Rose Rose ফাগুনের এক আগুনে মধ্যদুপুর Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩২:৫১ দুপুর



ফাগুনের এক আগুনে মধ্যদুপুর

Star Star Star Star Star Star Star Star

সেদিনটি ছিল ফাগুনের মাঝামাঝি,

কৃষ্ণচূড়ার সব সবুজ মুখ লুকিয়েছিল লালের আড়ালে

আর শিমুলে লেগেছিল আগুন! Rose

প্রজাপতিদের সেদিন কি হয়েছিল যেন,

ডানায় ভালোবাসার সব রঙ মেখে

আরো বর্ণীল হওয়ায় মেতে উঠেছিল! Rose

পুষ্পকলিদের অনাঘ্রাতা যৌবনে

পুলক জাগাতেই বুঝি ঝাঁপিয়ে পড়েছিল

সেদিন দখিনা সমীরণ! Rose

এমনই এক মধ্যদুপুরে 'রোদেলা' এলো,

শানবাঁধানো পুকুর ঘাটে চোখে চোখ রেখে

ভালোবাসার স্মারক রিঙ ফিরিয়ে দিতে। Rose

কিছু বুনো ঘাসফুলের হৃদয় মাড়িয়ে

বিশ্বাস-অবিশ্বাসে দোদুল্যমান আমি তখন

হৃদয় হাতে নিয়ে দাঁড়িয়েছিলেম দীর্ঘক্ষণ! Rose

একবার ভেবেছিলাম, মরেই যাই

কি লাভ এভাবে বেঁচে থেকে এখন? Crying

ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়ি বেয়ে যেতে যেতে ভাবি

দীঘির শান্ত জলেই কি তবে শেষ অবগাহন? Rose

ধীরে ধীরে নেমে যাই... বুক পর্যন্ত ভিজে যেতেই

পায়ের নীচে পলেস্তারাবিহীন কর্দামক্ত পিচ্ছিলতা

চেতনায় আনে হলুদ মৃত্যুর বিবর্ণ রুক্ষতা! Rose

তখন একটি ডানা ভাঙা নিঃসঙ্গ হলুদ মথের

ফুলে ফুলে উড়ে বেড়ানোর চেষ্টা দেখি,

নিমিষে মৃত্যুর ওপার থেকে নিজেকে ফিরিয়ে আনি

জীবনের এইপারে। Rose

একজন 'রোদেলা' আর একটি পরিত্যাক্ত রিঙ,

ডানাভাঙ্গা হলুদ মথটির তুলনায়

অ...নে...ক নগণ্য মনে হয়!

বেঁচে থাকাটা কতই না বর্ণময়!

সেই মথটি আমায় শিখিয়ে যায়! Rose

আমিও ফিরে আসি জীবনের অন্তবিহীন

পথে চলবো বলে,

'রোদেলা' আর তার রিঙটি বুকে নিয়ে

পদদলিত কিছু ঘাসফুল পড়ে থাকে,

অসহ্য অলস বিষন্ন

ফাগুনের এক মধ্যদুপুরে।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268623
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
কাহাফ লিখেছেন :
"বেচে থাকাটা কতই না বর্ণময়!
সেই মথটা আমায় শিখিয়ে যায়!!"

বর্ণময়তার সীমাহীন বিশালতায়ও কখনো বর্ণ খুজে পেতে হয়রান কিছু মানুষ......!!
ভাল লাগার বর্ণময় শুভেচ্ছা...... Rose
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
212340
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শুভেচ্ছা আপনার প্রতিও রইলো...।Happy Good Luck Good Luck
268629
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
শিশির ভেজা ভোর লিখেছেন : এক কথায় অসাম এণ্ড Fantastic লিখতে থাকুন
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
212341
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে উৎসাহ দেবার জন্য।
আর অনুভূতি রেখে যাবার জন্য আপনার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268645
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
ফেরারী মন লিখেছেন : রোদেলা' আর তার রিঙটি বুকে নিয়ে
পদদলিত কিছু ঘাসফুল পড়ে থাকে,
অসহ্য অলস বিষন্ন
ফাগুনের এক মধ্যদুপুরে।। Thumbs Up
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
212354
মামুন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি জানানোর জন্য।
শুভেচ্ছা রইলো।Happy Good Luck Good Luck
268648
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
212355
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনার জন্য অনেকগুলো লাল গোলাপের শুভেচ্ছা রইলো।Happy Good Luck Good Luck
268649
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
212356
মামুন লিখেছেন : আপনাকেও সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ।Happy Good Luck Good Luck
268664
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৩
আফরা লিখেছেন : কখন কি ভাবে বা কি দেখে মনের পরিবর্তন আসে বলা যায় না ।একটি ডানা ভাঙা নিঃসঙ্গ হলুদ মথ দেখে হতাশা গ্রস্থ মানুষের মনে আশার আলো জ্বলে ।

অনেক ধন্যবাদ ভাইয়া তবে একটা প্রশ্ন মথ এটা কি ? আমি চিনি নাই একটু কি বলতে পারেন ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
212365
মামুন লিখেছেন : ধন্যবাদ আফরা।
পুরুষ প্রজাপতিকেই সাধারণত মথ বলা হয়। আমরা যেগুলোকে প্রজাপতি জানি, সেগুলো মনে হয় স্ত্রী-প্রজাপতি। আর এরা পুরুষ প্রজাপতি।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
এই কবিতাটিও কিন্তু গল্প থেকে নেয়া হয়েছে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File