ওমর, খালিদ ও মুসারা (রা) আজ কোথায়?

লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৫ জুলাই, ২০১৪, ১০:০৭:২৯ সকাল



আমাদের সেই কোরআনের উপলব্ধি নেই, নেই মানুষের প্রতি ভালোবাসা, নেই সেই সোনালি জগতের সুংগঠিত ভাতৃত্ববোধ। আর তাই আমরা পদে পদে পিছিয়ে যাচ্ছি, মার খাচ্ছি প্রতিনিয়ত।

এ থেকে উত্তোরণের জন্য আমরা কি আজো আমাদের অবণতিময় পরিস্থিতিকে বিবেচনায় এনেছি?, আমরা কি এ থেকে শিক্ষা নিতে পেরেছি? আমরা কি একটি বারো জানতে ইচ্ছুক নয় একই কোরআনের শাসনে প্রায় অর্ধ পৃথিবী যেখানে ন্যায় বিচারের শাসনে এসেছিল সেখানে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা তো দূরের কথা আমরা নিজেরাই অত্যাচারিত !!!

আবার ভাবতে হবে, ভাবতে হবে, হবে.।.।.।.।

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File