বুভুক্ষু স্ব র্ণ ল তা
লিখেছেন লিখেছেন মামুন ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:২৫:৪৮ সকাল
বুভুক্ষু স্ব র্ণ ল তা
একদিন রাস্তার মোড়ে জটলা দেখে
ভীড় ঠেলে গিয়ে দেখি, বৃত্তের ভিতরে
সাপ আর সাঁপুড়ের খেলা।
সব ফাঁকিবাজি জেনেও অলস সময় পার করি,
পাবলিক কঠিন রোগের মহৌষধ কিনছে চেয়ে চেয়ে দেখি!
ফেরার সময় সাঁপুড়েকে ডেকে বলি-
'সাপের বিষ নামাতে পারো জানি
হৃদয়ের বিষ নামাতে শিখেছ কি?'
.
.
সুর করে বেদেনীরা রাস্তার এক পাশ দিয়ে
কি যেন বলতে বলতে যায়।
বারান্দার গ্রীলের ফাঁক দিয়ে ওদেরকে দেখার আগেই
নজরে আসে ওদের লোভনীয় শরীর!
আমাকে দেখে চলা থামিয়ে একজন বলে-
'বাবু! দাঁতের পোকা থাকলে মারতে পারি।'
ওর হাসিতে নিজেও হেসে বুকে হাত রেখে দেখাই,
'ভীষণ কয়েকটা পোকার বাস এখানে!
মারতে পারবে যদি তবে এসো।'
আমার কথা শুনে সে পাশের জনের ওপর
হেসে গড়িয়ে পড়ে। ভাবখানা এমন যেন
বিরাট মজার কিছু বলে ফেলেছি।
.
.
আর একদিন সভামঞ্চের ডায়াসে দাঁড়ানো এক নেতার
দেশকে বদলে দেবার অনলবর্ষী বক্তৃতা শুনে শুনে
চমকিত-মুগ্ধ ও শিহরিত হয়ে কাছে যাই।
জিজ্ঞেস করি, 'দেশকে বদলে দিতে চান
নিজেকে কতটুকু বদলাতে পেরেছেন শুনি?'
মুখের হাসি অমলিন রেখে দেবার প্র্যাকটিশটা ভালোই তার!
কিন্তু দৃষ্টির হিংস্রতায় যেন আমায় জানান দিলেন-
'মুর্খ! নেতারা কখনো বদলায় না
বদল করে শুধু ওপরের পোশাক আর দল।'
.
.
নিজের হৃদয়ের বিষে লালিত কয়েকটি
ভীষণ পোকাদের সাথে করে খুঁজে ফিরি
একজন ওঝা... যে হৃদয়ের বিষ নামাতে জানে।
কিংবা বেদেনীদের ঐ দলটিকে যারা
মনের পোকাদের মারতে পারে।
অথবা আজন্ম একই পোশাকে থাকা সেই নেতাকে
যে আগে নিজেকে বদলে দেবার কথা বলে!
.
.
কিছু ভয়ানক যন্ত্রণাকে ধারণ করে
আশাবাদী আমি পৌনঃপুনিক হেঁটে চলি
আশাহীন এক জটিল পথ ধরে।।
বিষয়: সাহিত্য
৯৪৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলুন এক সাথে ঐ পথে হাঁটি!
শুভেচ্ছা রইলো সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আমার ব্লগে স্বাগতম!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ভালো লাগল।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
ফেরার সময় সাঁপুড়েকে ডেকে বলি-
'সাপের বিষ নামাতে পারো জানি
হৃদয়ের বিষ নামাতে শিখেছ কি?'
এক কথায় অসাধারণ! পুরো পর্বটাই গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে সাজানো। আমি বার বার পড়েছি। আমি বুঝতে পারছিনা এটাকে কবিতার মত পড়ব নাকি গদ্যের মত করে দেখব।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাহিত্য প্রতিভা ইর্ষণীয়!
এই পোষ্টিটি ষ্টিকি করা হউক।
এটি যেহেতু গদ্য কবিতা, আপনি গদ্যাকারেই পড়েন।
সুন্দর অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
টিপুভাই যা বলেছেন
(আপনার সাহিত্য প্রতিভা ইর্ষণীয়!)
আমি আর কী বলি!!
পোস্টখানা স্টিকি হলেই যথার্থ হয়
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ধন্যবাদ, খুশী হলাম লেখাটি আপনার অনুভূতিকে নাড়া দিতে পেরেছে জেনে।
শুভেচ্ছা রইলো সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ঘুমহীন মাথা টা যেন ক্যান-ক্যান করতেছে।
প্রবাস জীবনের উপরই রাগ ঝাড়তে হচ্ছে,মন্তব্য কী আর করবো..................!!!
ধৈর্য ধারণ করুন ভাই, সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।
সুন্দর মন্তব্যটি অনেক আনন্দ দিলো আমাকে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন