আসুন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই পথশিশু দের সাথে

লিখেছেন লিখেছেন সত্যকণ্ঠ ২১ জুলাই, ২০১৪, ১২:৪১:০৮ রাত

আচ্ছা..

আমাদের প্রতিদিনের হাত খরচ টা কতো ?? প্রতিদিন চা-সিগারেটের জন্য আমরা কত টাকা খরচ করি ?? বান্ধবীর সাথে কথা বলার জন্য কতো টাকা খরচ করি ???

এখন তো রোজা,

আমাদের জন্য ইফতার আর সেহরী তে, টেবিলে সাজানো থাকে নানান স্বাদের নানা পদের খাবার..

দু'দিন পর ঈদ,

শুরু হবে কার ঈদের শপিং..

কার ড্রেস কেনা হইছে, কে কত টা ড্রেস গিফট পাইছে, কার কাপড় ই বা নতুন ফ্যাশানের

এ নিয়ে শুরু হবে মাতামাতি ।

এবার একটু মুদ্রার ওপিঠে চেয়ে দেখুন......



আমাদের সামনেই

ফুটপাথে, রেলস্টেশানে, ওভার ব্রীজের নিচে, অজস্র ‎পথশিশু‬ রাত্রি যাপন করে..

তাদের মাথার উপর নেই

এতটুকু ছাদ ।

সেহরি আর ইফতারি তে ভালো খাবার তো দুরে থাক,

দু'বেলা দু'মুঠো খাবার ও এদেএ ভাগ্যে জোটে না ।

আর ঈদের পোশাক ?????

সে তো চরম বিলাসিতা, স্বপ্নের চাইতে ও অবাস্তব !!



আপনার সামান্য সাহায্যই পারে ওদের মুখে হাসি ফুটাতে । ওদের সেই হাসি মাখা মুখ খানির দিকে চেয়ে দেখবেন কতটা নিষ্পাপ সেই হাসি ।



একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন ।

আসুন, সবাই মিলে ওদের মুখে হাসি ফুটাই

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File