মাতৃভাষায় অবজ্ঞা কেন ?
লিখেছেন লিখেছেন এস এস মারজান ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৪৪:১১ দুপুর
ফেব্রুয়ারি । ভাষার মাস । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী (৮ ফাল্গুন, ১৩৫৯) রফিক , শফিক , সালাম , জব্বার ,বরকতসহ কয়েকজন যুবক বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন । তাদের বুকের তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল ।এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত । ২১শে ফেব্রুয়ারী জাতিসঙ্ঘের সদস্য দেশ সমূহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে ।
একুশের প্রথম প্রহরে আমরা প্রভাত ফেরি , শহীদ মিনারে ফুল দেয়া ইত্যাদি আনুষ্ঠানিকতা পালন করেই যেন আমাদের দায়িত্ব শেষ । ফেব্রুয়ারী আসলেই মিডিয়া কয়েক দিনের জন্য ন্যাকামি করে আর সারা বছর বাংলা ভাষার যাচ্ছেতাই ব্যাবহার করে । ইদানিং দেখা যাচ্ছে শপিং সেন্টার গুলো ইংরেজী নাম ব্যবহার করছে । চারিদিকে ভিন্ন ভাষা বাবহারের ছড়াছড়ি ।
আজ কয়েকদিন যাবত দেখছি , ফেইসবুকে আমার বন্ধু তালিকায় আছে এমন কয়েকজন ইংরেজী অক্ষরে হিন্দীতে স্ট্যাটাস দিয়ে থাকেন । ধরে নিব যে ইংরেজী আন্তর্জাতিক ভাষা অথবা আমদের উচ্চ শিক্ষা গ্রহন করতে ইংরেজী বাধ্যতামূলক । কিন্তু হিন্দি কেন ? হিন্দি কি বাধ্যতামূলক ? বাঙ্গালী হয়ে কেন বাংলা ভাষার প্রতি চরম অবজ্ঞা ?
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দৈন্যতাই এর কারন।
মন্তব্য করতে লগইন করুন