Rose Good Luck বরষা Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১০:১২ দুপুর

বরষা

Star Star Star

গ্রীষ্মের কাঠফাটা দহনের পরে

বর্ষা এল অতি গম্ভীর স্বরে।

ভেকেদের চীৎকারে উথলা ধরণী

উৎফুল্ল ফটিকে বর্ষার বরণী।

গুরু গুরু গর্জন করে যখন দেয়া

ময়ুর পেখম ধরে ফোটে বনে কেয়া।

কদমের শাখে শাখে রাশি রাশি ফুল

বর্ষায় ভেজে যেন মাধুরী অটুল।

ভিজেছে তমালতরু ভিজেছে বকুল

ধরনী সেজেছে বধু বর্ষা এলোচুল।

নদী-নালা খাল-বিল জলে ভরপুর

বর্ষা নিয়ে এলো সম্পদ প্রচুর।

চাষী ভাই হাল চষে ভিজে ভিজে বর্ষায়

ঝড়ো হাওয়া শাখে শাখে হরষে দোল খায়।

সাগরের নজরানা আষাঢ়ের বরষা

ধরণীকে শ্যামলীতে করে শুধু সরষা।।

বিষয়: সাহিত্য

৭৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303450
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৭
কাহাফ লিখেছেন :
গ্রামীন জনপদে বর্ষা জীবন চলাচলে কিছুটা সমস্যা সৃষ্টি করলেও সমূহ কল্যাণকর সম্ভাবনার দ্বার উন্মোচিত করে!
সুন্দর ও অর্থময়ী কাব্যিক নান্দনিকতার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইর!!
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০৫
245449
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ কাহাফ ভাই।

শুভ কামনা রইলো।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File