জুম্মা মোবারক সম্পর্কে হাদীস

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম রাকিব ১৮ জুলাই, ২০১৪, ০৪:৪৩:২৬ বিকাল

আবু হুরায়রা [রাযিঃ] থেকে বর্ণিত যে,

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিওয়া-সাল্লাম

বলেছেনঃ সূর্য উদিত হয় এমন সকল

দিনের মধ্যে শ্রেষ্ট দিন হল জুমুআর দিন। এই

দিনেই আদম [আ:] কে সৃষ্টি করা হয়। এদিনেই

তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই

তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমুআর

দিনেই কিয়ামত সংঘটিত হবে।-(তিরমিযী)

বিষয়: বিবিধ

৬৩৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File