Rose Good Luck Rose মুখোশ Rose Good Luck Rose

লিখেছেন লিখেছেন মামুন ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৯:৫৭ সকাল



Roseফাতুর মা একটু বেলা করেই আজ কাজে আসে।

যে বাসায় কাজ করে, সে বাসার আপা দরোজা খুলে ওকে দেখেও দেরীর কারণ জিজ্ঞেস করে না। একটু অবাক হয় ফাতুর মা। সেও প্রতিদিনের মত নির্ধারিত কাজগুলি শেষ করার জন্য ভিতরের দিকে আগায়।

একটু লজ্জিত এবং কিছুটা শংকিত মন নিয়ে কিছু কথার ঝাপটা আসার অপেক্ষায় থাকে।

কিন্তু আজ আবহাওয়া খুবই পরিষ্কার- রৌদ্র আলোকোজ্জ্বল নির্মেঘ আকাশে সাদা মেঘের ভেলাগুলোও দৃশ্যমান। সেখানে বাড়িওয়ালির নিরেট কালো মুখের উপস্থিতি আজ কেন জানি নেই।

তরকারি ধুয়ে সামনে রাখে।

বাড়িওয়ালি ফ্রিজ থেকে মাছের প্যাকেট বের করে রান্নাঘরের বেসিনে পানিতে ডুবিয়ে রাখে।

একটা প্লাষ্টিকের মোড়া টেনে ফাতুর মার পাশে বসে। আজকাল আর এফ এল এর এই সুদৃশ্য মোড়াগুলি মধ্যবিত্তদের রান্নাঘরের শোভা বর্ধন করছে।

ফাতুর মা কান খাড়া করে রাখে। আসন্ন কিছু তিক্ত বাণ শরীরে বিদ্ধ হবার অপেক্ষায় সারা শরীর প্রস্তুত হয়ে থাকে। কিন্তু ওর সকল প্রত্যাশাকে ছাড়িয়ে বাড়িওয়ালি বলে উঠে-

' ঈদের দিন তোমার মেয়েকে নিয়ে সারাদিন আমার বাসায় বেড়াও।'

হঠাৎ তরকারি কুটা থামিয়ে দেয় ফাতুর মা। বাড়িওয়ালির দিকে তাকায়। তিনি আবার বলেন-

'বলছিলাম ঈদের দিনে তোমার বাসায় রান্না-বান্নার আর আয়োজন করো না। মেয়েকে নিয়ে সকালে এখানে চলে এসো।'

কিছুই না বলে চুপ থাকে ফাতুর মা।

কল্পনায় ওর ভেসে উঠে ঈদের একটি দিন। সে এবং তার মেয়ে ফাতু দিনভর এই বাসায় কোরবানির গোশত নিয়ে বাড়িওয়ালির ফরমাশ মত কাজ করে যাচ্ছে।

বাহ! কি সুন্দর বেড়ানোর দাওয়াত!

গরীবের ভিতরে ওরা আরো গরীব। নিজেদের একান্ত একটি দিন বলেও বোধ হয় ওদের জন্য কিছু নেই। তাইতো বাড়িওয়ালির এই আগাম দাওয়াত।

যন্ত্রের মত একজন ছুটা বুয়া নিজের ভাগ্যের কথা চিন্তা করতে করতে কাজ করে চলে। তবে এইমাত্র সে তার প্রতি বাড়ীওয়ালি আপার এতো নরম ব্যবহারের কারণ খুঁজে পায়।

ঈদের দিনে অতিরিক্ত কিছু কাজ করিয়ে নিতেই এতো রাখঢাক।

সোজা বললেই তো হত।

একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় ফাতুর মা।

হৃদয়ে জমে উঠা আরো কিছু বিবর্ণতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়। Good Luck

# অণুগল্প

বিষয়: সাহিত্য

১১৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267368
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
কাহাফ লিখেছেন :
নিজেদের কুৎসিত মানষিকতা মুখোশের অন্তরালে এ ভাবেই আড়াল করে রাখে নৈতিকতাহীন বর্তমান ধনিক শ্রেণী।
মুখোশ পড়েই সমাজে বিশৃংখলা চালিয়ে যাচ্ছে শক্তিমানেরা।
গরীবের ভিতর আরো গরীব এই সব মুখোশধারীদের অনুভূতি কি একেবারেই মরে গেছে...............?
সুন্দর অসাধারণ উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি। Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
211227
মামুন লিখেছেন : খুব সুন্দরভাবে আপনি মন্তব্য করলেন। মূল লিখার চেয়েও আপনার মন্তব্য নান্দনিক হয়েছে।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
267375
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৩
নূর আল আমিন লিখেছেন : ধন্যবাদ ভাই সমাজে কতিপয় বড়লোক নামধারী পশুদের মুখোশ উন্মোচনের জন্য
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
211229
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
267388
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
সাদামেঘ লিখেছেন : বুঝা কঠিন কার ভেতর কি?
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
211230
মামুন লিখেছেন : সহমত আপনার সাথে।
অনেক শুভেচ্ছা সাথে থাকবার জন্য।Happy Good Luck
267398
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৩
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভাইয়া মন্তব্য করার ভাষা নাই , সত্যি আমাদের সমাজের তথাকথিত বাড়িওয়ালী গুলো এই রকম At Wits' End Rose ভালো লাগলো অনেক ধন্যবাদ Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
211232
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আমাদের উচিত এই মানসিকতা থেকে বের হয়ে আসা। আমরা যার যার পরিবারের মেয়েদেরকে ছেলেবেলা থেকেই 'ফাতুর মায়েদের' প্রতি নিছক মানবিকতা টুকু যেন প্রদর্শন করে। আমাদের পরবর্তী প্রজন্ম যদি মানবিক হয়ে উঠে, ইনশা আল্লাহ একটি সুস্থ সমাজ কায়েমে অনেকটা পথ অগ্রসর হতে পারব।
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।Happy Good Luck
267429
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর গল্প। ধন্যবাদ।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
211234
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে। ব্লগে নিজের অনুভূতি রেখে যাওয়াতে অনেক অনেক শুভেচ্ছা।Happy Good Luck
267599
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
আবু সাইফ লিখেছেন : Thinking
জাযাকাল্লাহ.. Rose Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File