মুসলিম চেতনা ফিরবে কবে!
লিখেছেন লিখেছেন দিয়া বৃষ্টি ২৩ জুলাই, ২০১৪, ১০:৪৮:৫৮ সকাল
ফিলিস্তিন রক্তাক্ত, ক্ষতবিক্ষত |
চরমোনাই, জামাত, হেফাজত মিটিং,
মানববন্ধন করে নিজেদের ইমানের
পরিচয় দিচ্ছে | ঠিক গতবছর যখন আমার
দেশের হেফাজতের উপর নির্মম
হত্যাযজ্ঞ চলে, এর প্রতিবাদে খোদ
হেফাজতই যখন কার্যকর প্রতিবাদ
জানায় নি, যখন সাতক্ষীরা,
সীতাকুন্ডে বিদেশী বাহিনী দ্বারা এদেশের
মুসলিমদের নির্বিচারে গুলি করা হয়,
মা বোনদের ধর্ষন করা হয় তখন কেউ
প্রতিবাদ করে নি, কারন এরা মুসলিম
হলেও জামাতে ইসলাম অর্থাৎ আমার
দলের লোক নয় | এরাই আবার রক্তাক্ত
গাজার জন্য কর্মসূচি পালন করছে |
নিজ দেশের মুসলিমদের ইমানের
মর্যাদা যারা দিতে শিখে নাই
তারাই আবার গাজার জন্য
কর্মসূচি পালন করছে | আমাদের
কাছে ইমানের মূল্য নেই, আছে দলের
প্রেম, সংঘঠনের প্রতি অন্ধ প্রেম,
যা নিয়ে যাচ্ছে গোমরাহীর পথে |
ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক,
লিবিয়া, সিরিয়া, বার্মা, কাশ্মীর
খোদ মুসলিম রাষ্ট্র
নামদারী রাষ্ট্রে মুসলিম
নামদারী মুনাফিক
তাগূতি রাষ্ট্রপ্রধান দ্বারা মুসলিম
ভাইরা প্রতিনিয়ত নির্যাতন, জুলুমের
শিকার হচ্ছে এবং মুসলিম
মা বোনরা ধর্ষিত ও নির্যাতিত
হচ্ছে | এদিকে আমরা লোভে ক্ষমতার
দ্বন্দে বিভক্ত হয়ে ইহুদীদের
গোলামি করছি প্রত্যক্ষ ও
পরোক্ষভাবে, জিহাদকে জঙ্গীবাদ
বানিয়ে মুসলিম
নিধনে ভূমিকা রাখছি | আর আল্লাহ
বলছেন, তোমাদের কি হল যে,
তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছ না!
অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে,
হে আমাদের রব, আমাদেরকে এ জনপথ
থেকে বের করুন যার
অধিবাসীরা জালিম এবং আমাদের
জন্য আপনার পক্ষ থেকে একজন
অভিভাবক, সাহায্যকারী নির্ধারন
করুন | অথচ তাসবীহর দানা এ
মুহুর্তে আমাদের কাছে খুব পছন্দনীয় |
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন