আসুন দেখে নিই দেশের বর্তমান নারী অবনতির ছোটখাটো কারন

লিখেছেন লিখেছেন নীল আত্না ১৯ জুলাই, ২০১৪, ০৩:৩১:৫৭ দুপুর

বর্তমানে দেশের অসামাজিক কাজ প্রতিদিন বেড়েই চলেছে। হইতো আল্লাহ না করুন ভবিশ্যত এ না জানি আরো কতো কি হবে। । কিন্তু তারপর ও কিছু কুলাগ্নার মেয়ে আছে যারা প্রতিনিয়ত অসামাজিক কাজ করে যাছছে। এমনকি অন্য যারা আল্লাহর পথে চলার চেস্টা করছে। তাদেরকে অপমানিত করে নিজেদের পথের ঈ মেয়ে হিসাবে প্রমান করার চেষ্টা করছে। অন্য কোনো মেয়ে যদি হিজাব পরে বেড়াই কিংবা অন্য কোনো পুরুষ কে দেখে নিজেকে সংযাত করার চেষ্টা করে তখনি তাদের বড় সমস্যা। । কেন অন্য মেয়ে গুলো তাদের মত বেহায়াপনা করবে না? কেন তারা তাদের মত নিজেদের শরীর বিলিয়ে দেবে না? তখনি তারা খুজে বেড়াবে কাদের অনুপ্রেরণায় তারা আল্লাহ এর পথে চলার চেষ্টা করছে। তাদেরকে আগে ঠেকাতে হবে। তাদেরকে মিথ্যাবাদী হিসেবে প্রমান করতে হবে। । শাহবাগ এর মত বড় বড় আন্দোলন করে তাদেরকে শেষ করতে হবে। । বড় বড় ব্লগে তাদেরকে নিয়ে মিথ্যা লেখালিখি করতে হবে। । যেমনটা করছেন আমাদের এই ব্লগ এর একজন ব্লগার "জুলিয়া" । তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দেশকে অন্ধকার এ নিয়ে যাওয়ার জন্য। যিনি অন্য মেয়েদের হিজাব পরতে দেখলে,বোরখা পরতে দেখলে সেটাকে দেশের অবনতি বলে মনে করেন। । যাইহোক আপু আপনাকে নিয়ে অনেক কিছু লিখে ফেললাম। মাফ করবেন

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246014
১৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৭
হতভাগা লিখেছেন : চারিদিকে নারীদের জয় জয়কার ।

কি ঘরে কি বাইরে , কি শিল্প কি সাহিত্যে , কি নাটক নবেল সিনেমায় আর খেলাধুলাতে , কি পাহাড়ে কি মহাকাশে, কি অফিস আদালতে কি রাষ্ট্র পরিচালনাতে - সব খানেই নারীর বিজয়ের নিশান দোর্দন্ড প্রতাপে উড়ছে । নারী সবখানেই পুরুষের চেয়ে নিজেদের বেটার প্রমান করে চলেছে ।

এগুলো কি নারীদের অবনতির লক্ষণ ? হায়রে নারী বিদ্বেষ !
246021
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
নীল আত্না লিখেছেন : কিছু বলার নাই। ।
246039
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৬
আমি মুসাফির লিখেছেন :


প্রগতির ধালায় এরা গা ভাসিয়ে নিজেদেরকে উদাম করে মানুষের মনোরন্জনের চেষ্টা করছে।
246074
১৯ জুলাই ২০১৪ রাত ০৮:০৫
নীল আত্না লিখেছেন : টিক ঈ বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File