মুক্তি
লিখেছেন লিখেছেন মামুন ২৬ নভেম্বর, ২০১৪, ১১:৩৫:১৪ সকাল
মুক্তি
.
দিন যেতে যেতে বহু দিন চলে গেছে।
কখন অলখে বিকাল নেমে এসেছে!
শীতের নরম রোদের আলোয় দৃষ্টি ফেলে রাখি :
একটা মানুষ - আজীবন একাকী! '
.
অফিস ফেরত লোকের মিছিলে পথে একজন লোক - মধ্যবয়সী -
পথ পার হতে হতে
ভাবছেন এলোমেলো...
পাশ থেকে তার খাঁচায় দোলানো পাখি নিয়ে
এক পাখিওয়ালা চলে গেলো।
.
খাঁচায় পাখিটা অস্থির দোলে এত ঝাপটায় পাখা,
তবু দুই পায়ে লাঠিটার ওপর কিছুতে যায়না
ভারসাম্য রাখা ।
.
জীবন যেন জীবনের আয়না!
প্রৌঢ় লোকটা খাঁচা থেকে ওই পাখির দু'চোখে
পৃথিবীকে দেখে মাতাল টাল মাটাল..
ভাবেন, ' পাখিটা মানুষ জাতকে দিচ্ছে না গালাগাল? '
.
বনের পাখিকে খাঁচাটাতে ভরে পথে পথে হেটে হেটে
পাখিটাকে নিয়ে সারাদিন তার পথেই গিয়েছে কেটে
পাখিওয়ালা তবু কখনো দেখেনি সরু লাঠিটার জন্য
পাখিটার দুটি পায়ের নখেরা কত বেপরোয়া বন্য
একটু কেবল সুস্থির হয়ে দাঁড়ানোর চেষ্টায়...
.
' পাখিকে মানুষ ভালোবেসেইতো খাঁচাটাতে পেতে চায়,
কেন তবে তার কষ্ট বোঝে না - স্বস্তি বোঝে না? '
পাখি শুধু ভেবে যায়...
.
খাঁচা হাতে যেতে পাখিওয়ালা ভাবে
কত দানাপানি পাখি খাবে
আর পাখি বেচে কত পাবে..
মাঝবয়সের মানুষটা দেখে পাখিওয়ালাটাকে,
দেখে পাখিটাকে, দেখে এ ব্যস্ত শহুরে জীবনটাকে।
.
আরো দেখে জাল - জোচ্চুরি, জীবিকার তাড়া,
প্রয়োজন আর লোভের লোহার শিকে
মানুষেরই হাতে বানানো শহর খাঁচা হয়ে তাতে
বন্দী করেছে স্বাধীন মানুষটিকে!
যতই সে পাখা ঝাপ্টায় তবু কিছুতে দাঁড়াতে পারে না,
জীবন হয়তো ছাড়ে পাখিটিকে, খাঁচা তবু ছাড়ে না!
বিষয়: সাহিত্য
৯১৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভকামনা রইলো।
অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
সামাজিকতা আর ধর্মীয় অদৃশ্য বেড়াজালে বন্ধি আমি!
অসহ্য জীবনের ভার বয়ে চলেছি সদা!
অনিশ্চিত সম্ভাবনাহীন ভবিষ্যত পানে!!
কবিতার নান্দনিকতায় আপনা অনুভূতিই জাগিয়ে দিলেন আমা-তে!
অনেক ধন্যবাদ ও শুভ কামনা মামুন ভাহ!!
জাজাকাল্লাহু খাইর।
আলহামদুলিল্লাহ! আমাকে এবং তোমার মামী সহ মালিহা লাবিবাকেও আল্লাহপাক ভালো রেখেছেন।
তোমাকেও আল্লাহপাক ভালো রাখুন সবসময়।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
বারাকাল্লাহু ফীহ।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
কেন তবে তার কষ্ট বোঝে না - স্বস্তি বোঝে না?
ভালবাসা অন্ধ তো তাই কিছু চোখে দেখে না আমার ভালবাসা যে আরেকজনের মৃত্যুসম সেটা আমি বুঝতেই চাই না ।
ভাইয়া আপনি দিনে দিনে অলস হয়ে যাচ্ছেন কেন ?বেশী ব্যাস্ততা নাকি অন্য কিছু ?
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
এখন নভেম্বরশেষের দিকে প্রায়। সামনে ডিসেম্বর মাস। আমার অফিসে ব্যস্ততা এই দু'মাসে বেড়ে যায়। কয়েকটি কমপ্লায়েন্স অডিট চলছে। আজও এই মুহুর্তে 'সেডেক্স' এর বাৎসরিক কমপ্লায়েন্স অডিট চলছে। আর ডিসেম্বরে ফুল-ফ্যাক্টরী অডিট আসছে। তাই আমার ব্যস্ততাও বেড়ে গেছে আফরা। একদমই লিখবার সময় পাচ্ছি না।
ইনশা আল্লাহ সামনে আরো চটপটে হয়ে ফিরবার আসাটা রাখছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
কোথায় আপনি!নজরে আসছেন না কেন???
অনুভূতি রেখে সাথেই থাকার জন্য রইলো শুভেচ্ছা।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
সুস্থ স্বাভাবিক আছেন তো?
আল্লাহপাক আমাকে সুস্থ রেখেছেন।
ব্লগে এসে অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
ভালো লাগলো খুব।
সাথে রইলেন, অনুভূতি রেখে গেলেন, শুভেচ্ছা রইলো।
শুভকামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন