Rose Good Luck সবাই জেগে আছে Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৭:৪৮ রাত

ছোট হবার অনেক যন্ত্রনা।

এগুলোর মধ্যে নিজের কাছে ছোট হয়ে যাওয়ার মত বেদনা... হৃদয়কে চিরে দিয়ে যায় যেন। কেউ কি হৃদয় ফালাফালা হবার অনুভূতিতে বিদীর্ণ হয়েছ?

ঐ মুহুর্তটি বধ্যভূমিতে নিয়ে যাবার সময়ে চুড়ান্ত তরবারির একটি আঘাতকে কল্পনা করে বাস্তবে প্রতিটি মুহুর্তে হাজারো তীক্ষণধার তরবারির সহস্র আঘাত অনুভবের সামিল বৈ আর কিছু কি? ভুক্তভোগীমাত্রই অনুধাবন করবে।

রাহাত শেষ পর্যন্ত নিজের কাছেই ছোট হয়ে গেল। গত বছরব্যাপী একটি পারিবারিক জটিল সম্পর্কের শেষ না হওয়া একটা কানাগলির ডেড এন্ডে এসে খাবি খাচ্ছিল। রিতাকে নিয়েই ভালোলাগা না লাগার চুড়ান্ত পরিণতি জানার পরও সেখান থেকে কাউকে পথের মাঝখানে একা ফেলে সরে আসার পলায়নপর মনোবৃত্তি নেই বলেই সে সম্পর্কগুলোকে তাদের সাভাবিক গতিতে চলতে দিতে পারছিল না।

প্রয়োজন ছিল একটিকে একবারে ইরেজ করে বাকিগুলোকে যত্ন করার।

রিতা ওর ঘর সংসার নিয়ে বেশ ছিল। বেশ আছে। কিন্তু ভালোবাসা নামের একটি জটিল মানসিক তাড়নায় সে রাহাতকে নিজের ভূবনের এক সাময়িক অবিচ্ছেদ্য চরিত্রে রুপ দিতে চাচ্ছিল। নিজের পরিবারের মানুষটির প্রতি এক ইচ্ছেকৃত অবহেলা? জেদ? অথবা নেই নেই ভালোবাসা জেনেও নিজেকে আরো একবার চেষ্টা করানোর এক নিরন্তর প্রয়াস? ওর মানুষটি ভুল একজনের ভিতরে অন্য সঠিক কাউকে খুঁজে পেতে চেষ্টা করে যাচ্ছে দাম্পত্য জীবনের বছরগুলি।

রিতাই সেই 'ভুল একজনের' চরিত্রে অভিনয় করছে।

দু'দিন হল রাহাত রিতার সাথের সম্পর্কটিকে সেই পথের মাঝে ফেলে এসেছে। আজ দু'দিন পৃথিবীটি বড্ড বর্ণহীন... বেসুরো। এমন একটি আমানত ইচ্ছাকৃত নষ্ট করে ফেললো, যাতে রিতা প্রচন্ড ঘৃণা করে ঐ পথের মাঝ থেকে নিজের মানুষটির দিকে ফিরে আসে।

ভালোবাসা একবার হৃদয়ে জন্ম নিলে এত সহজে একেবারে নিঃশেষ হয় না।এর অনেক শক্তি। অপেক্ষা এই শক্তিকে আরো বাড়িয়ে তোলে।

শীতের রাতে প্রচন্ড বাতাস বইছে। ঝড় উঠেছে রাহাতের মনেও। নিজের কাছে ছোট হয়ে থাকা এক মধ্যবয়স্ক প্রিয় একজন মানুষের জন্য এই মুহুর্তগুলোতে ফালা হবার অনুভূতি নিয়েই অপেক্ষা করে। সবগুলো সম্পর্কের মাঝের দেয়ালগুলোকে এই বাতাস উড়িয়ে নিয়ে যাক না!

সবাই ভালো থাকুক যার যার ভূবনে।

সবাই কাছে থাকুক।।

# অণুগল্প

বিষয়: সাহিত্য

৬৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303552
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০১
245570
মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
303605
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৬
কাহাফ লিখেছেন :
দুইবার পড়লাম বিষয়টা আত্বস্থ করতে!
ভালবাসা নামের জটিল মানসিক তাড়নায় বিভ্রান্ত রিতা কে, যথাস্থানে ফিরে যেতে মাঝ পথে ছেড়ে আসা মহান এক কর্ম রাহাতের জন্য!
প্রকৃত ভালবাসার বহিঃপ্রকাশ এটা!!
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০১
245571
মামুন লিখেছেন : সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ ভাই।
জাজাকাল্লাহ।Good Luck Good Luck
303770
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
245738
মামুন লিখেছেন : সাথে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File