Parenting বিষয়ে কোরআনের অসাধারণ বর্ণনা
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৯ আগস্ট, ২০১৪, ০১:০২:০৮ দুপুর
বিসমিল্লাহির রাহমানীর রাহীম
সম্পূর্ণ আল-কোরআনে Parenting বিষয়ে আদর্শ হিসেবে হযরত ইউসুফ (আ) ও হযরত ইয়াকুব (আ) এর নমুনা আল্লাহ পেশ করেছেন। স্বাভাবিকভাবে সূরা ইউসুফ পড়ে গেলে আমরা কোনভাবেই সেটা ধরতে পারি না। অথচ এই সূরাকে আল্লাহ নিজে আল-কোরানের “সর্বোত্তম ঘটনা” বলে অভিহিত করেছেন। এই “সর্বোত্তম ঘটনা” অনেক দিক দিয়ে(বায়্যিনাহ টিভির সূরা ইউসুফের তাফসীর দেখুন)। এর মাঝে একটি হল Parenting।
ছেলে-পিতার সম্পর্ক কেমন হবে ছোটবেলা থেকে...
কিভাবে তাদের সম্মানের জায়গাটা থাকবে...
কেয়ারিং এর মাঝে কত ছোট বিষয় থাকবে...
এগুলো নিয়েই উস্তাদ নুমান আলী খানের Parenting বিষয়ে এই সংক্ষিপ্ত অথচ অসাধারণ লেকচারটি।
বায়্যিনাহ টিভিতে Parenting এর উপর কয়েক ঘন্টার সিরিজ আছে !!! চিন্তা করতে পারেন তাঁর অসাধারণ কাজ তিনি করছেন।
http://www.youtube.com/watch?v=zMLNgugZjME
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেসব বাবা-মায়েরা সন্তান লালনে কেয়ারিং তারা এমনিতেই দেখে নিবে ইন শাআ আল্লাহ।
ধন্যবাদ সাজেশনের জন্য।
মন্তব্য করতে লগইন করুন