আমরা বাঙ্গালী !!
লিখেছেন লিখেছেন কালো ধ্রুবতারা ১৯ জুলাই, ২০১৪, ০৮:৪২:০১ রাত
আমরা নিজেদের পরিচয় দেই "বাংলাদেশী" হিসেবে ।
কিন্তু আমাদের কার্যকলাপে মনে হয় না যে এ দেশের সাথে এর ঐতিহ্য, সংস্কৃতির সাথে আমাদের কুনো রকম সম্পর্ক আছে ।
শুধু বছরের প্রথম দিন , মানে পহেলা বৈশাখে দেখা যায় আমাদের বাঙালীয়ানা । পান্তা-ইলিশ আর বাসন্তী রং শাড়ি পাঞ্জাবী পরে আমরা পুরোপুরি বাঙালী হয়ে যাই ।
কিন্তু পরে আবার আগের মতোই । আজকে বাংলা কুন মাসের কতো তারিখ এটাও আমাদের মধ্যে বেশির ভাগ মানুষের জানা নেই।
ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের হঠাৎ করে মাতৃভাষা প্রিতি বৃদ্ধি পায়। ফেব্রুয়ারি মাসে গাছের ডালেও বর্ণ মালা ঝুলতে দেখা যায়।
কিন্তু আমরা কয় জন বাংলা বর্ণমালার সব গুলো অক্ষর নির্ভুল ভাবে বলতে পারবো !!
ইংরেজি বর্ণ A-Z সব পারলেও আমরা মাতৃভাষ পারি না।
কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো । বিশ্বকাপের মাসে মনে হচ্ছিল দেশে আবার যুদ্ধ শুরু হচ্ছে । খেলা নিয়ে আমাদের উন্মাদনা দেখলে মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানি-রা আমাদের মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে সাহায্য করেছিলো । :-/
অথবা তারা আমাদের দেশের বেকারত্ব দূর করতে সাহায্য করছে। কিংবা তারা আমাদের স্বাক্ষরতার হার বাড়াচ্ছে , জনসংখ্যা নিয়ন্ত্রনে বা দারিদ্র্যতা দূর করতে ভূমিকা রাখছে ।
১৯৪৮ এর ভাষা আন্দোলনে কত কত মানুষ জীবন দিয়েছে। ১৯৭১ এ দেশের জন্য হাজার হাজার মানুষ অকাতরে প্রান দিয়েছে ।
তারা যদি যানতেন তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, এই ভাষার আজ এই অবস্থা হবে, তাহলে নিশ্চয় তারা তাদের মূল্যবান জীবন দিতেন না।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন