ব্যাথা ভরা একটি ইসলামী সংগীত
লিখেছেন লিখেছেন হামজা ২৭ জুলাই, ২০১৪, ১২:২১:৩৬ রাত
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
.
১৯২৪ সালে মুসলিম উম্মাহর রাষ্ট্র খিলাফত ভাঙ্গে
১৯২৪ সালে মুসলিম উম্মাহর রাষ্ট্র খিলাফত ভাঙ্গে
কত লাশের সারি,
কত আহাজারি ,
কত লাশের সারি,
কত আহাজারি ,
হইলরে তারি পরে
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
৭০ভাগ সম্পদ লইয়া মুসলিম উম্মাহ হায়রে
আফ্রিকা সোমালিয়ায় না খাইয়া মরে
৭০ভাগ সম্পদ লইয়া মুসলিম উম্মাহ হায়রে
আফ্রিকা সোমালিয়ায় না খাইয়া মরে
কত জাহাজ ভরে
খাদ্য শস্য ফেলে
পশ্চিমারা সাগরে.........
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
পরমানু বিজ্ঞানি মুসলিম উম্মাহর আছে
তবু কেন মুসলিম উম্মাহ
পড়ে আছে পিছে ।।
ইসলাম নাই বলে
তারা গেছে চলে
ইসলাম নাই বলে
তারা গেছে চলে
পশ্চিমাদের পদতলে
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
৬৭ লক্ষ্য আর্মি মুসলিম উম্মাহর আছে
তবে কেন সারাবিশ্বে মুসলমানরা মরছে
৬৭ লক্ষ্য আর্মি মুসলিম উম্মাহর আছে
তবে কেন সারাবিশ্বে মুসলমানরা মরছে
ওরে ও মুসলিম আর্মি
আর কতকাল তুমি
থাকবা যে চুপ করে
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ইহুদী যদি মরে
তাদের নেতারা যুদ্ধ ঘোষণা করে,
হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ইহুদী যদি মরে
তাদের নেতারা যুদ্ধ ঘোষণা করে,
যদি মুসলিম মরে
নেতারা চাদরে
ঢাকিয়া রাখে মুখটারে ............
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
ওরে ও মুসলিম জাতি
নাইরে কোন গতি
খিলাফাহ ছাড়া তোর
মিলবেনারে মুক্তি
তাই চলো সবাই মিলে
নামি দলে দলে
খিলাফতের আন্দোলনে............
.
মুসলিম উম্মাহর বুকে
কত শত ব্যাথা
কত শত ব্যাথা
কেউ নাই ব্যাথা সারাবার
মুসলিম উম্মাহর বুকে...............
.
উহুহু হু হু
উহুহু হু হু
হু হু হু হু
হু হু হু হু হু
[গানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রচিত]
.
মন্তব্য:
যতদিন না কায়েম হবে
এই ধরায় খোদার দ্বীন
কিসের আবার ঈদ আনন্দ
এই অনুষ্ঠান অর্থহীন....
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন