একটা দুর্দান্ত সকাল চাই
লিখেছেন লিখেছেন মামুন ১০ নভেম্বর, ২০১৪, ০১:৫৮:৫৭ দুপুর
একটা দুর্দান্ত সকাল চাই
.
আমার একটা দুর্দান্ত সকাল চাই!
ঘুম থেকে জেগে উঠা হৃদয়টা বাসি হলেও,
সেই সকালে ঐ হৃদয়ে কোনো ভান থাকবে না
ভন্ডামি থাকবে না।
হিংসা বিদ্বেষ আর কিছু
ক্লেদাক্ত মুহুর্তকে বুকে নিয়ে
এমন সকালগুলোতে কেউ জাগবে না।
.
এমন একটা চমৎকার সকাল চাই!
যে সকালে ইচ্ছেগুলো
অনিচ্ছার পিছু ধেয়ে,
হেঁটে হেঁটে বধ্যভূমিতে গিয়ে
ধ্বংসের আড়ালে মুখ লুকাবে না।
.
নতুন করে শুরু করার জন্য
একটা স্বাভাবিক সকাল চাই!
চিন্তায় মুক্তবুদ্ধি
প্রাণে উচ্ছলতা
গতিতে স্বাচ্ছন্দ্য
ভালোলাগার মোড়কে এক হয়ে
সেই সকালে উদ্ভাসিত হবে।
.
এক পা এক পা করে সামনে আগাতে
আমাদের এমনই একটা দুর্দান্ত সকাল চাই!!
বিষয়: সাহিত্য
১০১৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগা রেখে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্যও অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আমার অব্যক্ত্ অনেক অপুর্ণ চাওয়াই আপনার হাত ধরে এত অসাধারণ নান্দনিকতায় প্রকাশ পায়!আপনার প্রতি ভক্তি-শ্রদ্ধা-ভালবাসা বেড়ে বেড়েই যায়! যদিও তা অপ্রকাশিতই রয়ে যায়!
সবার জন্যেই এমন'সকাল'এর প্রত্যাশা রইল!!
হ্যা, সবার জন্যই এমন 'সকাল' প্রত্যাশা করছি।
জাজাকাল্লাহু খাইর।
ভালো লাগা রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইরান।
আপনার অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
বারাকাল্লাহু ফীহ।
আপনার অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
একটি নতুন সূর্যোদয় চাই।
সাথেই রইলাম আপনার।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক শুভেচ্ছা রইলো।
আমাদের এমনই একটা দুর্দান্ত সকাল চাই!!
আপনার অনুভূতির জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আপনার চাওয়ার সাথে সহমত হয়ে সাথেই রইলাম।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
ইনশা আল্লাহ, খুব শীগ্রই এমন একটি সকালে আমাদের সকলের দেখা হবে।
জাজাকাল্লাহু খাইর।
আপনাকে অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন