বালিকা ----@@@@
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ২৭ জুলাই, ২০১৪, ০২:২৭:৫৪ দুপুর
@
বালিকা আমি এই সময়ের তোমাকে ভালবাসি।
তুমি এর চেয়ে আরও রুপবতী হলে,
তোমার হাসিটা আরও সুন্দর হলে,
কিংবা তোমার দেহের বাকগুলো আরও গভীর হলে-
তুমি নিশ্চিত থাকও,
এর চেয়ে বেশি ভালবাসব না আমি তোমায়।
@
বালিকা আমি তোমায় ভালবাসি।
লাল চুড়ি পড়া রুনুঝুনুর শব্দের হাত দুটি ,
তোমার অবাধ্য এলোমেলো চুল,
বার বার যা কপালের উপরে উড়ে উড়ে আসে ,
তোমার নাক তোমার ঠোট ,
তোমার সমস্ত অসঙ্গায়িত দেহ ,
তোমার সমস্ত নান্দনিক ঐশ্বর্য ,
যেমন আছে বর্তমানে আমি তারই নেশায় মক্ত।
@
বালিকা আমি এই সময়ের তোমাকে ভালবাসি।
তাই তোমাকে একফোঁটাও বদলাতে হবে না
আমার ভালোবাসা পাওয়ার জন্যে-
শুধু আমাকে প্রাণভরে ভালবাসলেই চলবে ,
অনেকগুণ বেশি ভালবেসে তোমায় ভরিয়ে দেব।
@
বালিকা তোমার এই সময়ের চোখে,
আমি সারাজীবন জীবন্ত হয়ে থাকতে চাই।
বিষয়: সাহিত্য
১১৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন