ছায়াসঙ্গী -এম মিজান রহমান
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৩৪:২২ দুপুর
ছায়াসঙ্গী
রাখালির বাশিঁ বাজুক বা
নাই বাজুক
তাতে আমার কি যায় আসে?
আমি একেলা নয়
এ মধ্যদুপুরে
আছে আমার ছাযা ।
একটা ঘাস ফড়িং আছে
সাতরঙ্গা প্রজাপতি আছে
আর আছে আত্মসত্ত্বা
প্রেতাত্ত্বা ।
ফুল ফুটলে ফুটুক কিংবা না ।
ভবঘুরে মুক্ত সুরের সন্ধানে
অব্যক্ত স্পন্ধনে সেরে নেব
পাতার মধ্যেই আমার
রান্নাবান্না ।।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন