শেষ পোষ্টঃ প্রজাপতি মেলা ২০১৪ ইং
লিখেছেন লিখেছেন মামুন ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৬:৪৮:১৫ সন্ধ্যা
আজ জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো প্রজাপতি মেলা।
দিনভর সেখানে কাটালাম। নাগরিক জীবনের বিড়ম্বনা থেকে একটু সতেজ হতে এই দিনটির খুবই প্রয়োজন ছিল।
সকাল নটায় শুরু হয়ে দুপুরের লাঞ্চ ব্রেক পর্যন্ত একটানা চলে অনুষ্ঠান। প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন জাবির মাননীয়া ভিসি ম্যাডাম। বেলুন উড়িয়ে এবং প্রজাপতি অবমুক্ত করে অনুষ্ঠান শুরু করা হয়।
এরপর বাচ্চাদের চিত্রাংকন অনুষ্ঠান শুরু হয়।
এরপরই 'প্রজাপতি পার্কের' উদ্বোধন করেন মাননীয়া ভিসি। অতঃপর সেন্ট্রাল ফিল্ডে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার মধ্য দিয়ে লাঞ্চ ব্রেকের জন্য সাময়িক বিরতি দেয়া হয়।
আমার ছোট মেয়ে লাবিবা ক-বিভাগে ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়। বিকেলে ভার্সিটির জহির রায়হান মিলনায়তনে আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মনোয়ার হোসেন তুহিনের সঞ্চালনায় এই অনাড়ম্বর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি দিয়েই প্রজাপতি মেলা ২০১৪ এর সমাপ্তি ঘটে।
এই ব্লগে প্রায় সাড়ে পাঁচ মাস কাটালাম। অন্যান্য বিজ্ঞ ব্লগারদের ভিতরে প্রিয় পাঠকেরা আমার লিখা পড়েছেন, সহ ব্লগারগণ তাদের সুচিন্তিত ও নান্দনিক মন্তব্য দ্বারা আমাকে উৎসাহিত করেছেন, তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা।
আমার ২৩০টির অধিক পোষ্টের ভিতরে প্রিয় মডারেটর ভাই/বোনেরা করুণাবশত একটি পোষ্টকে স্টিকি করেছেন, সেজন্য ওনাদের যে কষ্ট হয়েছে, তার জন্য ক্ষমাপ্রার্থী। পাঠককে টানার মত লিখনি আমার দ্বারা আর হয়ে আসছে না, সেটা আমার বিগত শেষ কয়েকটি পোষ্টের পঠিতের সংখ্যা দেখেই বোঝা যায়। তাই জনপ্রিয় এই ব্লগটিতে আমার মত একজন নিম্নমানের লেখকের না থাকাই যুক্তিযুক্ত এবং অধিকতর শ্রেয় মনে করছি।
ধন্যবাদ সকলকে।
সবাই ভালো থাকুন।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলে গিয়েও তো থাকতে পারলাম না।
[b]তাই জনপ্রিয় এই ব্লগটিতে আমার মত একজন নিম্নমানের লেখকের না থাকাই যুক্তিযুক্ত এবং অধিকতর শ্রেয় মনে করছি।
ব্লগারদের সাথে আআম্র সম্পর্ক অনেক ভালো। তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমিও রক্ত মাংসের গড়া মানুষ। আমারও সমস্যা থাকতে পারে। রাগ-অভিমান এসব কিছু আমার ভিতরেও রয়েছে।
এই ব্লগ আমার খুব প্রিয়।
ভালো থাকবেন।
ছোট্টমনি লাবিবার জন্য অভিনন্দন এবং দোয়া রইলো
তবে একজন মানুষ হিসেবে আমার ভিতরে স্বাভাবিক মানুষের মতই রাগ-দুঃখ-কষ্ট রয়েছে, এরই কিছুটা প্রতিক্রিয়া ঘটেছে মাত্র। তবে এই ব্লগকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনের প্রথম ব্লগ এটা। একে ছেড়ে যেতে অনেক কষ্ট হবে আমার।
লাবিবা মা-মনির জন্যে অভিনন্দন ও চির শুভ কামনা! 'বাপ কা বেটি'-র যথার্থতা বজায় রাখায়!!
লেখক মান বিচার-বিশ্লেষণের ক্ষমতা ছিল না কোন কালেই আমার,এখনো নেই,হবেও না জানি!
তবে কিছু মানুষদের উপস্হাপনা অনুভূতির গভীরে গিয়ে নতুন উপলব্ধিতায় যেতে বাধ্য করে! আপনিও তেমনি একজন!
'শব্দ ও ভাষার নান্দনিক ব্যবহার,বিষয়ের গভীরতা,সাবলীল উপস্হাপনা,দরদময় আহবান সামগ্রিক ভাবেই আপনার লেখনী পাঠক কে আকর্ষিত মুগ্ধ করে!
বআস্তবতা কে স্বীকার করেই ব্লগে আপনার সরব উপস্হিতি কামনা করছি!
وما توفيقى الا بالله تعالى..
শুভকামনা রইলো।
"নিজের ভাব ধারাকে প্রকাশের জন্য সবার লেখা উচিত -- আর তা যদি একজন ব্যক্তিও সেই চিন্তার কথা জানতে পারে তাতেই আত্মসন্তুষ্টি পাওয়ার মাধ্যমে নিজেকে বহিঃপ্রকাশ করা উচিত ---" সহমত আপনার সাথে। সুন্দর কথা বলেছেন।
মেলার ১টা ছবি দিলে আরো ভাল্লাগতো...
লাবিবা মামণির জন্য অনেক দুয়া আর শুভকামনা রইল।
আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন