মুসলমান কবে বুঝবে কাফিরদের ষড়যন্ত্র ?
লিখেছেন লিখেছেন দিয়া বৃষ্টি ২৩ জুলাই, ২০১৪, ০৩:৪৮:৪৯ দুপুর
১২ বছরেই বাবা হলো বৃটিশ বালক সিন স্টুয়ার্ট। তার গার্ল ফ্রেন্ড তথা সদ্যোজাত ছেলের মায়ের নাম এম্মা। এম্মার বয়স ১৬ বছর। ১৬ বছরে মা হওয়ার নজির বিশ্বে ভুরি ভুরি। এর মধ্যেও নতুনত্বও কিছু নেই। কিন্তু ১২ বছর বয়সে বাবা হওয়া বিরলতম নজির।
এম্মার বয়স যখন ছিল ১৫ তখনই গর্ভবতী হয় এম্মা। দু'জনের বাড়ি থেকেই কোনও আপত্তি জানানো হয়নি। তারা বৃটেনের গ্রামের বাসিন্দা। তার মানে স্টুয়ার্ট ১১ বছর বয়সে বাবা হয়। বাড়ির লোক ও বন্ধুদের সাহায্য পেয়ে মনের জোরে এম্মা দশটা মাস কাটিয়েছে। তারপর নর্মাল ডেলিভারি হয়। বাবা হওয়ার পর খুব খুশি স্টুয়ার্ট।
অথচ বাংলাদেশ এই ব্রিটিশদের আইনেই ১৮ বছরের নিছে বিবাহ নিষিদ্ধ করেছে।
আবার প্রধানমন্ত্রী এই বাল্য বিয়ে নিয়ে কথা বলার জন্য ব্রিটেনেই গেছে ?
এখন মিডিয়া এদের কথা ফলাও করে প্রচার করছে !
কেন এখন মিডিয়া বাল্য বিবাহের বিরুদ্ধে লিখছেনা ?
কই এখন তো মানবাধিকার কিম্বা ইউনিসেফ কিছু বলছেনা ?
কেন কাফিরদল বলছেনা ইহা মেয়ের জন্য ক্ষতিকর ?
কেন বলছেনা বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ?
কাফিরের জন্য সমস্যা না কিন্তু বাল্য বিবাহের মত খাছ সুন্নত মুসলমানের জন্য নিষেধ ?
এরপরেও যারা বাল্য বিবাহের বিপক্ষে বলবে তাদের জুতা পিটা করে লাত্থি মেরে কাফিরদের দেশে পাঠিয়ে দিতে হবে ।
বিষয়: Contest_father
১৪৯২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন