পথের নেই কোনো দিশা
লিখেছেন লিখেছেন মামুন ০৫ অক্টোবর, ২০১৪, ০৬:২৭:২৫ সন্ধ্যা
মনের তল পাওয়া কি এতই সোজা?
বিশেষ করে নিজেরটা?
সাধারণত অন্যের মন নিয়ে সবাই বেশী ব্যস্ত থাকতে ভালবাসি। তাই নিজেকে নিয়ে নেই কোনো টানাপোড়েন। মজলিশে ক'জন মানুষ আছে,গুনতে যেয়ে অনেক সময় নিজেকে বাদ দিয়েই কাউন্ট করে ফেলি।
এটাই হচ্ছে নিজেকে নিয়ে 'নেই কোনো চিন্তা' টাইপের অনুভুতি।
অপরের মৃত্যু সংবাদে একটু সাময়িক মন খারাপ হলেও, মৃত ব্যক্তির যায়গায় নিজেকে কল্পনা করতে বেগ পেতে হয়।
চোখ বন্ধ করে মনের ভিতর যাবার চেষ্টা করি।কিন্তু মনের স্বরূপ ও আকার -আকৃতি না জানাতে প্রবেশের রাস্তা পেলাম না। একটা অদৃশ্য দেয়ালে বাঁধা পেলাম।
এবারে চোখ খোলা রেখে চেষ্টা করি। বন্ধ রেখে যাও একটা দেয়াল পেয়েছিলাম... এবারে কিছুই পেলাম না। নাহ! এভাবে সম্ভব হবে না।
আসলে বুকের বাম পাশে যে হার্ট শেপ মাংস পিন্ডটি রয়েছে, সেটা এখনো মনে পরিণত হয়নি।ওটা এখনো কেবলি একটা মাংস পিন্ড! ওটাকে নাড়াচাড়া করে করে মনে পরিণত করতে হবে। কিন্তু সবাই এই পৃথিবীর মায়াজালে এতোটাই ব্যস্ত যে, নিজেকে মনের জালে আটকানোর সময় কারোরই নেই।
এজন্য একটা মাংসপিন্ড নিয়ে বসে আছি... সেখানে প্রবেশের একটা রাস্তা চাই।
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কঠিন মনে করলেই কঠিন। আমি আসলে আত্মকেন্দিক না হয়েও নিজেকে কিভাবে চেনা যায়-জানা যায়, সে সম্পর্কে অন্য ব্লগারদের কাছ থেকে নির্দেশনা পেতে চাচ্ছিলাম। অন্যের চোখে তো নিজেকে সবসময়েই দেখি। কিন্তু নিজে নিজেকে কতটুকু দেখতে পারছি। জ্ঞান-বিজ্ঞানের সারকথা কিন্তু এইটাই- 'নিজেকে চিন'। আল্লাহপাককে পেতে গেলেও কিন্তু সবার আগে নিজের ভিতরের মনের ভিতরে প্রবেশের সঠিক রাস্তাটি সবার আগে পেতে হবে।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অ শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
আপনার প্রতি সম্পুর্ণ শ্রদ্ধা রেখেই একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে ভাই, 'আপনি আমার লিখাটি পড়েন তো সম্পুর্ণ?'
ওটা এখনো কেবলি একটা মাংস পিন্ড! ওটাকে নাড়াচাড়া করে করে মনে পরিণত করতে হবে।
কিন্তু সবাই এই পৃথিবীর মায়াজালে এতোটাই ব্যস্ত যে, নিজেকে মনের জালে আটকানোর সময় কারোরই নেই।
অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে রেখে গেলেন,অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
এক একসময় এক একভাবে অনুভূতিগুলো বিরক্ত করে, এজন্যই এমন হয়।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
শতচেষ্টা করেও আপনার লেখনীর পিছু পিছু চলতে পারি না মন্তব্যের পথে,এতো গভীরতায় বাক ঘুরেন যে শক্তিহীনতায় আটকে যায় মন্তব্যের পদযুগল।
হ্রদয় থেকেই উৎসারিত হয় শুধু 'জাযাকাল্লাহু খাইরান'
আর শুভকামনার জন্য আপনার জন্যও 'জাজাকাল্লাহু খাইরান'।
আরো সহজ করে লিখবার চেষ্টা করব ইনশা আল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
কিন্তু দুঃখ এটাই যে, বেশীরভাগ মানুষই জীবনসঙ্গী হিসেবে অসাধারণ কাউকেই চায়। আর পরবর্তীতে 'অসাধারণ' সব জটিলতায় ভোগে।
ধন্যবাদ আফরা সহজ মানুষ হবার জন্য।
ধন্যবাদ ফেরারী মন।
জাজাকাল্লাহু খাইর।
তাই সে আশা না করাই ভালো। আমরা 'ম্যাঙ্গো পিপল' অতি সাধারণ সঙ্গিনীতেই সন্তুষ্ট।
আফরা লিখেছেন : এত কঠিন লেখা আমার জন্য না ভাইয়া ।
আগাম ধন্যবাদ আপনার উত্তরের জন্য অপেক্ষা করিয়ে রাখার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
অনেক্ষন ঘুমিয়ে ঝরঝরে অনুভূতি নিয়ে এইমাত্র ব্লগে এলাম। তোমার মন্তব্যের ভিতরেই উত্তর পেয়ে গেছি।
অনেক খুশী হলা।@ হ্যারী
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন