জঙ্গিবাদঃপর্ব-১

লিখেছেন লিখেছেন মোঃ মনির হোসেন ১৮ জুলাই, ২০১৪, ১০:০৯:১৫ রাত

জঙ্গিবাদ শব্দটি আমাদের দেশে কীভাবে এল তার যথোপযুক্ত আলোচনা ছাড়া এর সার্বিক দিক বুঝা সহজ হবে না। কারণ, সমস্যার কারণ নির্ধারনে বিভ্রান্তি অনেক সময় সমস্যা উস্কে দিতে পারে। সাম্রাজ্যবাদী, আধিপদ্যবাদী ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্প্রদায় এই জঙ্গিবাদ শব্দটির উদ্ভাবক। তারা এই শব্দটি ব্যবহার করে সাম্রাজ্যবাদ বিরোধী জনশক্তির উদ্ভব রোধ করা এবং তাদের আগ্রাসন, বাণিজ্য, অশ্লিলতা ভিত্তিক পণ্যদ্রব্য, মাদক দ্রব্য ইত্যাদির ব্যাপক প্রসার ও জাতীয় সম্পদের ইজারা-দখলের পথ উন্মুক্ত করারর জন্য। এতে সংশ্লিষ্ট দেশে অন্যান্য সমস্যা সৃষ্টি হলেও তাদের কোন অসুবিধা নেই। তারাই উপরোক্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আগ্রাসী দেশের শক্তিশালী মিডিয়া, কিছু মিডিয়া কর্মী, বুদ্ধিজীবি, সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতি মনা কিছু ব্যক্তিত্বকে Direct Financial লোভ দেখিয়ে অথবা Indirectly Persuade করে Programmer নিয়োজিত করে তাদের চরিতার্থ হাসিল করে। চলবে.....

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File