'আজি বর্ষা এলো'
লিখেছেন লিখেছেন সিপার মনোয়ার ১৯ জুলাই, ২০১৪, ০৯:৫২:৩৮ রাত
আজি বর্ষা এলো.
হিম হিম গায়ে
রিম ঝিম জোনাকির
ঝিম ঝিম বায়ে।
আজি হিমেল আকাশ
বিরোহী যা চাষ
নিপুনঃনির্যাস,
শ্বাস ছেড়ে বাঁচে।
আজি বৃষ্টিরা ঝরে
সৃষ্টিরা নড়ে
ঠান্ডা গরমে
আলো ছায়া ছলে।
শিলা বৃষ্টি পড়ে
কড় কড় করে
বজ্রেরা বিলাসি খেলে।
ভুমি কম্প বোনাস
বুক ফাটা ত্রাস
হায়!
হায়!
একি সর্বনাশ!
বিষয়: সাহিত্য
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন