্যাশার ছোয়ায়

কিছু কথা রয়ে যায়

সুর নমঃ নমঃ ভ্রমিঃ

বিনদিনীর বৃন্দাবন

খুঁজে কেন অকারণ

এইতো এই সেই আমি ।।

_____ সিলেট, বাংলাদেশ ।

বিষয়: সাহিত্য

৭৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265603
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৩
ফেরারী মন লিখেছেন : জলাশয়ে জাল ফেলে বসে আছি বড়শির ছিপ ফেলে বসে আছি

আমি এত জটিল কবিতা বুঝি না। তবে উপরের ঐটুকু বুঝলাম যে আপনি কারো প্রত্যাশায় বড়শি ফেলছেন তাকে পাওয়ার আশায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File