উপলব্দি করুন , ও ইভটিজিং করুন ।
লিখেছেন লিখেছেন সত্যকণ্ঠ ০৪ আগস্ট, ২০১৪, ০১:০৮:৪৮ দুপুর
সম্পূর্ণ লেখা না পড়ে কেউ মন্তব্ব করবেন না ।
"দোস্ত দেখতো মালটা কেমন?
কি খাসা জিনিস মাইরি।"
" হ দোস্ত একদম মাক্ষি।"
বয়েজ কলেজের
মোড়ে দাঁড়িয়ে একটা ছেলেকে দেখে এভাবেই
মন্তব্য করে ফারিয়া আর সুমি।
সুমি শিষ দেয়। ছেলেটা ভয়
পেয়ে দ্রুত পায়ে চলে যায়।
ওরা হাসিতে ভেঙে পড়ে।
ফারিয়া বলে, " দেখ মালটা ভয়
পেয়েছে।" ওরা সময় নষ্ট
না করে বাকি ছেলেগুলার
দিকে নজর দেয়। মাত্রই
ছুটি হয়েছে কলেজের।
ওরা দেখতে থাকে আর টিজ
করতে থাকে।
২
সুজন গরিব ঘরের ছেলে। ওর দরিদ্র
বাবা অনেক কষ্ট
করে জমি বিক্রি করে যৌতুক
দিয়ে এক ভাল পাত্রীর
সাথে বিয়ে দিয়েছে। কিন্তু
বিয়ের পর থেকেই শুরু হয় অত্যাচার। ওর
শাশুড়ি আর বউ মিলে চরম অত্যাচার
করে ওর উপর। সুজন দুই একবার আত্মহত্যার
কথা ভাবে কিন্তু বাচ্চাটার মুখের
দিকে তাকিয়ে আর
সে পথে এগোয়না। সুজন
মরে গেলে ওর বউ আবার
বিয়ে করে ঘরে জামাই আনবে। সৎ
বাপের সংসারে ওর
ছেলেকে রাখতে চায়না সুজন। কিন্তু
কি করবে সুজন? একদিকে যৌতুকের জন্য
নির্যাতন অন্যদিকে ছেলের ভবিষ্যত।
কোনটা দেখবে সে?
৩
সাম্য দেখতে কালো। তাই
কোনো মেয়েই তাকে পছন্দ করেনা।
এ
নিয়ে ওকে উঠতে বসতে কথা শুনতে হয়।
ওর ছোট ভাই রাতুল অনেক সুন্দর। তাই
ওর জন্য ভাল ভাল সম্যন্ধ আসছে। কিন্তু
ওকে রেখে ওর বাপ ছোট
ভাইকে বিয়ে দেয় কিভাবে?
সাম্যের মাঝে মাঝে মনে হয়
চিতকার করে পৃথিবী কে বলতে "
আমি ছেলে হয়ে জন্মেছি কিন্তু
আমিও মানুষ।
খোদা আমাকে কালো বানিয়ে পাঠিয়েছে।
এতে আমার কি দোষ? " কিন্তু
পারেনা। কারন ও ছেলে।
নারীবাদী সমাজের মানুষ গুলোর
কানে ওর আর্তনাদ পৌছায়না।
কি উপরের ঘটনাগুলো উদ্ভট লাগলো?
আপনি ওদের জায়গায় হলে কেমন হত?
কেমন লাগতো আপনার? নিশ্চয়
ভালো কিছুনা। কিন্তু ভাবুন একবার
মেয়েদের সাথে আমরা এরকম ই
করে আসছি এত কাল ধরে। কেন ভাই
ওদের জায়গায়
আপনি আমি হলে কি করতাম?
এভাবে একবার ভাবেন। ওরা ও
তো মানুষ। নারী দেরকে তাদের
প্রাপ্য দিতে শিখুন।
আমার লেখায় কেউ দু:ক্ষ
পেয়ে থাকলে ক্ষমা করবেন।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলেরা যেহেতু মেয়েদের বিশেষ বিশেষ অঙ্গের দিকে দৃষ্টি করার পর এই ধরনের মন্তব্য করে ।
২. ''....জমি বিক্রি করে যৌতুক দিয়ে এক ভাল পাত্রীর সাথে বিয়ে দিয়েছে। ''
০ পাত্রীও নিশ্চয়ই সুজনকে ভাল ও বড় অংকের দেন মোহর দিয়েছে ! সে নিশ্চয়ই সুজনের নিয়মিত ভরণপোষণ দেয় ! সুজন যা কিনতে চায় , যা খেতে চায় বা যেখানে যেতে চায় - সব কিছুতেই পাত্রী নিশ্চয়ই হ্যা করে !
৩. ''সাম্য দেখতে কালো। তাই কোনো মেয়েই তাকে পছন্দ করেনা।''
০ ফেয়ার এন্ড হ্যান্ডসাম আছে না ! ফর্সা হওয়া ছেলেদের জন্য এখন আর কোন ব্যাপারই না !
ছেলেদের জন্য গায়ের রং কোন ব্যাপার । টাকা থাকলেই হলো ।
মেয়েরা টাকাকেই পছন্দ করে বিধায় মুমূর্ষু বড় লোককেও বিয়ে করতে পিছপা হয় না ।
নারীদেরকে তাদের প্রাপ্যের চেয়েও বেশী দেওয়া হয় : উদাহরণ
০ চাকুরীতে মেয়েদের জন্য কোটা আছে যেটা ছেলেদের জন্য দেওয়া হয় না লিঙ্গ বিশেষে ।
০ প্রাইমারী স্কুলে চাকরির ক্ষেত্রে মেয়েদের জন্য নুন্যতম যোগ্যতা এস.এস.সি. পাশ আর ছেলেদের লাগে নুন্যতম ডিগ্রী পাশ ।
০ দুরদূরান্তে পোস্টিংয়ের ব্যাপারে মেয়েদেরকে ফেভার করা হয় , করা হয় রিস্কি জায়গায় ট্যুরের ক্ষেত্রেও
০ অফিসের কাজে মেয়েদের বাহানাকে অগ্রাধিকার দেওয়া হয় ছেলেদের চেয়ে ।
০ বাসে মেয়েদের জন্য আলাদা সিট রাখা হয় , তাদের জন্য আলাদা বাসও আছে
০ মেয়েদের ডিগ্রী পর্যন্ত শিক্ষা অবৈতনিক রাখা হয়েছে , ছেলেদের জন্য এরকম কিছু নেই ।
আপনি একটাকে অস্বীকার করে আরেকটার প্রতিকার চাইতে পারেন না.
মন্তব্য করতে লগইন করুন