★*★তুমি কখন ছিলে আমার?★*★
লিখেছেন লিখেছেন মামুন ০৭ মার্চ, ২০১৬, ০৮:০৮:৩৩ রাত
তুমি কখন ছিলে আমার?
★*★*★*★*★*★*★*★
একটা কবিতা লিখে
পোষ্ট করতে পারিনি নেটের ব্যাল্যান্স ছিল না বলে
জীবনের ব্যাল্যান্স ছিল কিনা তা ও ভাবিনি তখন।
.
আমি আর জীবন
একে অন্যকে নিয়ে অনেক খেলা খেলেছি দু'জন
কে জিতলো কে হারলো বলা মুশকিল এখন।
.
একটা চাপের মুখে ছিলাম
নিরন্তর নাই নাই রবে সবাই তখন বিরক্ত অণুক্ষণ
নাইটগার্ডের একটা চাকরি পেলেও বর্তে যেতাম মনে হতো সর্বক্ষণ।
.
কত কিছুই করলাম এক জীবনে
ম্যাক্সির হেল্পারি গম চোরের সেক্রেটারি কি পল্লী গাঁয়ের দফাদারি
নষ্ট রাজনীতির ধারকের বাহক হয়েও জেনেছিলাম ভেতরের বাটপারি।
.
মদ খেয়েছিলাম কত্তো রাত
গাঁজার কল্কেতে গোল হয়ে দম দিয়ে প্রহরের পর প্রহর করেছি পার
নাক সিটকানো ভদ্রলোকদের উপেক্ষা করেছি কেবল ধারিনি কারো ধার।
.
জীবনটা আসলে ঐ ভদ্রলোকদের জন্য
যারা গল্প-কবিতা-উপন্যাস ছাপানোর ক্ষমতা রাখে
টাকার দুনিয়ায় ট্যাঁকে টংকাবতী তারাই আজ জীবনের রেখা আঁকে।
.
যখন আমিও ভদ্রলোক হলাম
কবিতার ধূসর প্ল্যাটফর্মে ছন্দদের সুর খুঁজে ফেরা পঙ্গু ভিক্ষুকের মত পেলাম
শেষে এক বর্ণান্ধ শিল্পীর লুপ্ত অহংকারের মৃত উল্লাসে ভেসে গেলাম।
.
এখন আমার অফুরন্ত নেট ব্যাল্যান্স
জীবনের ব্যাল্যান্স নাই... এখন কবিতা নাই
এখন.. কিছুই নাই।
.
আর তুমি!
তুমি তখনো ছিলে না.. এখনো নেই
আসলে তুমি কখনোই ছিলে না আমার।
বিষয়: সাহিত্য
১১৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকুন।
জি, পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন।
আপনার অনুভব জেনে অনেক ভালো লাগল।
মন্তব্য করতে লগইন করুন