এখন দুঃসময়
লিখেছেন লিখেছেন মামুন ২৪ অক্টোবর, ২০১৪, ০২:০৪:০৬ রাত
এখন দুঃসময়
.
একদিন এক কবি বলল
প্রতিটি মুক্ত শব্দই এক একটি কবিতা!
একজন বন্দী কবি কি
মুক্ত শব্দের স্রষ্টা হতে পারে?
.
মুক্ত স্বদেশে
এখন দুঃসময়!
এক একটি অক্ষর বলপয়েন্টের
প্রসবপথ থেকে বের হতেও ভয় পায়।
রুদ্ধ অনুভুতি হৃদয়ের ছায়ায়
দুঃস্বপ্নে আতকে ওঠে।
.
কবিতা এখন আর সৃষ্টিসুখের উল্লাসে
কাঁপায় না-
নিজেই খুঁজে ফেরে
শৃংখলিত এক একটি ব্ল্যাকহোল।
.
এর ভিতর থেকেই
জন্ম নেয় একজন বিপ্লবী,
সত্য শিব আর সুন্দরকে বুকে নিয়ে
প্যান্ডোরার বাক্সের আশা
আমৃত্যু ছড়িয়ে বেড়াবে যে।।
অধ্যাপক গোলাম আযম মারা গেলেন। আমি খবরটি ব্লগেই জেনেছিলাম। এই খবর সংশ্লিষ্ট বেশ কয়েকটি পোষ্টও ব্লগে পড়লাম। সবাই মরহুমের জন্য শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাবহ আবহে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
একজন মানুষ মারা যাবার সাথে সাথে তিনি সব কিছুর উর্ধে চলে যান। তার জীবিত সময়েই এই পৃথিবীর নিয়ম-কানুন এবং প্রচলিত আইনের নিরিখে তাকে যথাযথ নিয়ম পদ্ধতি অনুসরণ করে বিচার বিবেচনা করার সুযোগ থাকে। কিন্তু যখনই তিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে মহান স্রষ্টার পানে ধাবিত হবেন, তখন কেবলি একটি দেহ রয়ে গেল। আর আত্মাবিহীন দেহ নিয়ে তো আলোচনা সমালোচনা করা নিতান্তই বাতুলতা মাত্র এবং চরম বোকামি। আর মৃত মানুষ সম্পর্কে যারা নিন্দা এবং সমালোওচনা করে থাকেন, তারা মানুষের পর্যায়ে পড়েন কিনা আমি জানি না।
অধ্যাপক গোলাম আযমের ইন্তেকালের পর, এই ব্লগেই দুজন ব্লগার (তাদের নাম বলতেও খারাপ লাগছে) নিজেদের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তাদের অনুভূতি প্রকাশের দ্বারা। আমার নিজেকে এতো ছোট মনে হচ্ছিল যে, আমি এই সব ব্লগারদের সাথে এই প্ল্যাটফর্মে লিখালিখি করছি!!! যাদের ভিতর একজন মৃত মানুষের প্রতি ন্যুনতম শ্রদ্ধাবোধটুকু পর্যন্ত নেই। এরা হয়ত এই সরকারের 'পেইড এজেন্ট' কিংবা শয়তানের এজেন্ট। এরা বিভিন্ন ফেইক আইডি বা নিক নিয়ে বিভিন্ন সময়ে ইসলাম তথা এদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারীদের হৃদয়ে কুৎসিত কথা-বার্তা এবং মনগড়া অপপ্রচার দ্বারা আঘাত দিয়েই যাচ্ছে। এদের বিরুদ্ধে কার্যত কিছুই কি ব্লগ কতৃপক্ষ করতে পারেন না?
অন্যান্য ব্লগারগন ও কি তেমনভাবে এইসব মানুষ নামের অমানুষদের বিরুদ্ধে জোর প্রচারণা বা প্রতিবাদ জানাচ্ছেন?
আমি খুবই হতাশ হলাম।
সুস্থ এবং সুন্দর একটি প্ল্যাটফর্ম আশা করাটা কি আমার বেশী চাওয়া হবে???
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"এখনো মানুষ মরে পথে পড়ে,
এখনো আসেনি সুখ ঘরে ঘরে।
কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম,
কি করে তাহলে থেমে যাবে সংগ্রাম....?"
চিন্তা-চেতনায় পার্থক্য থাকতেই পারে,তাই বলে ব্যক্তির সামগ্রিক কর্ম-কান্ডের সঠিক মুল্যায়ণ হবে না? প্রথম সারির ভাষা সৈনিক মজলুম জননতা অধ্যাপক গোলাম আজম কে মাহন আল্লাহ যাবতীয় ভূল-ত্রুতি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকামে অধিষ্ঠিত করুন, আমিন।
জাজাকাল্লাহু খাইর।
মহান আল্লাহ উনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন! আর আপনার লেখার সাথে সহমত! যারা মৃত ব্যাক্তিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা করে তারা কি মৃত্যু বরণ করবেনা? সবাইকেই যেতে হবে সেই ঘরে........আগে পরে.......।
অনুভুতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন