Rose Good Luck জীবনের দিন Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২২ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৭:৫২ সকাল

তারা কয়েক ভাই। বড়জন হাসান মাসুদ ছোটখাট একটা চাকরি করেন। রাজধানীতে থাকে পরিবার নিয়ে। যা আয় হয় সেটা ব্যয় হয়ে যায়। আরো কিছু বাড়তি টাকার প্রয়োজন প্রতি মাসে পড়ে। অন্য ভাইদের একজন ঢাকায় চাকরি করে। বেশ বড় পোষ্টে। একজন ব্যবসা করে। বিচ্ছিন্নভাবে এই পরিবারটি জীবনের সাথে এক একভাবে তাল মিলিয়ে চলেছে।

……

সকালে ছোটভাই মুহসিন ফোন করেছে, হঠাৎ বাবা অসুস্থ হয়ে গেছেন। ফোন পাওয়ার পর থেকে হাসান মাসুদ অস্থির বোধ করছেন। অন্য ভাইয়েরা একজন ফ্লাইটে, অন্যজন নিজের গাড়িতে বাবার কাছে দ্রুত পৌঁছে গেছে নিজেদের বউকে সাথে করে। হাসান মাসুদ নিজের বসের কাছ থেকে ছুটি পান নি। বসেরও কিছু করার ছিল না। তার এই অধীনস্থের উপর তাঁকে বেশ নির্ভর করতে হয়। বছরে শেষের মাস। সময়ও কম। তাই তিনি আরো দু’দিন পরে ছুটি দিতে রাজী হয়েছেন।

‘দু’দিন! ‘ হাসান দু:সহ অপেক্ষার যাতনায় মনে মনে ছটফট করেন। ‘অনন্ত কাল! ‘

হৃদয়ে জ্বালা নিয়ে দু’দিনের অন্তহীন অপেক্ষা করা ছাড়া পথ নেই। বাবার প্রতি সীমাহীন ভালোবাসার একটা বিন্দু ও যদি বাবাকে সে দেখাতে পারত! তার কাজ-কর্মে মন বসে না। খেতে ইচ্ছে করে না। প্রতিটা মুহুর্ত যে মানুষটি তাঁকে হাত ধরে চলতে শিখিয়েছে, জীবনের রুপ-রস-গন্ধ অকৃত্রিমভাবে নিতে শিখিয়েছে, তার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে হয়।

কিন্তু জীবন এক গ্যাড়াকল। এ থেকে নিজেকে ছুটানো যায় না!

তার মনটা খুব খারাপ হয়ে থাকল। বাবা, মা, ভাইয়েরা কি বুঝবে তার কেমন লাগছে?

ছোট ভাইয়ের বিয়েতে গায়ে হলুদ ও মিস করেছিলেন তিনি। অনেক কথা হয়েছিল।

চেয়ারে বসে হাসান দুই হাত ঘাড়ের নিচে দিয়ে ছাদের দিকে তাকিয়ে রইলেন। কিছু দেখছেন না। ভাবছেন। আমার জীবন,আমার অতীত, আমি -এ শুধু আমিই জানি। যারা তাদের জীবন, তাদের অবস্থায় আমার বিচার করে তারা কি সুবিচার করবে?

ছোটবেলায় পড়া একটা কবিতার লাইন এলোমেলো মনে পড়ল,

‘যতদিন ভবে না হবে না হবে

তোমার অবস্থা আমার সম

দেখে না দেখিবে বুঝে না বুঝিবে যাতনা মম…

বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে?

পৃথিবী এক, তবু সবারই জীবন ভিন্ন। কে কাকে বুঝবে?

তিনি গভীর দু:খ নিয়ে মনে মনে আত্মীয় স্বজন ভাইদের ব্যবহার নিয়ে ভাবতে লাগলেন। মনে ঝড় বইতে থাকল। ইচ্ছা হল জোরে ডেকে তাদেরকে বলতে ‘তোমরা যারা আমার বিচার করছ -তারা আমার জীবনটাকে, আমাকে কি জানো? যে জুতোজোড়া আমার পায়ে তা পরে আমার হেটে আসা পথটাতে হাটো, আমার দু:খ, আমার সুখ, আমার দ্বিধা, আমার ভয়, আমার ব্যথা আর হাসি নিয়ে বাঁচো একবার, তারপর না হয় আমার বিচার করো! … ‘

বিষয়: সাহিত্য

৮৮০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296362
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৩
sarkar লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৪
241244
মামুন লিখেছেন : ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, আপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
296383
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ‘পৃথিবী এক, তবু সবারই জীবন ভিন্ন।’ দারুন বলেছেন। আমারও বলতে ইচ্ছে করছে আমার এই পাঞ্জাবী, গাবাডিং প্যান্ট, পালাস্টিক জুতা পরে আমার পথ ধরে তুমিও হাঁটো তবে বুঝবে জীবন কারে কয়।
অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
241245
মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যটি আমাকে আরো অনুপ্রাণিত করেছে। আপনাকে অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
296393
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৬
কাহাফ লিখেছেন :
নিজের অবস্হানের কারণেই প্রকৃত অবস্হা সঠিক ভাবে প্রকাশ করা যায় না অনেক সময়!
আর এতে অভিযোগ-ভূল বুঝার বিশালতা বেড়ে বেড়েই চলে শুধু!
ব্যর্থতা-অক্ষমতার বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়!
শুভ কামনা হাসান মাসুদদের জন্য.....।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
241246
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ কাহাফ ভাই।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
296415
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কাহাফ লিখেছেন :
নিজের অবস্হানের কারণেই প্রকৃত অবস্হা সঠিক ভাবে প্রকাশ করা যায় না অনেক সময়!
আর এতে অভিযোগ-ভূল বুঝার বিশালতা বেড়ে বেড়েই চলে শুধু!
ব্যর্থতা-অক্ষমতার বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়!
শুভ কামনা হাসান মাসুদদের জন্য.....।
সহমত
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
241247
মামুন লিখেছেন : অনুভূতি রেখে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
296545
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০০
বৃত্তের বাইরে লিখেছেন : যে যার অবস্থানে থেকে অন্যেরটা বিচার করা সম্ভব নয়। সবার জীবন ভিন্ন।অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য Rose ভালো লাগলো Good Luck




২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
241248
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।
ভালো থাকবেন সবসময়।Good Luck Good Luck
296833
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কেউ অন্যের কষ্ট বুঝতে চেষ্টা করেনা, কাছের মানুষরা আরো বেশী অবুঝ। কিন্তু সুযোগ পেলেই বিচারক সেজে বসে যেতে চায় হৃদয়বিদারক সব কথার ঝুলি নিয়ে।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
241249
মামুন লিখেছেন : খুব সুন্দর বলেছেন। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
297712
২৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মামুন ভাইয়া কোথায় আপনি? পাঠক আপনার লেখার অপেক্ষায়...............।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫০
241250
মামুন লিখেছেন : আমি ২২ তারিখ রাতেই আমার আব্বাকে দেখতে খুলনা চলে গেছিলাম। আর ঝিনাইদ ক্যাডেট কলেজের ২১ তম ইন্টেকের ছাত্র ছিলাম আমি। ২৪-২৫ তারিখে আমাদের ৩০ বছর (২১ তম ইন্টেকের) পুর্তি উপলক্ষ্যে সেখানে রি-ইউনিয়নে অংশ নিয়েছিলাম। তাই আর ব্লগে আসাটা হয়ে উঠে নাই।
আবার নিয়মিত হয়েছি ইনশা আল্লাহ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File