Rose Good Luck আমার সোনার গাঁ Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:২০:৪৫ সন্ধ্যা

আমার সোনার গাঁ

Star Star Star Star Star

হাজার তরুর লক্ষ শাখে লক্ষ পাখির মেলা

সকাল সাঝে অরুণ রাগে যখন রাঙ্গে বেলা।

নিত্য ফোটে হাজার কুসুম তরুর শাখে শাখে

পাল তুলে যায় হাজার তরী নদীর বাঁকে বাঁকে।

উদাস মনে নিত্য যেথা বাতাস দোলা দেয়

দেখবে সবই কভু গেলে আমার সোনার গাঁয়।

মুয়াজ্জিনের কন্ঠে ধ্বনি আল্লাহু আকবর

ধ্বনিত হয় সকাল সাঝে মসজিদের ভিতর।

পূর্বগগন ফর্সা হলে গাঁয়ের রাখাল যত

ধেনু নিয়ে মাঠের পানে ছোটে অবিরত।

লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে কৃষক মাঠে যায়

দেখবে সবই কভু গেলে আমার সোনার গাঁয়।

মাঠের ঝিলে কুমুদ জ্বলে উঠলে চাঁদের হাসি

জোছনা রাতে কদম শাখে রাখাল বাজায় বাঁশী।

পুকুরঘাটে কলস কাখে বউ ঝিয়ারির দল

পানি নিতে এসে তারা করে কোলাহল।

ক্ষেতে ক্ষেতে ফসল ভরা হেমন্তের বেলায়

দেখবে সবই কভু গেলে আমার সোনার গাঁয়।

কুহু কেকা কাকলিতে হাজার পাখির গান

সাগর পাঠায় নজরানা বর্ষারুপী দান।

গোলাপ জবা জুই চামেলী শিউলী বকুল ফুল

আরো হাজার সুগন্ধী ফুল নেই যাহাদের তুল।

সারি সারি ঘরবাড়ি সব আছে তরুর ছায়

দেখবে সবই কভু গেলে আমার সোনার গাঁয়।।

বিষয়: সাহিত্য

৮৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303375
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : সারি সারি ঘরবাড়ি সব আছে তরুর ছায়
দেখবে সবই কভু গেলে আমার সোনার গাঁয়।।

অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০৭
245450
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

শুভ সকাল
303448
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন :

চমৎকার কাব্যের ছন্দায়োজন উপহার দিলেন শ্রদ্ধেয় মামুন ভাই!জাযাকাল্লাহু খাইর!
অনেক ভাল লাগল!! Rose Rose Rose
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০৮
245451
মামুন লিখেছেন : আপনার ভালো লাগা আমার চলার পাথেয়। কিন্তু আপনারা দু'একজন পাঠক ছাড়া আমার লিখার এখন আর পাঠকই নেই দেখছি। ভালো।
৩০০ পোষ্ট একটা মাইলফলক হয়ে থাকবে এই ব্লগে আমার জন্য। আমার লিখালিখিও ঐ পর্যন্ত। অহেতুক সময় নষ্ট করছি, নিজের এবং আপনাদেরও।Good Luck Good Luck
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০৩
245564
কাহাফ লিখেছেন :
মামুন ভাই! সালাম রইল। আপনার উপস্হাপনার নান্দনিক ভিন্নতা সব সময়ই অন্য রকম ভাল লাগাময় উপলব্ধিতে আচ্ছন্ন করে আমায়! অন্যদের বিষয় জানি না,তবে আমি অনেক কিছু খুজে পাই যেন আপনার লেখনীতে!
আপনার প্রতিমন্তব্য শীতল বিষাদময়তা ছড়িয়ে গেল! সাথে রাখবেন প্লিজ!
আল্লাহ আপনার সর্বাংগিন মংগল করুন!আমিন!!Good Luck Good Luck
303774
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো তাই ভালোলাগা রেখে গেলাম। সাথেই আছি।
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০২
245736
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।Good Luck Good Luck
303962
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪২
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্‌! বেশ সুন্দর হয়েছে Thumbs Up Rose
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৮
245842
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।Good Luck
304426
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : অসাধারণ। ধন্যবাদ সুন্দর লিখার জন্য।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
246267
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File