অসময়
লিখেছেন লিখেছেন মামুন ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৮:৩১ সকাল
অসময়
.
এখন খুব খারাপ সময়
গতকালের মত নিশ্চিন্ত একটি সকাল চাই।
কুয়াশা ভেজা শিশিরের উপর
কারো পরিচ্ছন্ন পদচিহ্ন থাকুক-
সতেজ অক্ষত এবং দৃশ্যমান।
বীভৎস দগদগে রাজনৈতিক প্রতিহিংসায়
পুড়ে যাওয়া কোনো পা নয়।
.
এখন খুব ভয়ংকর সময়
শব্দহীন নৈঃশব্দ্যকে বুকে নিয়ে
ভয়াল দুপুরগুলোকে চাই না।
সময়গুলো উপভোগ্য না হলেও
ভরপেট নিশ্চিন্তে ঘুম হোক।
.
বিকেলগুলো এখন মেঘাচ্ছন্ন
ঝলমলে রোদ্রোজ্জল মুহুর্তগুলো,
আসন্ন বিষাক্ত সাঁঝের অপেক্ষায় কম্পমান!
সকল কালো মেঘ সরে যাক
সন্ধ্যায় বাড়ি ফেরা বাবাদের
উদ্বেগগুলো মিলিয়ে যাক।
.
ইদানিং বিষন্ন সন্ধ্যাগুলো যেন নিশ্চুপ মাঝরাত
লালিমার রথে চড়া একটি স্বতঃস্ফুর্ত সূর্যাস্ত চাই!
.
এখন রাত মানেই ঝলসানো মৃত্যু
বার্ণ ইউনিটে অসহায় আত্মসমর্পণ।
জীবনের পথে ছুটে চলা সুস্থ হৃদয়গুলোর
আগামী অনিশ্চিত ভোরের অপেক্ষায়
বিনিদ্র রাত্রি ক্ষেপণ।
.
এখন সময় খুবই অসময়।।
বিষয়: সাহিত্য
৭৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমতা আর স্বার্থপরতায় বিপর্যস্থ জনপদ!
বিভ্রান্ত জনতা ভাবে শুধু,কবে যাবে এ আপদ?
তাই সাদামাটাভাবেই বলি, সকাল, দুপুর, সন্ধ্যা রাতগুলো থমথমে না হয়ে স্বাভাবিক হয়ে আসুক।
ধন্যবাদ গাজী সালাউদ্দিন ভাইকেও।
হ্রদয় ছোঁয়া এমন মন্তব্য কিভাবে যে করেন বিদগ্ধ জনেরা! অন্তর থেকেই ভালবাসাময় দোয়া চলেই আসে!জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় গাজী সালাউদ্দিন ভাই!!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
মন্তব্য করতে লগইন করুন