Rose Good Luck Roseপর্দা...হিজাব... দাড়ি...টুপি ও আমরা Rose Good Luck Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৬:০৫ দুপুর



Good Luckপাশাপাশি দুটি ফ্ল্যাট।

আজাদ সাহেব এবং রাসেল সাহেব থাকেন। দুই পরিবার পাশাপাশি থাকাতে এক অম্ল-মধুর সম্পর্ক গড়ে উঠেছে। তবে জীবনযাপনের পদ্ধতির ভিন্নতায় তাদের পরিবারের সদস্যদের যাপিত জীবন একাধারে সরল এবং জটিল আকার ধারণ করেছে।

আজাদ সাহেব এর দুই মেয়ে। স্ত্রী এবং মেয়েরা ইসলামী অনুশাসন মেনে চলেন। পর্দা করেন। আজাদ সাহেবের ওয়াইফ একটি স্কুলে শিক্ষকতা করেন। সেজন্য যতটুকুই না করলে নয়, মেলামেশার ব্যাপারে খুবই সতর্ক থাকেন।

রাসেল সাহেবের এক মেয়ে এক ছেলে। মেয়ে এবারে এস এস সি পরীক্ষা দিবে। ছেলে কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে। খুবই আধুনিক মনের এবং সেভাবেই রাসেল সাহেবের স্ত্রী ও ছেলেমেয়েরা নিজেদেরকে এলাকায় দেখাতে চায়। মা এবং মেয়ে পর্দা করে না। বরং বাহিরে বের হবার সময় হাল ফ্যাশনের ড্রেস আর চুল খোলা রেখে চলে এবং চলার পথটিকে দীর্ঘক্ষণ ফরাসি সৌরভে মাতিয়ে রেখে যায়। আর একারণেই এলাকার যুবক এবং উঠতি বয়সী থেকে মধ্যবয়ষ্কদের দৃষ্টিতে কামুক চাহনির সাথে এক নাজায়েজ গোপন যৌনলিপ্সার উদ্রেক করে যায়।

সময় গড়িয়ে যেতে থাকে। একদিন রাসেল সাহেবের মেয়েকে এলাকার এক ছেলে টিজ করে। রাস্তায় চলার পথে সে প্রায়ই মেয়েটিকে অশ্রাব্য কমেন্ট করত। প্রথমদিকে রিমা এগুলোকে পাত্তা দিত না। কিন্তু দিন দিন ছেলেটির ব্যবহার ক্রমেই অশালীন হয়ে পড়ছিল। শেষে একদিন রিমা ওর বড় ভাইকে জানায়। সোহেল রিমার বড় ভাই। সে ওর বাবা-মাকে না জানিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে উত্যক্তকারী ছেলেটিকে শাসিয়ে যায়। সেই ছেলেটিও ওর বন্ধুবান্ধবদেরকে ব্যাপারটি তার 'ইগো'তে লাগাতে জানায়। ক্রমেই কিছু টিন-এজার দের ভিতরে এক অস্বস্তিকর অনুভূতি দানা বাঁধে। আর এরা সকলে নষ্ট রাজনীতির সাথে জড়িত থাকায় কিছু ভয়ংকর পরিকল্পনার জন্ম নেয়। একদিন উত্যক্তকারী ছেলেটি সোহেলকে কলেজ থেকে একা ফেরার পথে প্রচন্ড মারধর করে। একপর্যায়ে পেটে চাকু দিয়ে 'স্ট্যাব' করে। ব্যাপারটি নিয়ে মহল্লায় প্রাথমিক বিচার বসে। কিন্তু সেখানে কোনো সুরাহা না হওয়াতে থানা-পুলিশ পর্যন্ত ব্যাপারটি গড়ায়। উত্যক্তকারী ছেলেটিকে পুলিশ ধরে নিয়ে যায়। মামলা হয়। আবার একসময়ে সে জামিনে বেরও হয়ে আসে।

এরপর ঘটায় সে ভয়ংকর সেই কাজটি। জেলখানায় কাটানো কয়েকদিনের স্মৃতি তাকে পাগল করে দেয়। বন্ধুদের কু-পরামর্শে এবং নিজের টিন-এজ হৃদয়ে ধিকি ধিকি জ্বলতে থাকা তুষানলে তাড়িত হয়ে সে রিমার মুখ এসিডে ঝলসে দেয়। পরবর্তীতে আইনের হাতে আবারো সে ধৃত হয়। কিন্তু মাঝখান থেকে রিমার জীবনে নেমে আসে এক অমানিশার কালো ছায়া।

এরকম ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটে চলেছে। এই যে দুটি পরিবার পাশাপাশি থেকেও এদের জীবনে এরকম ভিন্ন আবহ বিরাজ করছে। আজাদ সাহেবের পরিবার ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনযাপনের স্টাইলকে সেভাবে গড়ে নিয়েছে। তাই তাদের পরিবারের সদস্যরা বর্তমানের কলুষিত এই সমাজে নির্বিঘ্নে পথ চলতে পারছে। পক্ষান্তরে, রাসেল সাহেবের পরিবারের সদস্যরা যুগের সাথে তাল মিলিয়ে নিজ ধর্মের অনুশাসনকে মেনে না চলায় কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শুধুমাত্র পর্দা না করার কারণেই এটি হয়েছে।

মহিলাদের পুরুষদের সাথে পর্দা করবার তিনটি পর্যায় রয়েছে।

প্রথমতঃ শুধু মুখমন্ডল, হাতের পাতা এবং কারো কারো মতে পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢাকতে হবে। এটি তৃতীয় শ্রেনির পর্দা।

দ্বিতীয়তঃ মুখ, হাত এবং পায়ের পাতাও দেহের অন্যান্য অংশের সাথে ঢেকে রাখতে হবে। এটি দ্বিতীয় শ্রেনীর পর্দা।

তৃতীয়তঃ মহিলারা এমনভাবে থাকবে যে তাদের পোশাক পরিচ্ছদের উপরও যেন কোন বেগানা পুরুষের দৃষ্টি না পড়ে। এটি প্রথম শ্রেণীর বা সর্বোত্তম পর্দা।

পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, " মহিলারা যেন তাহাদের সৌন্দর্যকে প্রকাশ না করে অবশ্য যতটুকু প্রকাশ না হয়ে পারে না।"

আবু দাউদ শরীফের একটি হাদীস যার অর্থ মোটামুটি এমন, " হে আসমা (রাঃ) মেয়েরা যখন বালেগা হইয়া যায়, তখন তাহার শরীরের কোনো অংশই দেখা যায়েজ নাই।" তবে নবীজী শুধু মুখমন্ডল এবং হাতের প্রতি ইশারা করে বলেন, " মুখ এবং উভয় হাতের পাতা খোলা রাখা যাইবে।"

অন্যত্র আল্লাহ পাক বলেন, " মহিলারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা তাহাদের চেহারা আবৃত করিয়া রাখে।"

ইমাম আহমদ, তিরমিজি এবং আবু দাউদ একটি হাদীস সংকলন করেছেন যেখানে প্রিয় নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন যার মোটামুটি অর্থ এমন- নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আম্মাজান হযরত উম্মে সালমা (রাঃ) এবং হযরত মায়মুনা (রাঃ) কে বলিয়াছিলেন, তাঁহারা যেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের (রাঃ) নিকট হইতে পর্দা করে। তাঁহারা বলিলেন, তিনি তো অন্ধ, কাজেই তিনি তো আমাদেরকে দেখিতে পাইবেন না। নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা ও কি অন্ধ হইয়া গিয়াছ? তোমরাও কি দেখিবে না?

মহিলাদেরকে আতর খোসবু লাগিয়ে ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। ইমাম তিরমিযি একটি হাদীসকে হাসান সহীহ শ্রেণীভুক্ত বলে উল্লেখ করেছেন যার মোটামুটি অর্থ এমন-

নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, " মহিলারা যখন সুগন্ধি দ্রব্য ব্যবহার করিয়া কোন সমাবেশের নিকট দিয়া যাতায়াত করে তখন সে এইরকম অর্থাৎ ব্যভিচারিনী মহিলা বলিয়া বিবেচিত হয়।"

তো এই গেল মহিলাদের পর্দার বিধান সম্বলিত কয়েকটি হাদীসের মোটামুটি অর্থ। উপরের গল্পের নিরিখে আমরা দেখেছি যে, শুধুমাত্র পর্দার বিধান না মানাতে রাসেল সাহেবের পরিবারের উপর কি বিপদই না নেমে এসেছে। কারণ আল্লাহ পাক এবং তার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বান্দা এবং উম্মতের জন্য কোনটি ভালো হবে সেটি ১৪০০ বছর আগেই বেশ ভালোভাবেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন দেখার ব্যাপার হল আমাদের ভিতর কে মানছি এবং সফলতা অর্জনে (দুই জাহানের) ধাবিত হচ্ছি। আল্লাহ পাক এবং তার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কথা কখনো মিথ্যা হতে পারে না, এখন পর্যন্ত হয়ও নাই এবং ইনশা আল্লাহ ভবিষ্যতেও হবে না।

আল্লাহ পাক আমাদের মা, বোন এবং মেয়েদেরকে ইসলামের পর্দার বিধান অনুযায়ী পর্দা করার তৌফিক দান করুন-আমীন। Good Luck

Good Luckআমি প্রায় ই লক্ষ্য করি লেবাস (পোশাক) কে ধর্মের সাথে সম্পর্কযুক্ত করার প্রবনতা। আমার নিজের ভিতরও এটা বেশী আছে, তাই এ প্রসঙ্গের অবতারনা। কয়েকটি উদাহরণ দিচ্ছি-

'বাড়ীওয়ালার বউ একেবারে হুজুর হয়ে গেছে' [একদিন পথে হিজাব পরা দেখেছি তো...]

'মাসুদ সাহেব আল্লাহ'র পথে চলে গেছেন' [হঠাত একদিন দাড়ি রাখা অবস্থায় দেখে...]

'ও মুনশী, কেমন আছো? [একদিন টুপি পরা অবস্থায় এক বন্ধুকে রাস্তায় দেখে] কিংবা

'এই সব ভন্ডামি ছাড়' [ টুপি পরে কোনো বন্ধু আড্ডায় এলে অন্য এক বন্ধু]... ... ...

এই যে আমাদের ভিতর ধর্মীয় উন্মাদনা, এ মূল কোথায়?

কখনো কি আমরা ভেবেছি?

কেন এরকম বলি?

নিজের কাছে প্রশ্ন করি।

আমরা আমাদের চারপাশে যা দেখি, আমাদের মনের ভিতর তা শিকড় গেড়ে দেয়। মানুষ আজন্ম শিকড় গড়ার কাজে ব্যস্ত থাকতে ভালোবাসে।আমার এক বন্ধু একদিন আমাকে জানালো, " আমি ছোটবেলা থেকে আমার পরিবারের ভিতরে যা দেখেছি, সেভাবে-ই উপলব্ধি করতে শিখেছি। আমার আব্বা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন না। আমাদেরকে নিয়ে সিনেমা-নাটক দেখে খুব মজা করতেন। তো এই তিনি হঠাৎ আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে- দাড়ি রেখে নামাজ-কালাম, পবিত্র কোরআন এর তাফসীর পড়া ও সেগুলো চর্চা করা- এ সবে মশগুল হয়ে পড়লেন। আমি এই আমূল পরিবর্তনকে মেনে নিতে পারছিলাম না। কারণ আমার উপর তখন তিনি ধর্মীয় বিধি-নিষেধ জোর করে চাপানোর ব্যাবস্থা করতে চেয়েছিলেন। তবে এই কাজটা তিনি যদি আমার Early Age এ করতেন, তবে সেটা ই ঠিক হতো।আমি তার এই পরিবর্তনকে খারাপ বলছি না। আমি আসলে একটা সমস্যাকে তুলে ধরলাম।"

এটা গেলো এক দিক।

আবার, আমি দেখেছি অন্যান্য ধর্মের সাথে তুলনা করলে ইসলামের সমালোচনা করার প্রবনতা খোদ মুসলিমদের ভিতরেই বেশী। ওই যে প্রথমে ই বললাম, দাড়ি-টুপি কিংবা হিজাব পড়া দেখে হুজুর / মুনশি/ ভন্ড এগুলো কে কাকে বলছে? একজন হিন্দু কিংবা একজন অন্যধর্মের কারো কলিজায় এই জোর নাই যে অন্তত এই দেশে বসে কোনো মুসলিমকে এই কথা বলবে (অন্য ধর্মের বন্ধুরা আমাকে সাম্প্রদায়িক মনে কর না আবার)।

একজন মুসলমান অপর এক মুসলমান ভাই বা বোনকে এই কথা বলছে। এটা আসলে টিটকারীসুলভ কথা বার্তা। তবে অনেকে মশকারির সেন্সেও বলে থাকেন। কিন্তু কোনো ধর্ম তো একটা হাসি-ঠাট্টার বিষয় হতে পারে না।

আজ আমি দাড়ি রাখলে ভন্ড/ জংগী কিংবা মৌলবাদী হয়ে যাই। [এক বন্ধুর একটা বায়িং হাউসে জব হল না শুধুমাত্র তার দাড়ি থাকার কারণে। যদিও সেটার মালিক একজন মুসলমান ছিলেন। তার অজুহাত ছিলো বিদেশী বায়াররা দাড়ী দেখলে জংগী মনে করবে। সেই বন্ধু তাকে বলেছিল, এই সব বিদেশীরা যে Jesus Christ কে অনুসরণ করে, তারও তো দাড়ি ছিলো। তো সে ও কি জঙ্গী?] অথচ হিন্দু/খ্রীষ্ঠান/ শিখ প্রভৃতি ধর্মের প্রধানের দাড়ি ছিলো। তাদের পুরোহিতেরাও দাড়ি রেখেছেন। অথচ একজন মুসলমান তার নিজের দেশে- যেখানে তার ধর্ম সংখ্যাগরিষ্ঠ দের ধর্ম, সেখানে দাড়ি রাখার অপরাধে চাকরি পায় না।

একই কথা হিজাব কিংবা পাজামা পাঞ্জাবীর বেলায়। আমি অনেক হাইলি কোয়ালিফাইড মেয়েকে দেখেছি হিজাব পড়ার কারণে অবমুল্যায়িত হতে। এক বন্ধু তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করল এভাবে, " যখন তাবলীগ করতাম, একবার স্বরূপকাঠি এলাকায় গেলাম সময় লাগাতে। আমার তখন পাজামা-পাঞ্জাবী ও দাড়ী-টুপি। একজন রিটায়ার্ড আর্মির কর্নেলও ছিলেন আমাদের সাথে। তো প্রথম দিনের পরিচয় পর্বে আমকে জিজ্ঞেস করলেন'

'হুজুর, আপনি কোন মাদ্রাসা থেকে পড়াশুনা করেছেন?'

'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে'। শুনে উনি এমন ভাব করলেন যেনো আমি কি না কি বলেছি। অথচ একজন কর্নেল হয়ে রিটায়ার করা ব্যাক্তি তো আর অশিক্ষিত না। তার ভিতর-ই যদি এমন চিন্তা ধারা, তবে আর সাধারণ পাবলিকের কি দোষ?

একজন হিন্দু পুরোহিতের লেবাসে কোনো বন্ধুকে কিংবা একজন শিখ বন্ধুকে তার পোষাকে অথবা একজন খ্রীষ্ঠান বন্ধুকে পাদ্রীর ড্রেসে দেখে কিন্ত কোনো কটাক্ষ করি না।

তাকে ভন্ড বলি না।

ভন্ডামি কি শুধু এই দাড়ী-টুপি আর হিজাবের ভিতরে?

না হলে নাটক-সিনেমায় যে কোনো ক্রুর বা ভণ্ডের চরিত্রকে দাড়ি-টুপিওয়ালা দেখানো হয় কেন?

অনেকের কাছেই আমি হয়তো এতক্ষণে ভন্ড কিংবা সাম্প্রদায়িক বা মৌলবাদী হয়ে গেছি। বিশ্বাস না হলে নিজে আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করুন।

অনেক কথা লিখে ফেললাম। ভুল হলে বা ভুল তথ্য দিলে সবিনয়ে আমার ভুলকে ধরিয়ে দিলে অনেক খুশী হব।

আল্লাহ পাক আমাদেরকে সহীহ ধর্মীয় বুঝ দান করুন-আমীন। Rose Good Luck

বিষয়: বিবিধ

২২১৭ বার পঠিত, ৮৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268927
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
ফেরারী মন লিখেছেন : চমৎকার বিশ্লেষণ করেছেন। আসলেই দাড়ি টুপি পড়লেই যেন আজকাল জঙ্গি আর মৌলবাদি। কিন্তু ইহাই হওয়ার কথা ছিলো একজন মুসলমানের প্রধান সম্বল।
২৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৬
212690
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
সচরাচর এমনটিই দেখছি।
সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268929
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশ আমাদের মানসিকতা কে এতটাই নষ্ট করে ফেলেছে যে আমরা আমাদের ধর্মিয় ও জাতিগত পরিচয় ও আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি।
২৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
212693
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
সত্য বলেছেন আপনি। আমাদের মুসলিম জাতি হিসেবে যে শিক্ষাব্যবস্থা গড়ে উঠার কথা ছিল, তা না হওয়াতেই আজ আমরা বিভ্রান্ত হয়ে ঘুরছি।
কোকিলের মত কাকের বাসায় ডিম পাড়তে বাধ্য হচ্ছি।
সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268932
২৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
কাজী লোকমান হোসেন লিখেছেন : মডার্ন যুগে কেউ পর্দা করলে বলে দান্দাবাজ , আর দাঁড়ি টুপি দেখলেই বিনা ক্লেশেই জঙ্গি মৌলবাদী ট্যাগ পেতে হয় , বিশ্লেষণ ধর্মী লেখা , হিজাব নিয়ে এই শর্ট ফ্লিম দেখতে পারেন Rose Rose
268933
২৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
মামুন লিখেছেন : সত্য বলেছেন।
একদম বাস্তব
শর্টফিল্ম টি দেখলাম।
শুভেচ্ছা রইলো। Rose Rose Good Luck Good Luck
268935
২৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুবই সুন্দর - ভালো লাগলো অনেক Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর Rose Good Luck Good Luck Rose

ছোটভাই এর পক্ষথেকে একটা অনুরোধ -
কুরআন ও হাদীস এর রেফারেন্স দিয়ে রাখলে সুবিধা হতো। পোস্টের গ্রহণযোগ্যতা বাড়তো প্লাস আগ্রহী পাঠকরাও নিজেদের মতো করে বিস্তারিত স্টাডী করার সুযোগ পেতো।

আল্লাহ পাক আমাদের মা, বোন এবং মেয়েদেরকে ইসলামের পর্দার বিধান অনুযায়ী পর্দা করার তৌফিক দান করুন-আমীন। Praying Praying
২৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
212711
মামুন লিখেছেন : ধন্যবাদ, হ্যারি ভাই।
আসলে আমিও রেফারেন্স খুঁজে পাইনি। তবে এরপর থেকে লিখলে অবশ্যই লেখায় রেফারেন্স দিতে চেষ্টা করব।
সাথে থেকে অনুভূতি জানানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
212726
মামুন লিখেছেন : আর হাদীস এর রেফারেন্স দিয়েছি যতটুকু পেয়েছি। কিন্তু আল কোরআন এর সুরা এবং আয়াত নাম্বার দিতে পারি নাই। ইনশা আল্লাহ পরবর্তী লেখায় দিতে পারব আশাকরি।
ধন্যবাদ।Good Luck
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১১
212736
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যাজাকাল্লাহু খাইর ভাইয়া Big Hug Big Hug
268938
২৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সাদিয়া মুকিম লিখেছেন : আমাদের সমাজের মূল সমস্যা হলো শুনে বা দেখে ইসলাম শিখে, যার ফলে রয়ে যায় অনেক ভুল প্রাক্টিস! আমাদের সমাজব্যাবস্থা আর শিক্ষাব্যবস্থা কোনটাই ইসলামের অনুকূলে নয় বলেই ধর্মীয় নিয়মকানুনকে একটা নির্দিষ্ট গোত্রের(হুজুর বা মৌলভী বা মাদ্রাসা পরিবার) মাঝেই সীমাবদ্ধ রাখা হয়েছে!

ইসলামী শিক্ষাব্যবস্থা এবং সমাজের মানুষর আমূল পরিবর্তন প্রয়োজন,সব মুসলিমদের জানা উচিত ধর্মীয় বিধানগুলোর তাৎপর্য! অধিকাংশ মুসলিম জানেনা পর্দা রক্ষা করে চলা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ফরজ! যারা করছেন না প্রতিনিয়ত কবীরা গুনাহে আছেন! আর পর্দার কনসেপ্ট শুধু পোষাকে সীমাবদ্ধ নয় গোটা জীবনে আল্লাহর অপছন্দনীয় বিষয়গুলো থেকে নিজেদের বাঁচিয়ে আড়াল করে রাখাও পর্দা!


বাস্তবতা আর প্রানবন্ত উপস্হাপনায় খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন! অসংখ্য শুকরিয়া শ্রদ্ধেয়..। Good Luck
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০২
212714
মামুন লিখেছেন : ধন্যবাদ বোন।
আসলে এটাই আমার প্রথম লেখা। অনেকটা পরীক্ষামূলকও বলতে পারেন। রেফারেন্স দিতে পারিনি, পর্দার শুধুমাত্র জাহেরি বা বাহ্যিক দিকটি শুধু তুলে ধরতে চেয়েছিলাম, আরো সময় নিয়ে এই বয়সে পড়ালেখা করতে চাচ্ছি, এরপর ইনশা আল্লাহ বিষয়ভিত্তিক লেখার দিকে আগাতে চাইছি। দোয়া করবেন।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268951
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১২
আফরা লিখেছেন : আল্লাহ পাক আমাদেরকে সহীহ ধর্মীয় বুঝ দান করুন-আমীন।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
212727
মামুন লিখেছেন : আমীন।
ধন্যবাদ আপনার দোয়ার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268953
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৬
নাবিলা লিখেছেন : খুব সুন্দর বিশ্লেষণ।
ভাল লাগলো।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫০
212728
মামুন লিখেছেন : ধন্যবাদ ব্লগে অনুভূতি রেখে যাবার জন্য।
আর আমার ব্লগে আপনাকে স্বাগতম!
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
269259
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন। মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
213253
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাথে থেকে অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আআম্র ব্লগে আপনাকে স্বাগতম।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১০
269284
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০০
আহ জীবন লিখেছেন : যা বলছেন প্রতিটিই সত্য।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
213255
মামুন লিখেছেন : ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৭
213307
আহ জীবন লিখেছেন : আপনার কাছে উন্নত মানের অদৃশ্য সুপার গ্লু আছে। যেটা স্বেচ্ছায় নিজের গায়ে লাগাইছি। যতদিন ব্লগে আছেন আপ্নারে কি আমি ছাড়তে পারুম? হে হে হে হে কক্ষনো না।
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
213350
মামুন লিখেছেন : ধন্যবাদ।
এমন অদৃশ্য সুপার গ্লু মনে হয় টুডে ব্লগের আনাচে কানাচে সযতনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই একবার কেউ এই ব্লগে ঢুকলে কেন জানি বের হতে পারে না।
শুভেচ্ছা রইলো।Good Luck Good Luck
১১
269836
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
213829
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।Happy Good Luck Good Luck
১২
269839
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : স্টীকি হয়েছে, তাই হাতের কাছে যা ছিল তাই দিয়েদিলুম আপনাকে Tongue Tongue Thumbs Up
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
213830
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ হ্যারি ভাই!
হাতের কাছের যা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। Happy Good Luck Good Luck
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৬
214374
ইমরান ভাই লিখেছেন :
১৩
269842
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
ফেরারী মন লিখেছেন : অবশেষে ভালো লেখক ও ভালো মানুষের জয় হলো। অবশ্য পোষ্ট স্টিকি করলেই কি আর না করলেই কি ভালো সবসময় ভালো।
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
213831
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
সহমত আপনার সাথে।
স্টিকির থেকে পাঠকের অনুভূতিটাই আসল।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
১৪
269845
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
আতিক খান লিখেছেন : দেরিতে হলেও লেখাটি তার প্রাপ্য পেয়েছে। অভিনন্দন মামুন, চমৎকার ছবি ফুটিয়েছ আমাদের আশপাশের। Thumbs Up Applause Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪২
213833
মামুন লিখেছেন : ধন্যবাদ আতিক।
এ সবের পিছনে তোমার অবদান বেশী।
শুভেচ্ছা রইলো তোমার জন্যও।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
১৫
269850
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
প্রেসিডেন্ট লিখেছেন : সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ জানবেন। আল্লাহ আমাদের সকলের মাঝে সঠিক উপলব্ধিটুকু দিন যেন অামরা সিরাতুল মুস্তাকিম এর পথে অটল থাকতে পারি।
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
213834
মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
আপনার দোয়ায় আমীন।
শুভেচ্ছা রইলো আপনার জন্যও।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১৬
269856
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৮
রাইয়ান লিখেছেন : স্যরি ভাইয়া , এত দেরিতে মন্তব্য করার জন্য । আসলে এই লেখাটি পাবলিশ হবার দিনেই পড়ে নিয়েছিলাম , কিন্তু সময়ের অভাবে লগইন করিনি । আজ স্টিকি হবার পরে লেখক ভাইয়াটিকে অভিনন্দিত করতেই ব্লগে ঢুকলাম ! প্রানঢালা অভিনন্দন অনেক অনেক ....সুন্দর বিষয়সম্বলিত লেখাটির জন্য , আর স্টিকি পোস্টের জন্য !
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
213835
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
দুঃখ পাবার কিছুই নেই। কাজই সবার আগে।
আর সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য এসেছেন জেনে খুব ভালো লাগছে। আপনার অভিনন্দনের জন্যও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১৭
269867
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এসিড নিক্ষেপের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড হওয়া উচিত্‍। কারণ ভিক্টিম চিরতরে তার সৃষ্টিকর্তা প্রদত্ত রুপটি হারিয়ে ফেলেন।

অভিনন্দন জানাচ্ছি একটি বৃহত্‍ কারণের জন্য। বলুনতো কী? যাইহোক কাজটা হয়তো আফরা করেছেন।
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০০
213842
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার সাথে এসিড নিক্ষেপের শাস্তির ব্যাপারে সহমত।
কারণটি মনে হয় সহীহ ধর্মীয় বুঝ পাবার।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
১৮
269871
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : প্রথমে অভিনন্দন! আপনার পোষ্ট ষ্টিকি হয়েছে!!

পুরো গল্পটিতে বাস্তব চিত্র উঠে এসেছে। এ্টাই বর্তমানের বাস্তবতা। নৈতিকতার গুরুত্ব না দেবার কারণে আমাদের সমাজ দিন দিন অতল গহব্বরে পতিত হচ্ছে। সমাজের প্রতিচ্ছবি তুলে আনার জন্য আবারো ধন্যবাদ।
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
213848
মামুন লিখেছেন : ধন্যবাদ টিপু ভাই।
আপনি এবং আরো কয়েকজন বেশ অনেকবার আমার পোষ্ট স্টিকি করার জন্য অনুরোধ জানিয়েছেন ব্লগ কতৃপক্ষকে, সেজন্য আরো একবার ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
সুন্দর অনুভূতি রেখে যাবার এবং সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১৯
269900
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
স্বপন২ লিখেছেন : লেখাটা হৃদ্বয় ছুঁয়ে যায়। সারা বিশ্ব আজ পর্দা
ও ইসলামের বিরুদ্ধে। যদিও আপনার প্রথম লেখা,সুন্দর মার্জিত হাত। আল্লাহ যেন এই
হাতকে শানিত করেন। আমরা যেন ,আপনার
আরও লেখা পড়তে পারি।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
213882
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২০
269917
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
সাদিয়া মুকিম লিখেছেন : স্টিকি পোস্টে অভিনন্দন ভাইয়া! Thumbs Up

Good Luck Good Luck Good Luck Good Luck
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
214087
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার অভিনন্দনের জন্যও আপনাকে জানি অনেক শুভেচ্ছা বোন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২১
269921
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
পবিত্র লিখেছেন : অসাধারণ সুন্দর লিখেছেন! অন্নেক ভালো লাগলো! Happy Happy Happy
স্টিকি পোস্টে অভিনন্দন!

৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৬
214088
মামুন লিখেছেন : ধন্যবাদ বোন।
অনুভূতি রেখে যাবার জন্য এবং অভিনন্দন জানাবার জন্য আপনাকেও অনেক শুভেচ্ছা।
ফুলগুলো সত্যিই মুগ্ধকর!
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২২
269933
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
আবু আশফাক লিখেছেন : সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান ফিদদুনিয়া ওয়া আখেরাহ।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৭
214089
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
অনুভুতি রেখে গেলেন সেজন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২৩
269953
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২০
অসহায় মুসাফির লিখেছেন : অসাধারণ বিশ্লেষণ। বস্তা পোঁচা সভ্যতায় প্রভাবিত সমাজের চরম বাস্তব ছবিটা স্বচ্ছ আয়নায় প্রতিফলিত ছবির মতো আপনার বিশ্লেষণে প্রস্ফুটিত হয়েছে। অনেক ধন্যবাদ এমন একটা লেখা উপহার দেয়ার জন্য।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
214090
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার নান্দনিক মন্তব্য আমাকে আরো অনেক প্রেরণা দিলো।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৪
269954
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : সমাজের দুঃখজনক বাস্তব চিত্র তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৯
214091
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
অনুভূতি রেখে গেলেন, সেজন্যও ধন্যবাদ ও শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২৫
269963
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৪
ইবনে হাসেম লিখেছেন : খুব ভালো লেগেছে, গল্পাকারে পাশাপাশি দু রকমের কালচার এর ছবি তুলে ধরায় পোস্টটির গ্রহনযোগ্যতা আরো বেড়েছে। সবসময় পোলাও কোর্মা খেতে যেমন ভালো লাগেনা, অত্যন্ত দামী খাবার হলেও, ঠিক তেমনি, সাবজেক্টটা খুব বেশী আলোচনা হওয়াতে, তার মূল্য দিতে অনেকেই অপারগ হয়ে পড়েন। তবে যদি বিচিত্র কাহিনীর মাধ্যমে তা পরিবেশন করা যায় তাহলে সেটা পাঠেও পাঠকের ক্লান্তি আসেনা। আপনার লিখায় সেই প্রচেষ্টা দৃশ্যমান। জাযাকাল্লাহু খাইরান
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২০
214092
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনার সুন্দর পর্যালোচনা আমাকে সামনে এগিয়ে যেতে আর উৎসাহিত করল!
অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্যও।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২৬
269968
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি

আল্লাহতায়ালা আপনাকে দুনিয়া ও আখেরাতে অ-নে-ক সম্মানিত করুন Praying Praying
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২১
214093
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার দোয়ায় আমীন।
আপনাকেও আল্লাহপাক ভালো রাখুন। দুই দুনিয়ায় সম্মানিত করুন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৭
270036
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৮
বৃত্তের বাইরে লিখেছেন : পশ্চিমে অন্য ধর্মের কেউ মুসলমানদের নিয়ে কিছু বললে খারাপ লাগেনা। ধরে নেই, তারা আমাদের ধর্ম সম্পর্কে জানেনা তাই বলে। কিন্তু স্বধর্মী কেউ কটাক্ষ করলে গায়ে লাগে বেশি। ধন্যবাদ ভাইয়া সময়পোযোগী মূল্যবান পোস্টের জন্য। আমি ব্লগে কম আসি বলে লেখাটা আগে চোখে পড়েনি। আপনার সব লেখাই স্টিকি হওয়ার মত। প্রানঢালা অভিনন্দন রইল Good Luck Applause Rose ভাল লেখাকে মূল্যায়ন করার জন্য সম্মানিত মডারেটরদেরও ধন্যবাদ Happy Good Luck

৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২২
214094
মামুন লিখেছেন : ধন্যবাদ বোন।
সহমত আপনার সাথে। হ্যা, মদারেটরদেরকে আমিও ধন্যবাদ জানাই।
শুভেচ্ছা রইলো আপনার জন্য অনেক অনেক।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৮
270076
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৩
সত্যলিখন লিখেছেন :

৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
214095
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপু।
দুটো পোষ্টারের সাথেই ১০০ ভাগ সহমত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৯
270078
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৩৯
বাকপ্রবাস লিখেছেন : শুভেচ্ছা অভিনন্দন দিতে ঢুকলাম ছুটিতে যাবার আগেই পড়ব কথা দিলাম হা হা হা
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
214096
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ গুরু।
ইনশা আল্লাহ।
অনুভূতি রেখে যেতে ঢুকবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
৩০
270090
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫৭
কাহাফ লিখেছেন :

পোস্ট ষ্টিকি হওয়াই প্রমান কত সুন্দর ও প্রয়োজনীয় এই লেখা। কোন কথা নয় আজ।
শুধু Rose Rose Rose Rose ষ্টিকি পোস্টের জন্য অভিনন্দিত শুভেচ্ছা শুভেচ্ছা ও শুভেচ্ছা.......।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
214097
মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।
আপনার অভিনন্দন এবং লাল গোলাপের সুগন্ধটুকু প্রানভরে উপভোগ করলাম।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
৩১
270114
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০০
মোতাহারুল ইসলাম লিখেছেন : খুবই সুন্দর শিক্ষণীয় পরিবেশনা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বুঝ দান করুন। আমীন।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
214098
মামুন লিখেছেন : ধন্যবাদ বন্ধু!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
তোমার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
৩২
270116
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
এ এম ডি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
214103
মামুন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
৩৩
270129
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে নষ্টালজিক হয়ে পড়লাম। অনেক সুন্দর হয়েছে .. Rose Rose Rose Rose
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
214156
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
৩৪
270139
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০২
প্রবাসী আশরাফ লিখেছেন : লেখার পরতে পরতে বাস্তবতার করুন দৃষ্টপটগুলো হাদিসের রেফারেন্স দিয়ে মনের ক্ষোভ-আক্ষেভ-কষ্ট মিশিয়ে অত্যন্ত চমৎকার ভাবে গুছিয়ে লিখেছেন।

আল্লাহ আপনার এই কষ্টকে কবুল করে নিন অত:পর পাঠকদেরকে এই লেখা থেকে উপকৃত হবার তৌফিক দান করুন, এই দোয়া রইলো রবের প্রতি।
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৪
214157
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার মন্তব্যের জন্য জাজাকাল্লাহ!
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
আপনার দোয়ায় আমীন।
ভালো রাখুক আল্লাহপাক আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
৩৫
270164
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
ওরিয়ন ১ লিখেছেন :
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
214159
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সুন্দরভাবে পোষ্টারে তুলে ধরেছেন।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
৩৬
270169
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
আবু নাইম লিখেছেন :
'বাড়ীওয়ালার বউ একেবারে হুজুর হয়ে গেছে' [একদিন পথে হিজাব পরা দেখেছি তো...]

'মাসুদ সাহেব আল্লাহ'র পথে চলে গেছেন' [হঠাত একদিন দাড়ি রাখা অবস্থায় দেখে...]

'ও মুনশী, কেমন আছো? [একদিন টুপি পরা অবস্থায় এক বন্ধুকে রাস্তায় দেখে] কিংবা

'এই সব ভন্ডামি ছাড়' [ টুপি পরে কোনো বন্ধু আড্ডায় এলে অন্য এক বন্ধু]... ... ...



ভালো লাগলো ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
214174
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
৩৭
270374
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:২৬
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ। ভাল লাগলো আপনার অভিব্যাক্তি ও সিম্পলিসিটির প্রকাশ।

মোহাম্মদ সঃ এর নামে নিচে বলা বক্তব্যের ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি বোখারী, মুসলিম, আবু দাউদ, মালিক মুওয়াত্তায় এমন কোন বক্তব্য পাইনি। যথাযথ রেফারেন্স ও প্রেক্ষিত ছাড়া এমন বক্তব্য অগ্রহনযোগ্য। আপনি তা আপনার লিখা হতে মুছে দিতে পারেন এবং তাতে আপনার লিখার বক্তব্য ও মান কমবে বলে আমার মনে হয়না।
ধন্যবাদ আবার ও।

অন্যত্র নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন যার অর্থ মোটামুটি এমন- " মহিলাদের অপরিচ্ছন্ন পোশাক পরিয়া বাহির হওয়া উচিত।"

০১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫০
214337
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আপনি যেহেতু নিশ্চিত হয়ে বলছেন, তাই আপনার উল্লেখিত এই হাদীসটি ইনশা আল্লাহ আমি মুছে দিবো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
৩৮
270414
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০১
দ্য স্লেভ লিখেছেন : আপনার চিন্তা চেতনা খুবই পরিষ্কার,খুবই সহি। অত্যন্ত চমৎকার একটি লেখা লিখে দারুন উপলব্দিতে সহায়তা করলেন। জাজাকাল্লাহ
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৯
214417
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
৩৯
270494
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেকের কাছেই আমি হয়তো এতক্ষণে ভন্ড কিংবা সাম্প্রদায়িক বা মৌলবাদী হয়ে গেছি। বিশ্বাস না হলে নিজে আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করুন।

অনেক কথা লিখে ফেললাম। ভুল হলে বা ভুল তথ্য দিলে সবিনয়ে আমার ভুলকে ধরিয়ে দিলে অনেক খুশী হব।---
হলে হয়েছেন, তাতে কি। আপনি আপনার কথা উপর ঠিক থাকুন।
ভুল কিছুই বলেন নি, উচিত কথাই বলেছেন। আমাদের এই ধরণের প্রবণতা আছে বলেইত! আমিও দাড়িওয়ালা এক ভুক্তভোগী। তবে বিচলিত নই। আমার সুন্দর ব্যবহার দাড়ির কারণে আমার বন্ধুরের থেকে দূরে ঠেলে দেয়না, বরং আরো কাছে নিয়ে আসে। আর যদি সবাই আমাকে দূরে ঠেলে দেয়, তাতেও আমি বিচলিত নই, স্বয়ং আল্লাহ যে আমার পাশেই রয়েছেন।
অনেক ধন্যোবাদ মামুন ভাই।
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৩
214447
মামুন লিখেছেন : ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি। আমি অনেক প্রেরণা এবং আত্মবিশ্বাস পেলাম! সামনের দিনগুলোতে আমার অনেক কাজে আসবে।
অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
৪০
270894
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
215235
মামুন লিখেছেন : লিংকে গিয়ে পড়ে নিচ্ছি।
ধন্যবাদ।Good Luck
৪১
271033
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫০
জাকির হোসাইন লিখেছেন : আপনার প্রত্যেকটা কথার সাথে সহমত! যাজাকাল্লাহ্!
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৪
215143
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
৪২
271052
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০১
আবু জারীর লিখেছেন : অন্ধ হলে প্রলয় বন্ধ হয়না। যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেকেই তালগোল পাকিয়ে ফেলে, ফলে এহকাল পরকাল দুটোই হারায়। সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৬
215145
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
৪৩
271154
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
FM97 লিখেছেন : vai, upore je link ta dilam- totha amar blog ta bodh hoy apni poren ni. sekhane bistarito lekha ache, somajer poristhiti o amader kemon chinta rakah uchit.
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
215238
মামুন লিখেছেন : ধন্যবাদ।
হ্যা, আমি ভুল করেছিলাম। এখন সঠিক পথে এসেছি।
লিংকটায় যাচ্ছি।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File