Rose Love Struck Good Luck একটু উষ্ণতার অপেক্ষায় রয়েছি Rose Love Struck Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৩:০৯ সকাল



Roseএকটু উষ্ণতার অপেক্ষায় রয়েছি

--------------------------------

সেদিন একাকি বসে বৃষ্টির আমেজ উপভোগ করছিলাম,

প্রচন্ড বৃষ্টির ছিটায় ভিজে গেলেও

সরে যেতাম না। এমন সময়

বেরসিকের মতো তোমার ফোন-

' এই জানো, অদ্ভুত সুন্দর কিছু গান শুনছি

উফফ! আমার মরে যেতে ইচ্ছে করছে!'

কার গান? গানের জন্য মরে যেতে চাও,

কই? আমার জন্য তো কখনো মরতে চাও শুনলাম না?

যে গান শুনে তোমার এই আবেগ, তাঁর রচয়িতা তো আমি-ই!

একজন স্রষ্টাকে রেখে তুমি সৃষ্টিকে নিয়ে পড়লে?

কতবার মরতে চাও তুমি? একবার...দু'বার...শ'... হাজার... লক্ষ?

যতবার চাইবে তুমি, আমি তোমাকে

মারবো, জীবিত করব... আবার...

এভাবে জীবন্মৃত অবস্থায় কেটে যাবে লক্ষ কোটি বছর।

জানি, তারপরও তুমি আমার হবে না!

তুমি যে নিজেই এক অমর সৃষ্টি!

যার একটা হৃদয় রয়েছে...

হ্যা, আমি ভুলে গিয়েছিলাম...

আমি তোমাকে একটা হৃদয়ও দিয়েছিলেম!

আর সেখানে সবার জন্য এত্তো এত্তো ভালোবাসা

শুধু আমারই জন্য কেবল

রয়ে গেলো অভিযোগ...

জমিয়ে রেখেছ বছরের পর বছর ধরে।

'হুহ! কই কোনো অভিযোগ তো নেই?'

আর ভালোবাসা! সে তো কাউকে বলে কয়ে

আসে না। সত্যি বলছি, তোমার জন্য ভালোবাসা হয়েছে'।

জানি জানি, সব জানি

তোমার হৃদয়ে এখন একজন হলুদ পাঞ্জাবী

কিংবা গেরুয়া রঙের এমন কেউ বাস করছে।

আমারই ভুল, হৃদয় বানানোর সময়ে

তোমার ভিতরে একটু বেশীই অস্বাভাবিকতা

ঢেলে দিয়েছিলেম!

তাই আজ হৃদয়ে জমাট ভালোবাসা নিয়ে

একটু উষ্ণতার অপেক্ষা করছি।

যদিও আমি শীতের ভিতরে উষ্ণ আর

উষ্ণতার ভিতরে শীতল হওয়া শিখেছি-

তবুও স্বেচ্ছায় আসবে তুমি

জমাট ভালোবাসাকে গলাতে, তাই

এখনো একটু উষ্ণতার অপেক্ষায় রয়েছি।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

১০৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267057
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৭
কাহাফ লিখেছেন :
আধ্যাতিকতার গন্ধ ছড়ানো,ভালবাসার তৃষিত জনের পরিপুর্ণ আকুলতায় শব্দের আহাজারী- অনেক ভাল লেগেছে।(একান্তই আমার।)
আশ্চর্য্যময় ভালবাসা আপনার জন্যে মামুন ভাই। Rose Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
210864
মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।
মুগ্ধ হলাম আপনার অনুভূতির প্রগাঢ়তায়!
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আপনার জন্য।Happy Good Luck Good Luck
267062
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৩
অন্ধকারের বাতি লিখেছেন : সৃষ্টি করার প্যপারটা পরিষ্কার নয়।
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
210865
মামুন লিখেছেন : হ্যা, ভালোই ধরেছেন।
সৃষ্টি করার ব্যাপারটাঃ
এখানে রুপক অর্থে ধরতে পারেন। একজন কিছু গান শুনে মরে যেতে চাইছে ভাবালুলতায়-আবেগে-ভালোবাসায়। কিন্তু যে স্রষ্টা তাঁকে সৃষ্টি করেছে, তাঁকে উপলব্ধি করার মত একটি হৃদয় দিয়েছে- সে সামান্য মানুষের তৈরী করা গানের আবেগে মরে যেতে চাইছে; কিন্তু যিনি তাঁকে সহ সকল ভাবের তৈরী সেই হৃদয়কেও বানালেন, তার জন্য ক'বার মরতে চায়?

আশাকরি আপনি ব্যাপারটি ক্লীয়ার হয়েছেন।
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
267101
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
অনেক পথ বাকি লিখেছেন : সৃুন্দর লিখেছেন। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
210892
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে ব্লগে অনুভূতি রেখে যাবার জন্য।
অনেক শুভেচ্ছা।Happy Good Luck
267126
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
বুসিফেলাস লিখেছেন : সুন্দর অনুভুতি! ভালো লাগলো
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৭
210893
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
শুভেচ্ছা রইলো।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File