Rose Good Luck শেষ পোষ্টঃ প্রজাপতি মেলা ২০১৪ ইং Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৬:৪৮:১৫ সন্ধ্যা

আজ জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো প্রজাপতি মেলা।

দিনভর সেখানে কাটালাম। নাগরিক জীবনের বিড়ম্বনা থেকে একটু সতেজ হতে এই দিনটির খুবই প্রয়োজন ছিল।

সকাল নটায় শুরু হয়ে দুপুরের লাঞ্চ ব্রেক পর্যন্ত একটানা চলে অনুষ্ঠান। প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন জাবির মাননীয়া ভিসি ম্যাডাম। বেলুন উড়িয়ে এবং প্রজাপতি অবমুক্ত করে অনুষ্ঠান শুরু করা হয়।

এরপর বাচ্চাদের চিত্রাংকন অনুষ্ঠান শুরু হয়।

এরপরই 'প্রজাপতি পার্কের' উদ্বোধন করেন মাননীয়া ভিসি। অতঃপর সেন্ট্রাল ফিল্ডে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার মধ্য দিয়ে লাঞ্চ ব্রেকের জন্য সাময়িক বিরতি দেয়া হয়।

আমার ছোট মেয়ে লাবিবা ক-বিভাগে ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়। বিকেলে ভার্সিটির জহির রায়হান মিলনায়তনে আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মনোয়ার হোসেন তুহিনের সঞ্চালনায় এই অনাড়ম্বর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি দিয়েই প্রজাপতি মেলা ২০১৪ এর সমাপ্তি ঘটে।

এই ব্লগে প্রায় সাড়ে পাঁচ মাস কাটালাম। অন্যান্য বিজ্ঞ ব্লগারদের ভিতরে প্রিয় পাঠকেরা আমার লিখা পড়েছেন, সহ ব্লগারগণ তাদের সুচিন্তিত ও নান্দনিক মন্তব্য দ্বারা আমাকে উৎসাহিত করেছেন, তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা।

আমার ২৩০টির অধিক পোষ্টের ভিতরে প্রিয় মডারেটর ভাই/বোনেরা করুণাবশত একটি পোষ্টকে স্টিকি করেছেন, সেজন্য ওনাদের যে কষ্ট হয়েছে, তার জন্য ক্ষমাপ্রার্থী। পাঠককে টানার মত লিখনি আমার দ্বারা আর হয়ে আসছে না, সেটা আমার বিগত শেষ কয়েকটি পোষ্টের পঠিতের সংখ্যা দেখেই বোঝা যায়। তাই জনপ্রিয় এই ব্লগটিতে আমার মত একজন নিম্নমানের লেখকের না থাকাই যুক্তিযুক্ত এবং অধিকতর শ্রেয় মনে করছি।

ধন্যবাদ সকলকে।

সবাই ভালো থাকুন। Rose Good Luck

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291516
০৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বলেন কি আপনি? Surprised Surprised Surprised আপনার মত লেখক ব্লগ ছেড়ে চলে গেলে ব্লগের কি হবে? আমি তো খুব গর্বভরে বলি অন্তত একটি ভালো ব্লগার পেয়েছে এই ব্লগটি। প্লিজ যাবেন না।
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
235601
মামুন লিখেছেন : অনেক মায়া জমে গেছে এই ব্লগের প্রতি।
চলে গিয়েও তো থাকতে পারলাম না।Good Luck Good Luck
291517
০৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
হতভাগা লিখেছেন : আমার ছোট মেয়ে লাবিবা ক-বিভাগে ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়। [/b




[b]তাই জনপ্রিয় এই ব্লগটিতে আমার মত একজন নিম্নমানের লেখকের না থাকাই যুক্তিযুক্ত এবং অধিকতর শ্রেয় মনে করছি।




০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
235600
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
ব্লগারদের সাথে আআম্র সম্পর্ক অনেক ভালো। তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমিও রক্ত মাংসের গড়া মানুষ। আমারও সমস্যা থাকতে পারে। রাগ-অভিমান এসব কিছু আমার ভিতরেও রয়েছে।
এই ব্লগ আমার খুব প্রিয়। Good Luck Good Luck
291577
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৪
অনেক পথ বাকি লিখেছেন : কয়দিন হলো ব্লগ দেখি ঝিমাচ্ছে। আপনি ঝিমিয়ে পড়েছেন তাই বোধহয় ব্লগও ঝিমায়। আর এভাবে হুট করে ব্লগ ছেড়ে যাওয়াটা ঠিক না। সবকিছুরই জোয়ার ভাটা আছে। ব্লগও তার ব্যতিক্রম নয়। থাকতে থাকুন ভালো কিছু করলে মানুষ আপনাকে এমনিই খুঁজে নিবে।
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
235603
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। সাথেই আছি। কিছুটা মানসিক কষ্টে ছিলাম। দু'দিন দূরে থাকাতে কষ্টটা আরো বেড়ে গেলো দেখছি।Good Luck Good Luck
291589
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০০
আফরা লিখেছেন : হায় হায় ভাইয়া বলেন কি কার উপর আভিমান করে চলে যাবেন এখানে যেমন কেউ পর নয় কেউ আপন ও নয় । এখানে সবার সাথে সবার এমন একটা সম্পর্ক যে সম্পর্কে মান- অভিমান করা চলে না শুধুই ভালবাসা যায় ।আপনি ভালবাসলে সবাই আপনাকে ও ভালবাসবে ।আমি আশা করব আপনি যাবেন না ভাইয়া ,আপনি আপনার মত লিখুন লিখতে থাকুন ।
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
235604
মামুন লিখেছেন : ধন্যবাদ আফরা। ব্লগারদের সাথে অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরী হয়েছে আমার। কিছুটা কষ্ট মনে যে কোনো কারণেই হোক জেগেছিল, সময়ের সাথে সেটা কেটেও গেছে।
ভালো থাকবেন।Good Luck Good Luck
291616
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪০
বৃত্তের বাইরে লিখেছেন : সাহিত্য শ্রেষ্ঠত্ব-তুচ্ছত্বের বিষয় নয়,অনুভূতির বিষয়। আপনি যেভাবে অনুভব করেন তেমন বোদ্ধা পাঠক নেই বলেই হয়ত মন্তব্য করেনা। আমার মনে হয়,আপনার তার প্রয়োজনও নেই ভাইয়া। আমাদের দেশে এমনিতেই কবি সাহিত্যিকদের মূল্যায়ন করা হয় অকালে Sadএকজন সৎ, নিষ্ঠাবান ও মেধাসমৃদ্ধ লেখক হিসেবে সাহিত্যের প্রতি আপনার নিরবচ্ছিন্ন সাধনা মুগ্ধ করার মত। আগামী দিনে আপনার এই সৃষ্টি ও সাফল্য আরো গতি পাক-এই কামনা করছি। Good Luck Rose Good Luck
ছোট্টমনি লাবিবার জন্য অভিনন্দন এবং দোয়া রইলো Star Good Luck


০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
235605
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথার সাথে একমত।
তবে একজন মানুষ হিসেবে আমার ভিতরে স্বাভাবিক মানুষের মতই রাগ-দুঃখ-কষ্ট রয়েছে, এরই কিছুটা প্রতিক্রিয়া ঘটেছে মাত্র। তবে এই ব্লগকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনের প্রথম ব্লগ এটা। একে ছেড়ে যেতে অনেক কষ্ট হবে আমার।Good Luck Good Luck
291627
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৫২
কাহাফ লিখেছেন :
লাবিবা মা-মনির জন্যে অভিনন্দন ও চির শুভ কামনা! 'বাপ কা বেটি'-র যথার্থতা বজায় রাখায়!! Rose Rose

লেখক মান বিচার-বিশ্লেষণের ক্ষমতা ছিল না কোন কালেই আমার,এখনো নেই,হবেও না জানি!
তবে কিছু মানুষদের উপস্হাপনা অনুভূতির গভীরে গিয়ে নতুন উপলব্ধিতায় যেতে বাধ্য করে! আপনিও তেমনি একজন!
'শব্দ ও ভাষার নান্দনিক ব্যবহার,বিষয়ের গভীরতা,সাবলীল উপস্হাপনা,দরদময় আহবান সামগ্রিক ভাবেই আপনার লেখনী পাঠক কে আকর্ষিত মুগ্ধ করে!
বআস্তবতা কে স্বীকার করেই ব্লগে আপনার সরব উপস্হিতি কামনা করছি!
وما توفيقى الا بالله تعالى..
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪০
235606
মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কাহাফ ভাই। আপনার সাথে তো আমি সব যায়গায়ই রয়েছি।
শুভকামনা রইলো।Good Luck Good Luck
291652
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৫৭
এবেলা ওবেলা লিখেছেন : মামুন সাহেব শুধু সন্মানের জন্য আপনি লেখা লেখি করলে আমার কিছু বলার নাই -- আমার মতে নিজের ভাব ধারাকে প্রকাশের জন্য সবার লেখা উচিত -- আর তা যদি একজন ব্যক্তিও সেই চিন্তার কথা জানতে পারে তাতেই আত্মসন্তুষ্টি পাওয়ার মাধ্যমে নিজেকে বহিঃপ্রকাশ করা উচিত --- এখন সিদ্ধান্ত আপনার--
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
235607
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
"নিজের ভাব ধারাকে প্রকাশের জন্য সবার লেখা উচিত -- আর তা যদি একজন ব্যক্তিও সেই চিন্তার কথা জানতে পারে তাতেই আত্মসন্তুষ্টি পাওয়ার মাধ্যমে নিজেকে বহিঃপ্রকাশ করা উচিত ---" সহমত আপনার সাথে। সুন্দর কথা বলেছেন।Good Luck Good Luck
291882
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
ভিশু লিখেছেন : Thumbs Up অভিনন্দন লাবিবা মামণিকে... Applause Rose Praying Good Luck Bee
মেলার ১টা ছবি দিলে আরো ভাল্লাগতো... Happy
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
235598
মামুন লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই। নতুন একটা পোষ্ট দিচ্ছি মেলার ছবি নিয়ে।Good Luck Good Luck
292004
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার মত একজন ভালো মানের লেখক যদি লেখা ছেড়ে দেন তবে সেটা হবে অপূরণীয় ক্ষতি। কে পড়ল, কে পড়লনা সেই কথা বাদ দিয়ে নিয়মিত লিখে যান। আমি আবারও বলছি আপনি একজন সত্যিকারের লেখক। লেখা থেকে নিজেকে দূরে রাখবেন না,প্লীজ।

লাবিবা মামণির জন্য অনেক দুয়া আর শুভকামনা রইল।

আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
235608
মামুন লিখেছেন : আপনার দোয়ায় আমীন।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File