কে তুমি? Rose

লিখেছেন লিখেছেন মামুন ৩০ আগস্ট, ২০১৪, ০১:০১:৫৯ দুপুর



বাসার সামনে একটি মাঠ... সবুজ ঘাসগুলো ছেটে রাখা হয় নিয়মিত। মাঠ না বলে সবুজ ঘাসের গালিচা বলা চলে। কিছুটা আয়তাকার... আসলে কলোনীর ছোট ছেলেমেয়েদের বিকেলবেলার হই হুল্লোর করার জন্যই এই মাঠটিকে বানানো হয়েছে।

এখন কেউ নেই মাঠে। সবাই যার যার বাসায়-হয় ঘুমে, না হয় টিভিতে সিরিয়াল দেখছে। পুরুষেরা বন্ধের দিন পেলে বেশীরভাগই ঘুমাতে পছন্দ করে। বারান্দার টবগুলোতে রঙ বেরঙের ফুল ফুটে আছে। ওর নিজের কালেকশন। বোটানির স্টুডেন্ট হওয়াতে সেই কোথায় কোথায় ওকে গাছ সংগ্রহের জন্য যেতে হয়। একবার সবাই দল বেঁধে সীতাকুন্ড ইকোপার্কে গিয়ে সাপের সামনে পড়েছিল... ভাবলে এখনো শরীর হীম হয়ে আসে।

শায়লার জন্য ওর বাবা একটা দোলনা লাগিয়ে দিয়েছেন সিলিঙের সাথে। সেখানে গিয়ে বসে।

মৃদু দোল খেতে খেতে কিছুক্ষণ আগে পড়া কবিতার কয়েকটি লাইন মাথায় ব্রেনের ভিতর ঘুরতে থাকে...

...” সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো

কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি,

যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম।...”

এই ‘তুমি’টা কে? এই বাইশ বছরের জীবনে এখনো সেভাবে কোনো তুমিকে সে খুঁজে পায় নাই। আর সেজন্য ভালবাসাও দেয়া হয়ে উঠেনি... একই সাথে এর স্বরূপও জানা হয়নি। তবে উপলব্ধির গভীরে হৃদয় তোলপাড় করা একটা অনুভুতি ওকে অস্থির করে দেয় সময় সময়! তবে কি সেটাই ভালবাসা? কল্পনায় কে যেন আবছাভাবে ওর সামনে ধরা দেয়... কতবার স্কেচ করেছে... পাতার পর পাতা ভরিয়ে দিয়েছে,

কিন্তু একটা সম্পুর্ণ অবয়ব কখনো আনতে পারেনি... সে একজন খুব ভাল ছবি আঁকিয়ে হবার পরেও। অথচ যেকোনো কিছু একবার দেখেই হুবহু সেভাবে এঁকে দিতে ওর সমকক্ষ কেউ নেই।

তাহলে মনের সেই মানুষটিকে কেন সাদা-কালো কিংবা রঙ্গিন কাগজ ও রং তুলিতে আনতে পারছে না?

Rose

# অণু গল্প

বিষয়: সাহিত্য

৮৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259615
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:১০
আজিম বিন মামুন লিখেছেন : সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো

কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি,

যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম।...
বেশী ভাল লাগল
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৫
203423
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।Happy Good Luck
259616
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:১২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
203424
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।Good Luck
259625
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:২১
কাহাফ লিখেছেন : মন্তব্য পরে..............
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৭
203425
মামুন লিখেছেন : অপেক্ষায় রইলাম আপনার নান্দনিক মন্তব্যের। অণুগল্পটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।Happy Good Luck
259626
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩০
ফেরারী মন লিখেছেন : দিন দিন আপনার লেখার প্রেমে পড়ে যাচ্ছি। বেশ চমৎকার লিখতে পারেন দেখি। Thumbs Up Thumbs Up Rose Rose
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৭
203426
মামুন লিখেছেন : সমস্ত প্রশংসা আল্লাহপাক এর, যিনি আমাকে চিন্তা করবার এবং গুছিয়ে লিখবার সক্ষমতা দান করেছেন।

আপনাকে লেখাগুলো পড়বার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।Happy Good Luck Good Luck
259650
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic Fantastic
৩০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২২
203456
মামুন লিখেছেন : আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।Happy Good Luck
259654
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। অনেক সুন্দর লিখা। ভীষণ ভালো লাগলো।
৩০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৩
203458
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।Happy Good Luck
259897
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৭
কাহাফ লিখেছেন : যারা মনের মানুষ তারা আত্মার সাথে মিশে থাকতেই/নিজে কে লুকিয়ে রাখতেই ভালো বাসে,তাই সাদা-কালো কিংবা রংগিন কাগজে বা রং তুলিতে বেধে আনা যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে.......। Rose
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১২
203657
মামুন লিখেছেন : খুব সুন্দর ভাবে বললেন মনের মানুষের ব্যাপারে। আমি অভিভূত। ধন্যবাদ নান্দনিক মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File