একটি গুরুত্বপূর্ণ তথ্য
লিখেছেন লিখেছেন প্রাবাল ০৬ জুলাই, ২০১৪, ০১:২৮:৫৫ দুপুর
প্রসাধনী সামগ্রী ব্যাবহারের পর খালি কৌটা বা প্যাকেটগুলো নষ্ট করে ফেলুন। যেমন শ্যাম্পু, লোশন, ফেস ওয়াশ, ক্রিম ইত্যাদীর খালি কৌটা বা প্যাকেট। ভুলেও বাইরে ফেলবেন না অথবা কম দামে এগুলো বিক্রি করবেন না। কারণ এ প্যাকেট হয়তো আপনার কাছে পুনরায় ফিরে আসতে পারে। কিন্তু তা সম্পূর্ণ নকল। পূরাণ ঢাকায় এমন শত শত কারখানা গড়ে উঠেছে যারা এই পুরাতন মোড়কে নকল পন্য বিক্রি করে। এবং কোনভাবেই বোঝার উপায় নেই যে আপনি আসল কিনছেন না নকল কিনছেন। একটা উদাহরণ দিচ্ছি- একধরণের রাসায়নিক আছে যা ৫০০মিলি পাম ওয়েল এর সাথে মাত্র ২ ফোটা মিক্স করলে তা নাড়িকেল তেলের রুপ ধারণ করে এবং আপনি কোনভাবেই বুঝতে পারবেন না যে এটা পাম ওয়েল। আর এই পাম ওয়েল বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে বিক্রি হয়ে হয়তো ফিরে আসে আপনার কাছে।
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন