হাতের খুঁজে -এম মিজান রহমান

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৩:৪৭ দুপুর

হাতের খুঁজে

ණএম মিজান রহমান

আমার হাতের পাশে সব পাই

শুধু হাত পাইনা

যেটা খুঁজে বেড়াচ্ছি অহর্নিশ-

বালুকারাশির মত

ঢিবির মত সোহাগ পাই

চঁন্দ্রমাখা বিনিদ্র রজনীতে

রাত জাগানিয়া সুখ খুঁজে পাই

শুধু আমার ডান হাত

ডান হাতটাকে পায় না খুঁজে ।

যেখানে আবেগ আছে

প্রস্ফুটিত পানকৌড়ির পালক

ক্ষেতের আইল

আঁকা বাঁকা মেঠোপথ

কয়েক মাইল ।

আমি সব খুঁজে পাই

ঐ হাতটির আলতো স্পর্শ ছাড়া ।

বাঁশের কঞ্চি দিয়ে বানানো

বাশিঁতে সহসা সুর ওঠে

শরতে শিউলী ঝড়ে যায়

আবার শিউলী ফুটে...

আমার ডানহাত,

ডানহাতকে খুঁজে চলে

অজানা ধুম্রজালে ।

___

সিলেট, বাংলাদেশ ।

বিষয়: সাহিত্য

৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File