Rose Good LuckRose একজন সুবর্ণাকে নিয়ে Rose Good LuckRose

লিখেছেন লিখেছেন মামুন ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০৩:২১ সন্ধ্যা



Good Luckএকজন সুবর্ণাকে নিয়ে

----------------------

আমি চাই একটা লম্বা রাস্তার শেষ মাথা

দৃষ্টির প্রান্তসীমাকে ছুঁয়ে,

বামে মোড় নিয়ে অদৃশ্য হয়ে যাক।

ডান বলতে কিছুই নেই, সেখানে

অসীম শূন্যতা বিরাজ করছে আমার হৃদয়ের মতো।

গোল পোষ্ট হয়ে আছে দুটি তালগাছ, যেখানে

সাদা মেঘবালিকাদের দুরন্তপনায় মৌনমুগ্ধ-

দু'পাশে দুই বেনী ঝুলিয়ে তুমি এসে দাঁড়ালে

ঐ মোড়টিতে আমার জন্য।

অনন্তকাল ধরে পথ হেঁটে হেঁটে

ক্লান্ত আমি,

মোড়ের একটি ভাঙা বেঞ্চের পাশে দাঁড়ানো

সেই তোমায় সুধালেম, ' সুবর্নাদের বাড়িটা কোনদিকে?'

একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে চলে যাওয়া অচেনা দিকটিতে

নির্দেশ করে আমার মুখপানে চেয়ে বললে,

'খুব ক্লান্ত লাগছে আপনাকে, একটু বসে যান'।

শাড়ীর আঁচল দিয়ে মমতায় বেঞ্চটি মুছে দিলে! আর

মুহুর্তেই চেনা-অচেনার বেড়া ডিঙিয়ে

একজন সুবর্ণা হয়ে পাশে দাঁড়ালে।

তৃষিত চাতকের মত তোমার বারিধারায় সিক্ত হয়েও

আমি অনন্ত পিপাসায় ছিলেম কাতর!

আমি চাই বাঁশঝাড়ের এই রাস্তাটির কোনো বাঁক না থাকুক-

অনন্তকাল ধরে তোমাকে নিয়ে আমি

হেঁটে যেতে চাই এই পথে।

তোমার হাতে আমার হাত!

মেঘবালিকারা অবাক হয়ে তাকিয়ে ভুলে যায় দুরন্তপনা,

আমাদের ছোঁয়ায় লজ্জাবতীরা

পথের দুধারে অভিবাদনরত-

শীষ দিয়ে উড়ে যাওয়া দোয়েল একটু থামে-

বাতাস কানাকানি করে আকাশের সাথে,

এ সব কিছুকে উপেক্ষা করে তোমার আমার নির্ভীক পথচলা।

আমি চাই আমাদের নিয়ে লম্বা

সোজা রাস্তাটি হারিয়ে যাক-

যেভাবে ডান দিকটি হারিয়েছে।

পথহীন পথ হাঁটতে থাকি অচেনা এক সুবর্ণার সাথে।। Good Luck

বিষয়: সাহিত্য

৭৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266870
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
210623
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে অনুভুতি রেখে যাবার জন্য।Happy Good Luck
266878
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
ভিশু লিখেছেন : Chatterbox ওর্কোম আর১টি রাস্তা+বেঞ্চের খবর থাকলে পরের পোস্টে জানাবেন ১টু প্লিজ... Broken Heart Day Dreaming
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
210805
মামুন লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই।
অনেক কষ্টে একটি এরকম রাস্তার খোঁজ পেলাম- তাও ৪৩ বছর লেগে গেছে!!
দেখি, এরপরের টির খোঁজ পেলে আপনার জন্যই 'বুক' করে রাখবো ইনশা আল্লাহ।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
266900
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৪
210807
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আপনার জন্য।Happy Good Luck
266918
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৯
মাজহারুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৪
210809
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।Happy Good Luck
267022
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫৩
কাহাফ লিখেছেন :
"আমি চাই বাশঝাড়ের এই রাস্তাটির কোন বাক না থাকুক-
অনন্ত কাল ধরে তোমাকে নিয়ে
হেটে যেতে চাই আমি।"
নির্জীব এই আমি কাব্যিকতার কোন মর্ম না বুঝলেও একটা অনুভূতি দোলা দিয়া যায় আপনার কবিতা......
অভিনন্দন জানাতেই হয় মামুন ভাই..... Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৬
210812
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আমিও কি মর্ম বুঝেছি মোটেও?
মনের অনুভূতিটুকুই লেখায় রূপ নিয়েছে শুধু।
শুভেচ্ছা আপনার জন্যও।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File