Rose Rose বিষন্নতায় সফেদ ভালোবাসা Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০৬:৫৬ সকাল



বিষন্নতায় সফেদ ভালোবাসা

Star Star Star Star Star Star Star

সমুদ্র সফেন মেঘের ভেলায়

পেজা তুলোর নরম আবেশে

মুখ লুকোয় হরিদ্রাভ কিছু আশা।

.

নীল চাঁদোয়ার আড়াল থেকে

উঁকি দেয় এক টুকরো রোদ্দুর,

শীর্ণ পাতা ভেসে বেড়ায়, বুকে নিয়ে

জীর্ণ ভালবাসার কিছু পংক্তিমালা!

.

ঘাসের বুকে শিশির কন্যার

পরম আশ্রয়টুকুও মিলিয়ে যায়

হলুদ টুকরো রোদেলা পুরুষের

ঝাঁঝালো প্রখরতায়।

.

বিষন্ন ঘাস মাতাকে ফের জাগাতেই যেন

টিপটিপ করে নেমে আসে কামনার মেঘবৃষ্টি!

.

হাওয়ার তোড়ে ভেসে চলা

বিষণ্ণতার পিছু ধাওয়া শংখচিলেরা

একদিন থেমে যায় কোনো এক সোনালী বালু চরে!

যেখানে আজন্ম লালিত ইচ্ছেগুলো শিকড় ছাড়ে,

ভালোলাগা মেঘ হয়ে আনন্দজল বর্ষায়-

ধীরে ধীরে জেগে ওঠে আদিম ভালোবাসা!

.

সেই বালুচর থেকে শুরু হয়

তোমার আমার পথচলা।

একদিন এভাবেই আমরা নিজেদের মাঝে

গড়ে তুলি সুখের আনন্দ আশ্রম!

.

যেখানে হরিদ্রাভ আশাগুলো প্রচন্ড সতেজতায়

শীর্ণ পাতাকে করে তোলে পুরুষ্ঠ!

আর হলুদ রৌদ্রপুরুষের প্রখরতা কোমল হয়ে উঠে-

এখানে ঘাসমাতার বুকে শিশিরকন্যারা প্রহ্লাদে নৃত্য করে!

শংখচিলেরা এখন আর কারো পিছু নেয়না

অবিশ্রান্ত সুখের আবেশে ঝিমায় কেবলি।

.

সেই সোনালী বালুচরে এখন অটবির সবুজাভ বনশ্রী!

আর হৃদয়ের উষর মরুভুমিতে গড়ে উঠেছে হাজারো মরুউদ্যান।। Rose Rose

বিষয়: সাহিত্য

৯৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269732
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
কাহাফ লিখেছেন :
উষর মরুর ধুসরতায় নিষ্প্রাণ হচ্ছে বিষন্ন ভালবাসা রা ক্রমে ক্রমে.......।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১১
213730
মামুন লিখেছেন : ধন্যবাদ।
অনুভূতি রেখে যাবার জন্য শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
269783
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১২
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা ... অনেক ভালো লাগলো পড়ে
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৪
213780
মামুন লিখেছেন : ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।Happy Good Luck
269809
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৭
আহ জীবন লিখেছেন : সাহিত্য সন্মন্ধে খুব জানি না। এধরনের কবতা পড়ার চাইতে আবৃত্তি শুনতে ভালো লাগে।

এমনিতে কবিতা কম পড়ি। কেন যেন ভালো লাগেনা কবিতায় ছন্দ না থাকলে।

টুডে ব্লগে যত কবিতা পড়ছি সারা জীবনে আমি এতো কবিতা পড়িনি।
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
213786
মামুন লিখেছেন : ধন্যবাদ।
হ্যা আসলে আমার লেখাগুলো 'কবিতা' যে অর্থে আমরা জানি, সেরকম না। আমি বাকপ্রবাস গুরুর মত কিংবা অন্যদের মত কবিতায় ছন্দ মিলাতে পারি না- আসলে কখনো সে চেষ্টাই করি নাই। আচ্ছা, এবারস একটি ছন্দ মিলিয়ে কবিতা লিখবার চেষ্টা করছি। দেখি পারি কিনা। কিছুক্ষণ পরেই পোষ্ট করব ইনশা আল্লাহ।
আমার হৃদয়ে যেভাবে অনুভূতি উঁকি দেয়, আমি সরাসরি সেভাবেই লিখে থাকি। অতিরিক্ত অলংকরন যেমন আমার বউ এর শরীরেও থাকুক পছন্দ করিনা, তেমনি ভাষার ক্ষেত্রেও তেমনটি চাই না। তারপরও কিভাবে যেন কিছু কিছু অলংকরণ চলে আসে।
আর আমার কবিতাগূলকে 'পদ্যের গদ্যানুভূতি' বলা যেতে পারে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File