Rose Good Luck সেই তুমিঃ অণুগল্প Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৬ জানুয়ারি, ২০১৫, ০৮:০৩:০২ সকাল

ইদানিং শিহাবকে কেন যেন দূর্বোধ্য লাগছে কণার কাছে।

সেই একই মানুষ... কাছে আসার সময়টাতেও সেই চিরচেনা,তবুও হঠাৎ হঠাৎ কেন এমন অচেনা মনে হয়?

সেদিন চশমার দোকানে গেল দু'জনে। পরিচিত দোকানদার দু'জনের জন্য চা আনালো পিচ্চিকে দিয়ে। শিহাব ধীরে ধীরে তার নিজেরটা শেষ করে কণার জন্য 'সানগ্লাস' পছন্দ করায় ব্যস্ত হয়ে পড়ল। কণাকে এক একটা চোখে দিতে বলে, আর নিজে দেখে ওকে কেমন দেখায়। এই অবসরে কাউন্টারের উপরে রাখাকণার চায়ের কাপ শেষ হয়েছে মনে করে পিচ্চিটা নিয়ে যায়।

একটা 'গ্লাস' পছন্দ হওয়াতে শিহাব ওটাই নিতে বলে। কণা এবার ওর চায়ের কাপের দিকে নজর দিতেই শূন্য কাউন্টারটা ওকে উপহাস করে যেন। শিহাবের জন্য একটা 'এন্টি রিফ্লেক্টিভ গ্লাস' পছন্দ করা ফ্রেমে সেট করছিল। কিছুটা সময় সেখানে লাগে। ওরা দু'জন অপেক্ষা করে। কণা শিহাবকে জানায় ওর চা টা শেষ না হতেই পিচ্চিটা নিয়ে গেছে। শিহাব মৃদু হাসে। তবে কণা কি বলল, সে শুনলেও আসলেই কি অনুভব করে?

কিছুক্ষণ পরে শিহাব দোকানদারকে জিজ্ঞেস করে, ' চা এর স্টলটা কোথায়?' পিচ্চিটা ওকে সেখানে নিয়ে যায়। শিহাব একটা সিগ্রেট টেনে আবার দোকানে ফিরে আসে। কণা মনে করে শিহাব ওর জন্য হয়তো চা নিয়ে আসবে। শিহাবকে খালি হাতে আসতে দেখে কিছুটা ম্রিয়মান হয় কণা। ফস করে বলেও ফেলে, 'সিগ্রেট টেনে আসলে? আমি মনে করেছিলাম হয়তো চায়ের অর্ডার করতে গেছ।'

শিহাব কিছুটা লজ্জা পায়। বলে, 'আচ্ছা নিয়ে আসছি... এই পিচ্চি' কথার মাঝে কণা বলে, ' থাক, লাগবে না।'

ইত্যবসরে শিহাবের গ্লাস রেডি হয়ে যায়। সেটা নিয়েই সে ব্যস্ত হয়ে পড়ে। কণার এবং ওর চায়ের কথা কিভাবে যেন ভুলে যায়।

এভাবেই কাটছে কণার দিনকাল। অথচ সেই প্রথম দিকে কণার জন্য... ওকে একটু মুগ্ধ করার জন্য... কণার সকল চাহিদা যেন শিহাবের কাছে সকল কিছুর উর্ধে ছিল।

অথচ আজ!

কেন এমন হয়?

বিষয়: সাহিত্য

৮০৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299432
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : হয়ত কণার চেয়ে বেটার মেয়ের সন্ধান সে পেয়েছে
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
242480
মামুন লিখেছেন : হয়তোবা.. হয়তো না।
অনেক ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।Good Luck Good Luck
299433
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৬
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose Rose আসসালামুয়ালাইকুম Rose
লগ আউট করবো ওমনিই নজরে আপনার পোস্ট আসায় কুশল বিনিময় করেই বিদায় নিতে হচ্ছে বলে দুঃখিত , ইনশাআল্লাহ্‌ পরে কথা হবে ভাই , ধন্যবাদ Rose
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৯
242481
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনি আমার ব্লগে এলেন। অনেক ধন্যবাদ। হ্যা, ইনশা আল্লাহ পরে কথা হবে।Good Luck Good Luck
299447
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:২০
সুমাইয়া হাবীবা লিখেছেন : Happy Happy আপনার দুটো লেখা পড়লাম। উমমম,, আপনার লেখাগুলো ঠিক যেন টাঙ্গাইল সুতি শাড়ী। সাধারন কিন্তু প্রচন্ড বাস্তব। যেটা আঁচড় কাটে একদম ভেতরে। অস্বীকার করবার উপায় নেই। আল্লাহ আপনার হাতকে মজবুতি দিন।।
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০০
242485
মামুন লিখেছেন : "টাঙ্গাইল সুতি শাড়ী" Happy খুব সুন্দর একটি বিশেষণে আমাকে আচ্ছাদিত করলেন। অনেক ভালো লাগল, আপনাকে এজণ্য অনেক মোবারকবাদ জানাই। আপনার দোয়ায় আমীন। জাকালাল্লাহু খাইর।Good Luck Good Luck
299450
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৩
কাহাফ লিখেছেন :
ব্লগার সুমাইয়া হাবীবা যে সুন্দর মন্তব্য করেছেন তার পরে কোন কথা থাকতে পারে না! আমি প্রচন্ড পছন্দ করি আপনার লেখা কিন্ত এমন উচ্ছাসিত প্রশংসা করতে পারি না নিজের অক্ষমতায়ই!
অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা মামুন ভাই!! Rose Rose Rose
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০১
242488
মামুন লিখেছেন : সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহপাকের কাহাফ ভাই। তাই মানুষের প্রশংসা না করাই ভালো। আপনার অনুভূতির প্রগাড়তায় আমি অভিভূত। অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
299460
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৪
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, মেয়েরা অনেক সেনসেটিভ হয়। ওরা অল্প একটু সুখেও যেমন অনেক খুশী হয় আবার অল্প একটু ব্যাথায়ও অনেক কস্ট পায়........
গল্পটা অনেক ভালো লাগল কিন্তু শুরু করার আগেই মনে হয় শেষ হয়ে গেলো... Good Luck
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০২
242489
মামুন লিখেছেন : আপনার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ। আসলে এটা অণুগল্প। এভাবেই হয়ে থাকে। শেষ হয়েও শেষ হয় না। আপনার ভাষায় শুরুর আগেই শেষ হয়ে যাওয়া। পাঠককে চিন্তা-ভাবনা করার অবকাশ এনে দিবে এই গল্পগুলো। আপনাকে অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
299472
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মানুষের প্রথম সময়ের আচরণ আর পরে ভিন্নতা যে কোন নারীই উপলদ্ধি করে আর যারা উপলদ্ধি করে পার্থক্য তো তাদের কাছে অনেক সহজ বিষয়!
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
242491
মামুন লিখেছেন : খুব সুন্দর বলেছেন। সহমত আপনার সাথে। অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুকরিয়া। ভালো থাকবেন।Good Luck Good Luck
299515
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৩
সন্ধাতারা লিখেছেন : Beautiful writing. Jajakallahu khair.
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
242493
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। অনেক দিন পরে আমার ব্লগে এলেন। অনেক ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম।Good Luck Good Luck
299589
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০১
নোমান২৯ লিখেছেন : কেন এমন হয় Day Dreaming Day Dreaming?
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪০
243148
মামুন লিখেছেন : সেটাই ভাবছিলাম এ ক'দিন।
অনেক ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck
299990
১০ জানুয়ারি ২০১৫ রাত ০২:৫৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অভ্যস্ততা
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪০
243149
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সুন্দর বলেছেন।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File