কাছের মানুষ (অণুগল্প)
লিখেছেন লিখেছেন মামুন ০৬ অক্টোবর, ২০১৪, ০৮:২২:৫৬ রাত
একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করে বয়স ৪০ পার হয়ে গেছে। কেটে গেছে যৌবনের বসন্ত বেলা! ছোট রাজকন্যাটাও এখন শিহাবকে পেপার পড়ে শোনাতে পারে... কম্পিউটারে ছবিকে এডিট করে বাবার জন্মদিনে ভোরবেলায় প্রিন্ট করে মাথার পাশে রেখে দিতে পারে! তার এবং জেসমিনের মাথার শুভ্র কেশ জীবনের ওপারের ডাক আসার সতর্ক সংকেত দিচ্ছে।
অথচ কত কিছুই যে করা বাকী...
ওরা দুজন একে অপরকে এখনো তো ভালভাবে একটু বুঝতেই পারলো না। শরীরের চাহিদা তো যে কোনোভাবে মিটে যায়ই।
কিন্তু মনের?
মনের নাগাল কি পেয়েছে? কখনো কি সে চেষ্টা করেছে?
জেসমিন বা সে নিজে?
সময়ের নিয়মে সময় কেটে যাচ্ছে ঠিকই। কিন্তু একজন কাছের মানুষ হয়ে শিহাব তার কাছের মানুষদেরকে কতখানি কাছে টেনে নিতে পেরেছে?
আচ্ছা, কাছের মানুষগুলো কারা ওর?
# অণুগল্প
বিষয়: সাহিত্য
১০০৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
গল্পের প্লটের প্রয়োজনে ভাই। জেসমিন না হয়ে শায়লা, রাহেলা কিংবা লায়লা ও হতে পারত।
জাজাকাল্লাহু খাইর।
বাই দ্য ওয়ে, আমার বউ রাইহান (ঝুমু)।
দুঃখ করে সময়টিকে নষ্ট না করে, আপনার 'সে' কে খুঁজুন ফেরারী মন ভাই
আপনাদের দুজনের প্রতি রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
জীবনটাকে ভরিয়ে দিবে দুষ্টমিতে সারাক্ষণ
যে আপনার সঙ্গিনী হবেন, খুবই ভাগ্যবতী ইনশাআল্লাহ।
খুব ভালো লাগলো লিখাটুকু।
তবে নিজের সঙ্গীর কাছে অন্তত মঙ্খুলে সব শেয়ার করা উচিত। তাতে দুজনের পথচলাটা অনেক সহজ হয়-অনেক জটিলতার অবসান হয়।
সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
খুব সুন্দরভাবে সহজে মনকে চিত্রায়িত করলেন।
হৃদয়কে ছুঁয়ে গেল।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভূতি রেখে গেলে, আপ্লুত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
আগে থাকি, পরে বুঝে নেব, দেহের সাথে মনের ও মিল হল কিনা।
আপনার সেই অনুভূতি সুন্দর হোক।
জাজাকাল্লাহু খাইর।
আপনার আগত জীবনের শুভকামনায়
জাজাকাল্লাহু খাইর।
আপনার অনুভুতির প্রতি সম্মান রইলো।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ।
এক দিন চোখ মেলে দেখি......
স্বপ্নের পিছু ছোটতে ছোটতে স্বীয় পৃথিবী থেকে এতো দূরে আছে পড়েছি যে,আগের আবস্হানে ফিরে যাওয়া অসম্ভব পর্যায়ের,স্বপ্নরাও নাগালের বাহিরেই .......।
.........এর ই নাম.......!!!
হ্যা, এরই নাম জীবন।
তবুও এর ভিতরেই চলতে হবে এবং ফিরে আসতে হবে কাছের সম্পর্কগুলোর কাছে।
জাজাকাল্লাহু খাইর।
হ্যা, এটা ট্রাজেডি। এর থেকে বের হয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। আল্লাহপাক তৌফিক দান করুন-আমীন।
আপনার অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন