ফিলিস্তিন এর শিশু
লিখেছেন লিখেছেন সদা মানুষ ২২ জুলাই, ২০১৪, ০২:৩২:০৪ দুপুর
......................................
ফিলিস্তিনের করুণ ছবি উঠলো যখন ভেসে
ছোট্ট খোকা মায়ের কাছে বললো অাঁচল ঘেঁষে-
আম্মু বলো- ওই শিশুদের রক্ত কেন ঝরে
চোখ হারিয়ে পা হারিয়ে কাঁদছে এমন করে
ওদের ওপর পুলিশগুলো মারছে কেন বোমা
ভীষণ ভয়ে আঁৎকে ওঠে বলছে কেন-‘ওমা’?
ভয়ে কাতর ওই শিশুদের ‘আম্মু’ এখন কই
ওরা কেন সবার সাথে করছে না হইচই
ওদের ওপর পুলিশগুলোর কেন এত রোষ
ফুলের মতো ওই শিশুদের কিসের এমন দোষ?
(সংগ্রহীত k.s.g hote)
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন