ছলাকলায় বুকে এসে অবলীলায় গরল ঢালো -বান্দা হাফিজ
লিখেছেন লিখেছেন বান্দা হাফিজ ৩১ জুলাই, ২০১৪, ০১:০৩:২৪ রাত
তোর বিরহে অন্তরাত্মা জ্বলতে থাকে
মনের ভেতর মন পুড়ে যায়
মোমের মতন গলতে থাকে-
যন্ত্রনার যে টুকু আগুন- আমাকে তুই দিয়ে গেলি
জ্বললাম আমি গললাম আমি
বুঝিনা তুই কী সুখ পেলি
তোর মনেতে কখন কী চায়- জানিনা তুই কিসে খুশি
জানি এসব বৃথাই বলা
ফলাতে চাস তোর জমিনে- নানান রকম নানান কলা
সাগর মানিক চম্পা কিবা- আরো আছে ছলাকলা
ষোল কলা নাকি তার দ্বিগুণের চার বেশি বলে
গণ্ডমূর্খ অধম কবির এতকিছুই হয়না বলা-
শুধু জানি মাকড়শারা জাল বুনে যায়
নিরীহ সব পোকামাকড়, কীট-পতঙ্গ ধরতে জালে
তুইও নারী ধরতে কষে- সহজ সরল গোবেচারা পুরুষজীবন
ভাঙতে সুখের স্বপ্নগুলো- জাল বুনে যাস সমান তালে
মাকড়শারা অনেক ভালো- ফুলের থেকে নেয় টেনে বিষ
ফুলের রঙের ছদ্মবেশে- ছলাকলায় বুকে এসে
যতটুকুন গরল তোমার- অবলীলায় সব ঢেলে দিস
সব ঢেলে দিস ।
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন