অপেক্ষা - এম মিজান রহমান
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৪:৩৬ রাত
অপেক্ষা
এম মিজান রহমান
পানকৌড়িরা নীলাভে খেলা করে সেখানে খেচড় সাজে ঘুড়ি
নাটাই হাতে বসে খরতরে
লিপিবদ্ধ করি আমার পৃথিবী ;
জলাশয়ে জাল ফেলে বসে আছি বড়শির ছিপ ফেলে বসে আছি
সেই প্রাতেঃ থেকে গোধূলী অবধি- নীলপদ্মরা ভাসমান যেথায় আমার চোখ খুঁজে চলে সেথায় নিলুয়া বাতাস বহে নিরবধি ।
সোনালী বাটিতে হাত দেই আবেগে খুঁজি মহুয়ার সুর অবেলায় বেহুলার শাড়ির আচঁলের শাঁখে লখিন্দরের অকৃত্রিম মায়ায়...
ছুটে চলে দ্রুত বেগে
শতকিয়ার অনুরাগে
শিউলী হাসির ঢেউ -
হাটি তব শতদলে
অচেনা বেড়াজালে
যেখানে হাটেনি কেউ ।
এবং প্রত্যাশার ছোয়ায়
কিছু কথা রয়ে যায়
সুর নমঃ নমঃ ভ্রমিঃ
বিনদিনীর বৃন্দাবন
খুঁজে কেন অকারণ
এইতো এই সেই আমি ।।
_____ সিলেট, বাংলাদেশ ।
বিষয়: সাহিত্য
৭৩০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি এত জটিল কবিতা বুঝি না। তবে উপরের ঐটুকু বুঝলাম যে আপনি কারো প্রত্যাশায় বড়শি ফেলছেন তাকে পাওয়ার আশায়।
মন্তব্য করতে লগইন করুন