জিজ্ঞাসা?

লিখেছেন লিখেছেন বিবেকবোধ ১৬ জুলাই, ২০১৪, ০৪:৪৮:৪৩ রাত

হে কথিত বিশ্ব

মানবতার

ফেরিওয়ালারা?

রক্তে রক্তে আজ

জনপদ ভারী হয়েছে।

আর কত শিশু এতিম হলে

তোমাদের মন ভরবে?

আর কত রক্ত

ঝরলে তোমাদের

পিপাসা মিটবে?

আর কত মায়ের বুক খালি হলে

তোমাদের ঘুম ভাংবে?

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File