"স্বপ্ন"

লিখেছেন লিখেছেন 'মিস্টার নাঈম' ০৮ অক্টোবর, ২০১৪, ০২:৪০:৫৮ রাত

"স্বপ্ন"

লেখক: 'মিস্টার নাঈম'

রাতের আধারে ঘুমের ঘোরে

হঠাত যখন চুপটি করে

সাদা কালো পোশাক পড়ে

ভয়ে আমি মগ্ন

.

নাহ.....!

এটাতো ছিল স্বপ্ন.....!

.

কালো সাপটি আসছে তেড়ে

সব বাধা ছিন্ন করে

মাথায় তাহার মণি পড়ে

একি ভয়ানক লগ্ন

.

নাহ.......!

এটাতো ছিল স্বপ্ন....!

.

বসেছি আমি এক্সাম হলে

টিচার খাতা টানছে জোরে

লেখা আমার থাকল পড়ে

সময় অতি অল্প

.

নাহ......!

এটা তো ছিল স্বপ্ন.....!

.

কল্পনার ঐ স্বপ্নপুরী

রূপকথার সেইই অপ্সরী

সে যে অপরূপা সুন্দরী

দৃষ্টি মেলে অল্প

.

নাহ......!

এটাও তো ছিল স্বপ্ন......!

.

স্বপ্ন দেখি যাচ্ছি উড়ে

দূর দেশের ই পাহাড়পুরে

সাদা কুনো ঘোরায় চড়ে

দেখছি আমি বিশ্ব ঘুরে

.

স্বপ্ন দেখছি স্বপ্ন দেখাই

স্বপ্নেই রাজত্ব করি আমরা সবাই......!

.

^_^ ^_^ ^_^

বিষয়: সাহিত্য

১০১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272290
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০২
ফেরারী মন লিখেছেন : কল্পনার ঐ স্বপ্নপুরী
রূপকথার সেইই অপ্সরী
সে যে অপরূপা সুন্দরী
দৃষ্টি মেলে অল্প

Love Struck Love Struck Love Struck
274483
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:২৮
'মিস্টার নাঈম' লিখেছেন : ফেরারী মন Big Grin Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File